ETV Bharat / elections

দিদির মাটি কাঁপছে, এদিকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন : মোদি - Asansol

নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 23, 2019, 4:16 PM IST

Updated : Apr 23, 2019, 5:02 PM IST

2019-04-23 16:10:09

আসানসোল, 26 এপ্রিল : বাবুল সুপ্রিয়র সমর্থনে আসানসোলে নির্বাচনী জনসভা করেন নরেন্দ্র মোদি । সেখানে একাধিক ইশুতে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ করেন তিনি । 

মোদি বলেন :

  • আপনাদের প্রতিটি ভোট এই চৌকিদারের খাতায় যাবে, আর চৌকিদারকে শক্তিশালী করবে
  • আগেরবারের থেকে বেশি ভোট জেতান
  • আমাদের আবার আশীর্বাদ দিন
  • তৃণমূল, কংগ্রেস, CPI(M)-র থেকে দূরে থাকবেন 
  • এখানকার মানুষ অত্যাচারীদের বিরুদ্ধে লড়বেন
  • 2022 সালের বাংলার সব মানুষের কাছে পাকা ঘর, শৌচালয়, গ্যাসের কানেকশন থাকবে
  • একটি রাষ্ট্রীয় ব্যবসায়ী আয়োগ তৈরি করা হবে
  • কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পড়বে
  • এক কোটি মানুষ এর সুবিধা পাবেন
  • মোদি সরকার এলে বাংলার সরকারের উপর আয়ুষ্মান প্রকল্প চালু করার চাপ বাড়বে
  • সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করা যাবে
  • ফির একবার মোদি সরকার আয়েগি
  • একমাস পর 23 মে ফির একবার?
  • আজ 23 এপ্রিল । 23 মে এই সময় দেশে নির্বাচনের ফল এসে যাবে
  • মুসলিম মহিলাদের তিন তালাক থেকে মুক্ত করেছে
  • ধর্ষণের ক্ষেত্রে কঠিন শাস্তির ব্যবস্থা করেছে
  • ক্ষমতায় আসার দু'মাসের মধ্যে এখানে 
  • আমাদের সরকার পূর্ব ও উত্তর-পূর্ব বারতের জন্য বিশেষ নজর দিয়েছে
  • আমরাই OBC,দলিতদের উন্নয়ন করেছি
  • আমরাই গরিবদের 10 শতাংশ সংরক্ষণের বিষয়টি করেছই
  • এই চৌকিদার সবসময় 130 কোটি মানুষের কথা ভাবেন
  • সেজন্য মজবুত চৌকিদার চাই কি না বলুন?
  • সেজন্য দিল্লিতে মজবুত সরকার চাই কি না বলুন?
  • সন্ত্রাসবাদ শেষ হওয়া চাই কি না বলুন?
  • মোদি একা হিন্দুস্থানের সংকল্পকে কে পূরণ করতে পারবে না । আপনার একটা ভোট পারবে
  • নতুন হিন্দুস্থানের সংকল্পকে কে পূরণ করতে পারবে?
  • এরা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবে?
  • এদের মধ্যে কি ক্ষমতা রয়েছে?দম রয়েছে?
  • নতুন ভারত সন্ত্রাসবাদের ধ্বংস চায়
  • নতুন ভারত দুনিয়ায় ভারতকে শক্তিশালী হিসেবে দেখতে যায়
  • নতুন ভারত শোভাযাত্রা বের করার স্বাধীনতা চায়
  • নতুন ভারত সুরক্ষা, সম্মান চায়
  • নতুন ভারত ডিভিশনের সরকার চায় না
  • নতুন ভারত বানানোর দায়িত্ব আপনার ও আমাদের সবার
  • বাংলার উন্নয়ন, দেশের দিশা, ভারত কী মাতা জয় বলা মানুষরাই করবে
  • দিদি ভাড়াটে গুন্ডাদের উপর নির্ভর করে
  • আপনার এই চৌকিদার বলতে চায়, অনুপ্রবেশকারীদের উপর ভিত্তি করে বাংলার রাজনীতি চলবে না
  • দিদি, আপনার উপর খুব দয়া হয় 
  • তৃণমূলের এমন অবস্থা যে বিদেশ থেকে প্রচারের লোক আনছে
  • আর সেটা দিদিও বুঝতে পারছেন
  • দিদির মাটি কাঁপছে
  • নিয়ত ও নীতি পরিষ্কার  
  • এই নির্বাচনে দেশের সুরক্ষার বিষয় আলোচনা হওয়া দরকার
  • এটা আসানসোল পৌরসভার নির্বাচন নয়
  • দিদি আপনি কি  দেশে দুজন প্রধানমন্ত্রী চান?
