কোচবিহার, ৩০ এপ্রিল : "এই বুথে শাসকদল 100টি ভোটও পাবে না ।" শীতলকুচির 181 নম্বর বুথে পুনর্নির্বাচন নিয়ে একথা বলেন BJP প্রার্থী নিশীথ প্রামাণিক । তিনি বলেন, "শাসকদল আমাদের ভোটারদের বারবার ভয় দেখানোর চেষ্টা হলেও তারা বুথে এসে ভোট দিয়েছে । BJP কর্মীদের অনেকদিন আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছে । BJP কর্মীরা এই হুমকিতে ভয় পায় না । তাঁরা এই হুমকি উপেক্ষা করেই ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে গেছে ।"
গতকাল কোচবিহার লোকসভা কেন্দ্রের শীতলকুচি ব্লকের 181 নম্বর বুথে পুনর্নির্বাচন ছিল । 11 এপ্রিল কোচবিহার লোকসভাকেন্দ্রে ভোটগ্রহণ ছিল । শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা সহ একাধিক অভিযোগ তুলে কমিশনে যায় BJP । এদিকে ওই বুথে মকপোল ডিলিট না করেই ভোটগ্রহণের অভিযোগ ওঠে । ফের পুনর্নির্বাচনের দাবি জানানো হয়। পরে সেখানে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন।
নিশীথবাবু বলেন, "বেশ কয়েকদিন আগে থেকেই ভোটারদের ভয় দেখিয়েছে শাসকদল । বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে । বাড়ি ভাঙচুর করেছে । আমাদের অনেক কর্মী এখন আহত অবস্থায় হাসপাতালে ভরতি ।"