ব্যারাকপুর, 6 মে : লোকসভা ভোটের আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন । ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে BJP-র টিকিটে দাঁড়ান । ভোটের দিন অর্জুন সিং কী করেন তা দেখতে সবার নজর ছিল ব্যারাকপুরে । আজ ভোটের দিন সকালে একেবারে ময়দানে নেমে ভোট সামলালেন । বহিরাগতদের তাড়া করে আছাড় খাওয়া, ঠোঁট ফাটা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের গো ব্যাক স্লোগানের মুখে পড়া - পঞ্চম দফায় সারাদিন শিরোনামে থাকলেন অর্জুন । আর এটাই নাকি তাঁর ভোট স্পেশাল "অপারেশন" ছিল । ভোটের শেষে এমনই দাবি করলেন দাপুটে নেতা অর্জুন ।
ব্যারাকপুরের BJP প্রার্থী বলেন, "বাড়িতে বসে থাকলে তো আক্রমণ হত না । আমি তো ঠান্ডা ঘরে বসে থাকতে পারতাম । কিন্তু, তাতে আমার কর্মীদের মনোবল ভাঙত । কর্মীরা লড়াই দিতে পারত না ।" কিন্তু, "অপারেশন" ঠিক কী? বিষয়টি খোলসা করে অর্জুন বলেন, "সব পুলিশ ও তৃণমূল কংগ্রেসের গুন্ডাকে পিছনে লাগিয়ে মানুষকে শান্তিতে ভোট দেওয়ার সুযোগ দিয়েছি । এটাই তো অপারেশন ।" তাহলে কি যেভাবে চেয়েছিলেন, সেভাবে ভোট হয়েছে ? সে প্রসঙ্গে অর্জুন বলেন, "মানুষ ভোট দিতে পেরেছে । কিছু কিছু জায়গায় (গন্ডগোল) হবে । রাজ্যে ক্ষমতায় রয়েছে তো । কিছু কিছু জায়গা 20-50 টি (ছাপ্পা ভোট ) মারতে পেরেছে । তাতে কিছু যায় আসবে না । বাকি লড়াইটা 80-20 ছিল । 20 থেকে 21 শতাংশ করতে পারবে না । বড়জোর 20.1 শতাংশ করতে পারবে । "
ব্যারাকপুরে হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদী । তাঁকে রুখে কি দিল্লিতে পাড়ি দিতে পারবেন অর্জুন ? সে প্রসঙ্গে আত্মবিশ্বাসের সুরে অর্জুন বলেন, "দিল্লিতে ইতিমধ্যে চলে গেছি । "