  • কলকাতায় সব নেতারা লাফাচ্ছে, তারা আবার বলছে জম্মু-কাশ্মীরে আলাদা প্রধানমন্ত্রী চাই 
  • জম্মু-কাশ্মীরের প্রসঙ্গে এনেছিলেন
  • দিদি, কলকাতা হাত ধরে আপনারা নাচছেন?
  • এই পদ দেশের মানুষের আশীর্বাদে পাওয়া যায়
  • প্রধানমন্ত্রীর পদ সারদা-নারদার টাকা দিয়ে পাওয়া যায় না
  • যদি নিলাম করে প্রধানমন্ত্রিত্ব পাওয়া যেত, তাহলে কংগ্রেস ও দিদি তো লুটের টাকা নিয়ে চসে আসত 
  • দিদি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন !
  • তাঁদের এমন জায়গা চাই, যেখানে উন্নয়নের ধারা বইবে
  • তাদের নতুন হিন্দুস্থান চাই
  • হিংসা,সন্ত্রাসবাদী, অনুপ্রবেশ, তোষণকারীদের সহ্গে নতুন প্রজন্ম থাকবে না
  • 21 শতকে জন্মেছে যাঁরা তাঁরা 
  • আজও বাংলার মানুষের মধ্যে অনেক রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ লুকিয়ে রয়েছেন
  • এই ভূমি রবীন্দ্রনাথ ঠাকুর, সূর্য সেন, স্বামী বিবেকানন্দ, যতীন্দ্রনাথ দাস, নজরুল ইসলামের ভূমি
  • আপনারাই বলুন, এরকম মডেল দেশে প্রয়োজন?
  • দিদির শাসনে তাই হচ্ছে
  • বেতন বাড়ে তো DA পাওয়া যায় না
  • চাকরি পেলে ভালো চাকরি পাওয়া যায় না
  • প্রথমে চাকরি পাওয়া যায় না
  • যুব সম্প্রদায়ের জন্য আলাদা উন্নয়নের মডেল তৈরি করেছেন দিদি
  • অনুপ্রবেশকারীদের ঢোকানোর উপর ভিত্তি করে দিদির উন্নয়নের মডেল দাঁড়িয়ে রয়েছে
  • জমি, লোহা, কয়লা মাফিয়ার উপর ভিত্তি করে দিদির উন্নয়নের মডেল দাঁড়িয়ে রয়েছে
  • স্পিডব্রেকার দিদির উন্নয়নের মডেল কিসের দ্বারা প্রভাবিত?
  • আসলে উন্নয়নের মডেল কী?
  • আজ দিদি বলছেন, উনি দেশকে নিজের দলের উন্নয়ন মডেল দেবেন
  • এরা দিনরাত ষড়যন্ত্র করে যাচ্ছে
  • পাকিস্তানে কত সন্ত্রাসবাদী মারা গেছেন, তার প্রমাণ চাইছেন
  • তখন আপনারাই বুঝতে পারবেন
  • প্রকাশ্যে লুটেরাদের পাশে দাঁড়িয়েছে
  • বাংলার এই ভালোবাসা আমি ভুলতে পারব না
  • দিদি দুর্নীতিগ্রস্ত
  • এক রাজ্যের মুখ্যমন্ত্রী
  • এর হাত কোথা পর্যন্ত পৌঁছছে তাও আপনারা জানেন
  • নারদা, সারদা, রোজ়ভ্যালি শুধু দুর্নীতি নয়, এটা গরিবদের বিরুদ্ধে করা বড় অপরাধ
  • যেভাবে আপনারা আপনার গণতন্ত্রের অধিকার রক্ষা করেছেন
  • স্পিডব্রেকার দিদির কাজ হল মোদিকে গালি দেওয়া 
  • প্রকাশ্যে বুথ লুটের জন্য কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার জন্য দলের নেতাদের উস্কানি দেয়
  • সাধারণ মানুষের অধিকার এরাজ্যের সরকার কেড়ে নিয়েছে
  • জগাই মাধাই সব অধিকার কেড়ে নিয়েছে
  • TMC-র সরকার ক্রাইম ও দুর্নীতি এই রাজ্যে ননস্টপ
  • স্পিড ব্রেকার দিদি তো আছেই
  • ভাই ও বোনেরা এই কথা কারোর অজানা নয়
  • নারদ, সারদা, রোজ়ভ্যালি এগুলো দুর্নীতি
  • দিন আনা দিন খাওয়া মানুষের টাকা মেরে দেওয়া হয়েছে
  • গণতন্ত্রকে হাইজ্যাক করার চেষ্টা করছে যারা, সেই তৃণমূলকে উচিত শিক্ষা দেবে বাংলার মানুষ
  • মহাভেজাল জোটকে ধাক্কা দেবে বাংলা
  • বাংলার মানুষ বিরোধী দলগুলিকে যে ধাক্কা দেবে তা ওদের নাড়িয়ে দেবে
  • বাংলার এই স্রোতে বড় বড় রাজনীতিকরাও বিব্রত হয়ে পড়েছেন
  • আপনারা এবার বাংলায় পদ্মফুল ফোটানোর প্রতিজ্ঞা করেছেন তার চর্চা পুরো দেশে হচ্ছে 

