ETV Bharat / elections

ভোট দিয়ে VVPAT-টা দেখে নিন : অর্পিতা - Bengal

নির্বিঘ্নে ভোট দিচ্ছে মানুষ, ভোট দেওয়ার পর VVPAT দেখে নিন : অর্পিতা

অর্পিতা ঘোষ
author img

By

Published : Apr 23, 2019, 8:58 AM IST

Updated : Apr 23, 2019, 9:16 AM IST

বালুরঘাট, 23 এপ্রিল : "অনেক জায়গায় EVM খারাপের খবর পাচ্ছি । দু-একটি জায়গা থেকে অভিযোগও পেয়েছি । ইটাহারেও অনেক EVM খারাপের খবর এসেছে । বিষয়টি আমরা প্রশাসনকে দেখতে বলেছি । একটা বিষয় আমরা নিশ্চিত করতে চাইছি যে, মানুষ ভোট দিয়ে যেন VVPAT-টা দেখে নেন। যেখানে দিচ্ছেন সেটা দেখে নেবেন।" একথা বলেন বালুরঘাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ ।

তৃতীয় দফার ভোটগ্রহণ শুরুর পর থেকেই ময়দানে নেমে পড়েছেন অর্পিতা । বেশ কয়েকটি জায়গা ইতিমধ্যে ঘুরে দেখেছেন । মানুষের উৎসাহ কেমন দেখলেন? সে প্রসঙ্গে অর্পিতা বলেন, "মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ চোখে পড়েছে । এটা ভালো লক্ষণ । মানুষ নির্বিঘ্নে ভোট দিক এটাই চাইছি ।"

ভিডিয়োয় শুনুন অর্পিতা ঘোষের বক্তব্য

অশোকগ্রামে BJP অভিযোগ তুলছে, তাদের পোলিং এজেন্টকে বুথে ঢুকতে দেওয়া হয়নি। সে প্রসঙ্গে বালুরঘাট কেন্দ্রের প্রার্থী বলেন, "অশোকগ্রামে BJP-র পোলিং এজেন্ট রয়েছে যে বুথে ঢুকতে পারবে ? ওদের পোলিং এজেন্টকে দেখাক । ফ্ল্যাগ লাগানোর লোক পায়নি, আবার নাকি পোলিং এজেন্ট ! আমরা কোথাও আটকাব না। যত পারে পোলিং এজেন্ট দিক। কোনও অসুবিধা নেই ।"

অপরদিকে, অর্পিতার দাবি, তাঁর কেন্দ্রে কোনও অশান্তির সম্ভাবনা নেই । তা নিয়ে অর্পিতা বলেন, "80 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে । আমার মনে হয়, গন্ডগোলের সম্ভাবনা নেই ।"

বালুরঘাট, 23 এপ্রিল : "অনেক জায়গায় EVM খারাপের খবর পাচ্ছি । দু-একটি জায়গা থেকে অভিযোগও পেয়েছি । ইটাহারেও অনেক EVM খারাপের খবর এসেছে । বিষয়টি আমরা প্রশাসনকে দেখতে বলেছি । একটা বিষয় আমরা নিশ্চিত করতে চাইছি যে, মানুষ ভোট দিয়ে যেন VVPAT-টা দেখে নেন। যেখানে দিচ্ছেন সেটা দেখে নেবেন।" একথা বলেন বালুরঘাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ ।

তৃতীয় দফার ভোটগ্রহণ শুরুর পর থেকেই ময়দানে নেমে পড়েছেন অর্পিতা । বেশ কয়েকটি জায়গা ইতিমধ্যে ঘুরে দেখেছেন । মানুষের উৎসাহ কেমন দেখলেন? সে প্রসঙ্গে অর্পিতা বলেন, "মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ চোখে পড়েছে । এটা ভালো লক্ষণ । মানুষ নির্বিঘ্নে ভোট দিক এটাই চাইছি ।"

ভিডিয়োয় শুনুন অর্পিতা ঘোষের বক্তব্য

অশোকগ্রামে BJP অভিযোগ তুলছে, তাদের পোলিং এজেন্টকে বুথে ঢুকতে দেওয়া হয়নি। সে প্রসঙ্গে বালুরঘাট কেন্দ্রের প্রার্থী বলেন, "অশোকগ্রামে BJP-র পোলিং এজেন্ট রয়েছে যে বুথে ঢুকতে পারবে ? ওদের পোলিং এজেন্টকে দেখাক । ফ্ল্যাগ লাগানোর লোক পায়নি, আবার নাকি পোলিং এজেন্ট ! আমরা কোথাও আটকাব না। যত পারে পোলিং এজেন্ট দিক। কোনও অসুবিধা নেই ।"

অপরদিকে, অর্পিতার দাবি, তাঁর কেন্দ্রে কোনও অশান্তির সম্ভাবনা নেই । তা নিয়ে অর্পিতা বলেন, "80 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে । আমার মনে হয়, গন্ডগোলের সম্ভাবনা নেই ।"