2019-04-23 16:10:09

আসানসোল, 26 এপ্রিল : বাবুল সুপ্রিয়র সমর্থনে আসানসোলে নির্বাচনী জনসভা করেন নরেন্দ্র মোদি । সেখানে একাধিক ইশুতে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ করেন তিনি । 

মোদি বলেন :

  • আপনাদের প্রতিটি ভোট এই চৌকিদারের খাতায় যাবে, আর চৌকিদারকে শক্তিশালী করবে
  • আগেরবারের থেকে বেশি ভোট জেতান
  • আমাদের আবার আশীর্বাদ দিন
  • তৃণমূল, কংগ্রেস, CPI(M)-র থেকে দূরে থাকবেন 
  • এখানকার মানুষ অত্যাচারীদের বিরুদ্ধে লড়বেন
  • 2022 সালের বাংলার সব মানুষের কাছে পাকা ঘর, শৌচালয়, গ্যাসের কানেকশন থাকবে
  • একটি রাষ্ট্রীয় ব্যবসায়ী আয়োগ তৈরি করা হবে
  • কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পড়বে
  • এক কোটি মানুষ এর সুবিধা পাবেন
  • মোদি সরকার এলে বাংলার সরকারের উপর আয়ুষ্মান প্রকল্প চালু করার চাপ বাড়বে
  • সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করা যাবে
  • ফির একবার মোদি সরকার আয়েগি
  • একমাস পর 23 মে ফির একবার?
  • আজ 23 এপ্রিল । 23 মে এই সময় দেশে নির্বাচনের ফল এসে যাবে
  • মুসলিম মহিলাদের তিন তালাক থেকে মুক্ত করেছে
  • ধর্ষণের ক্ষেত্রে কঠিন শাস্তির ব্যবস্থা করেছে
  • ক্ষমতায় আসার দু'মাসের মধ্যে এখানে 
  • আমাদের সরকার পূর্ব ও উত্তর-পূর্ব বারতের জন্য বিশেষ নজর দিয়েছে
  • আমরাই OBC,দলিতদের উন্নয়ন করেছি
  • আমরাই গরিবদের 10 শতাংশ সংরক্ষণের বিষয়টি করেছই
  • এই চৌকিদার সবসময় 130 কোটি মানুষের কথা ভাবেন
  • সেজন্য মজবুত চৌকিদার চাই কি না বলুন?
  • সেজন্য দিল্লিতে মজবুত সরকার চাই কি না বলুন?
  • সন্ত্রাসবাদ শেষ হওয়া চাই কি না বলুন?
  • মোদি একা হিন্দুস্থানের সংকল্পকে কে পূরণ করতে পারবে না । আপনার একটা ভোট পারবে
  • নতুন হিন্দুস্থানের সংকল্পকে কে পূরণ করতে পারবে?
  • এরা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবে?
  • এদের মধ্যে কি ক্ষমতা রয়েছে?দম রয়েছে?
  • নতুন ভারত সন্ত্রাসবাদের ধ্বংস চায়
  • নতুন ভারত দুনিয়ায় ভারতকে শক্তিশালী হিসেবে দেখতে যায়
  • নতুন ভারত শোভাযাত্রা বের করার স্বাধীনতা চায়
  • নতুন ভারত সুরক্ষা, সম্মান চায়
  • নতুন ভারত ডিভিশনের সরকার চায় না