Intro:প্রার্থী নিজে ঢাকিদের সঙ্গে সঙ্গে ঢাক বাজিয়ে নাচতে নাচতে গ্রামে গ্রামে প্রচার করছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার
হরিরামপুর ; ১২ এপ্রিল : ভোটের দিন যতই এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। প্রচারে অভিনবত্ব আনতে সব দলই তৎপর ।শুক্রবার হরিরামপুর বাস্টান্ড এলাকায় বিকেলের দিকে বিজেপি কর্মী সহ বিভিন্য ঢাকিদের সাথে সাথে মেতে ওঠেন ঢাক বাজাতে ।আজ হরিরামপুর থানার বিভিন্য এলাকায় ঢাক বাজিয়ে নেচে নেচে প্রচার করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুকান্ত মজুমদার। প্রার্থী নিজে ঢাকিদের সঙ্গে সঙ্গে ঢাক বাজিয়ে নাচতে নাচতে গ্রামে গ্রামে প্রচার করেন।
হরিরামপুর মন্ডল বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে হরিরামপুর এলাকাজুড়ে শতাধিক ঢাক বাজিয়ে প্রার্থীর সমর্থনে রোডশো হয়। হরিরামপুর হাসপাতাল সংলগ্ন বিজেপি কার্যালয় থেকে প্রার্থী সুকান্ত মজুমদার রোডশো করে প্রচার করেন। হরিরামপুরে এদিন সাপ্তাহিক হাঁট থাকায় সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন সুকান্ত বাবু। এছাড়াও হরিরামপুর চৌপটিতে পথসভা করে রাজ্য সরকারের তুঘলকি শাসনের বিরোধিতা করেন। কেন্দ্রের জনমুখী পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সোনা গিয়েছে।
বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন জেলার সাধারণ মানুষ এবারে বিজেপিকে চাইছে। সাধারণ মানুষ বুথে গিয়ে ভোট দান করতে পারলে এবারে বিজেপির জয় সুনিশ্চিত এ জেলায়।




Body:প্রার্থী নিজে ঢাকিদের সঙ্গে সঙ্গে ঢাক বাজিয়ে নাচতে নাচতে গ্রামে গ্রামে প্রচার করছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার
হরিরামপুর ; ১২ এপ্রিল : ভোটের দিন যতই এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। প্রচারে অভিনবত্ব আনতে সব দলই তৎপর ।শুক্রবার হরিরামপুর বাস্টান্ড এলাকায় বিকেলের দিকে বিজেপি কর্মী সহ বিভিন্য ঢাকিদের সাথে সাথে মেতে ওঠেন ঢাক বাজাতে ।আজ হরিরামপুর থানার বিভিন্য এলাকায় ঢাক বাজিয়ে নেচে নেচে প্রচার করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুকান্ত মজুমদার। প্রার্থী নিজে ঢাকিদের সঙ্গে সঙ্গে ঢাক বাজিয়ে নাচতে নাচতে গ্রামে গ্রামে প্রচার করেন।
হরিরামপুর মন্ডল বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে হরিরামপুর এলাকাজুড়ে শতাধিক ঢাক বাজিয়ে প্রার্থীর সমর্থনে রোডশো হয়। হরিরামপুর হাসপাতাল সংলগ্ন বিজেপি কার্যালয় থেকে প্রার্থী সুকান্ত মজুমদার রোডশো করে প্রচার করেন। হরিরামপুরে এদিন সাপ্তাহিক হাঁট থাকায় সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন সুকান্ত বাবু। এছাড়াও হরিরামপুর চৌপটিতে পথসভা করে রাজ্য সরকারের তুঘলকি শাসনের বিরোধিতা করেন। কেন্দ্রের জনমুখী পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সোনা গিয়েছে।
বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন জেলার সাধারণ মানুষ এবারে বিজেপিকে চাইছে। সাধারণ মানুষ বুথে গিয়ে ভোট দান করতে পারলে এবারে বিজেপির জয় সুনিশ্চিত এ জেলায়।




Conclusion:প্রার্থী নিজে ঢাকিদের সঙ্গে সঙ্গে ঢাক বাজিয়ে নাচতে নাচতে গ্রামে গ্রামে প্রচার করছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার
হরিরামপুর ; ১২ এপ্রিল : ভোটের দিন যতই এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। প্রচারে অভিনবত্ব আনতে সব দলই তৎপর ।শুক্রবার হরিরামপুর বাস্টান্ড এলাকায় বিকেলের দিকে বিজেপি কর্মী সহ বিভিন্য ঢাকিদের সাথে সাথে মেতে ওঠেন ঢাক বাজাতে ।আজ হরিরামপুর থানার বিভিন্য এলাকায় ঢাক বাজিয়ে নেচে নেচে প্রচার করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুকান্ত মজুমদার। প্রার্থী নিজে ঢাকিদের সঙ্গে সঙ্গে ঢাক বাজিয়ে নাচতে নাচতে গ্রামে গ্রামে প্রচার করেন।
হরিরামপুর মন্ডল বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে হরিরামপুর এলাকাজুড়ে শতাধিক ঢাক বাজিয়ে প্রার্থীর সমর্থনে রোডশো হয়। হরিরামপুর হাসপাতাল সংলগ্ন বিজেপি কার্যালয় থেকে প্রার্থী সুকান্ত মজুমদার রোডশো করে প্রচার করেন। হরিরামপুরে এদিন সাপ্তাহিক হাঁট থাকায় সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন সুকান্ত বাবু। এছাড়াও হরিরামপুর চৌপটিতে পথসভা করে রাজ্য সরকারের তুঘলকি শাসনের বিরোধিতা করেন। কেন্দ্রের জনমুখী পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সোনা গিয়েছে।
বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন জেলার সাধারণ মানুষ এবারে বিজেপিকে চাইছে। সাধারণ মানুষ বুথে গিয়ে ভোট দান করতে পারলে এবারে বিজেপির জয় সুনিশ্চিত এ জেলায়।




Last Updated : Apr 23, 2019, 9:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.