  • নতুন ভারত বানানোর দায়িত্ব আপনার ও আমাদের সবার
  • বাংলার উন্নয়ন, দেশের দিশা, ভারত কী মাতা জয় বলা মানুষরাই করবে
  • দিদি ভাড়াটে গুন্ডাদের উপর নির্ভর করে
  • আপনার এই চৌকিদার বলতে চায়, অনুপ্রবেশকারীদের উপর ভিত্তি করে বাংলার রাজনীতি চলবে না
  • দিদি, আপনার উপর খুব দয়া হয় 
  • তৃণমূলের এমন অবস্থা যে বিদেশ থেকে প্রচারের লোক আনছে
  • আর সেটা দিদিও বুঝতে পারছেন
  • দিদির মাটি কাঁপছে
  • নিয়ত ও নীতি পরিষ্কার  
  • এই নির্বাচনে দেশের সুরক্ষার বিষয় আলোচনা হওয়া দরকার
  • এটা আসানসোল পৌরসভার নির্বাচন নয়
  • দিদি আপনি কি  দেশে দুজন প্রধানমন্ত্রী চান?
  • কলকাতায় সব নেতারা লাফাচ্ছে, তারা আবার বলছে জম্মু-কাশ্মীরে আলাদা প্রধানমন্ত্রী চাই 
  • জম্মু-কাশ্মীরের প্রসঙ্গে এনেছিলেন
  • দিদি, কলকাতা হাত ধরে আপনারা নাচছেন?
  • এই পদ দেশের মানুষের আশীর্বাদে পাওয়া যায়
  • প্রধানমন্ত্রীর পদ সারদা-নারদার টাকা দিয়ে পাওয়া যায় না
  • যদি নিলাম করে প্রধানমন্ত্রিত্ব পাওয়া যেত, তাহলে কংগ্রেস ও দিদি তো লুটের টাকা নিয়ে চসে আসত 
  • দিদি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন !
  • তাঁদের এমন জায়গা চাই, যেখানে উন্নয়নের ধারা বইবে
  • তাদের নতুন হিন্দুস্থান চাই
  • হিংসা,সন্ত্রাসবাদী, অনুপ্রবেশ, তোষণকারীদের সহ্গে নতুন প্রজন্ম থাকবে না
  • 21 শতকে জন্মেছে যাঁরা তাঁরা 
  • আজও বাংলার মানুষের মধ্যে অনেক রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ লুকিয়ে রয়েছেন
  • এই ভূমি রবীন্দ্রনাথ ঠাকুর, সূর্য সেন, স্বামী বিবেকানন্দ, যতীন্দ্রনাথ দাস, নজরুল ইসলামের ভূমি
  • আপনারাই বলুন, এরকম মডেল দেশে প্রয়োজন?
  • দিদির শাসনে তাই হচ্ছে
  • বেতন বাড়ে তো DA পাওয়া যায় না
  • চাকরি পেলে ভালো চাকরি পাওয়া যায় না
  • প্রথমে চাকরি পাওয়া যায় না
  • যুব সম্প্রদায়ের জন্য আলাদা উন্নয়নের মডেল তৈরি করেছেন দিদি
  • অনুপ্রবেশকারীদের ঢোকানোর উপর ভিত্তি করে দিদির উন্নয়নের মডেল দাঁড়িয়ে রয়েছে
  • জমি, লোহা, কয়লা মাফিয়ার উপর ভিত্তি করে দিদির উন্নয়নের মডেল দাঁড়িয়ে রয়েছে
  • স্পিডব্রেকার দিদির উন্নয়নের মডেল কিসের দ্বারা প্রভাবিত?
  • আসলে উন্নয়নের মডেল কী?
  • আজ দিদি বলছেন, উনি দেশকে নিজের দলের উন্নয়ন মডেল দেবেন
  • এরা দিনরাত ষড়যন্ত্র করে যাচ্ছে
  • পাকিস্তানে কত সন্ত্রাসবাদী মারা গেছেন, তার প্রমাণ চাইছেন
  • তখন আপনারাই বুঝতে পারবেন
  • প্রকাশ্যে লুটেরাদের পাশে দাঁড়িয়েছে
  • বাংলার এই ভালোবাসা আমি ভুলতে পারব না
  • দিদি দুর্নীতিগ্রস্ত
  • এক রাজ্যের মুখ্যমন্ত্রী
  • এর হাত কোথা পর্যন্ত পৌঁছছে তাও আপনারা জানেন
  • নারদা, সারদা, রোজ়ভ্যালি শুধু দুর্নীতি নয়, এটা গরিবদের বিরুদ্ধে করা বড় অপরাধ
  • যেভাবে আপনারা আপনার গণতন্ত্রের অধিকার রক্ষা করেছেন
  • স্পিডব্রেকার দিদির কাজ হল মোদিকে গালি দেওয়া 
  • প্রকাশ্যে বুথ লুটের জন্য কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার জন্য দলের নেতাদের উস্কানি দেয়
  • সাধারণ মানুষের অধিকার এরাজ্যের সরকার কেড়ে নিয়েছে
  • জগাই মাধাই সব অধিকার কেড়ে নিয়েছে
  • TMC-র সরকার ক্রাইম ও দুর্নীতি এই রাজ্যে ননস্টপ
  • স্পিড ব্রেকার দিদি তো আছেই
  • ভাই ও বোনেরা এই কথা কারোর অজানা নয়
  • নারদ, সারদা, রোজ়ভ্যালি এগুলো দুর্নীতি
  • দিন আনা দিন খাওয়া মানুষের টাকা মেরে দেওয়া হয়েছে
  • গণতন্ত্রকে হাইজ্যাক করার চেষ্টা করছে যারা, সেই তৃণমূলকে উচিত শিক্ষা দেবে বাংলার মানুষ
  • মহাভেজাল জোটকে ধাক্কা দেবে বাংলা
  • বাংলার মানুষ বিরোধী দলগুলিকে যে ধাক্কা দেবে তা ওদের নাড়িয়ে দেবে
  • বাংলার এই স্রোতে বড় বড় রাজনীতিকরাও বিব্রত হয়ে পড়েছেন
  • আপনারা এবার বাংলায় পদ্মফুল ফোটানোর প্রতিজ্ঞা করেছেন তার চর্চা পুরো দেশে হচ্ছে 
New Delhi, Apr 04 (ANI): Ahead of the Lok Sabha elections, former Rajya Sabha Member of Parliament (MP) Ananda Bhaskar Rapolu joined the Bharatiya Janata Party (BJP) in Delhi today. He joined the party in presence of Union Minister of Health and Family Welfare JP Nadda in the national capital. He was earlier serving as Telangana Congress leader. Rapolu had resigned from Congress party in March.
Last Updated : Apr 23, 2019, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.