ETV Bharat / elections

রামকে সবচেয়ে বেশি অপমান করেছেন মোদিই : ফিরহাদ - maldah

"রাম এসেছিলেন নিজের স্ত্রীকে রক্ষা করতে, আর মোদি স্ত্রীকে পরিত্যাগ করেছেন। সুতরাং মোদিই সবচেয়ে বেশি রামকে অপমান করেছেন।" আজ সামসেরগঞ্জে এক জনসভা থেকে এই কথা বললেন ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম
author img

By

Published : Apr 14, 2019, 6:33 PM IST

সামসেরগঞ্জ, 14 এপ্রিল : "ভোটের সময় এলেই BJP রাম-রাম করে। রাম এসেছিলেন নিজের স্ত্রীকে রক্ষা করতে, আর মোদি স্ত্রীকে পরিত্যাগ করেছেন। সুতরাং মোদিই সবচেয়ে বেশি রামকে অপমান করেছেন। ভোটের সময় রামকে পোলিং এজেন্ট হিসেবে ব্যবহার করছে BJP।" আজ দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী ডাঃ মোয়াজ্জেম হোসেনের সমর্থনে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ব্লকের ধূলিয়ানে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদি তথা BJP-কে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। আজকের জনসভায় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার প্রার্থী ডাঃ মোয়াজ্জেম হোসেন, বিধায়ক আমিরুল ইসলাম, পৌরসভার চেয়ারম্যান সুবল সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বেগম সহ অন্য নেতারা।

আজ ফিরহাদ হাকিম বলেন, "এবারের লোকসভার লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এবারে যদি BJP শক্তিশালী হয়ে যায় তাহলে দেশের ধর্ম, সম্প্রদায় আক্রান্ত হবে।" BJP শাসিত রাজ্যগুলোর চিত্র তুলে ধরে তিনি বলেন, "উত্তরপ্রদেশে মুসলিমরা নিরাপদে ধর্ম পালন করতে পারছে না। BJP হিন্দুত্বের নামে হিন্দু ধর্মকে অপমান করছে।"

মোদিকে অনুকরণ করে BJP-র প্রতিশ্রুতি নিয়ে তিনি বলেন, "আচ্ছে দিন আসেনি। 15 লাখ আসেনি। নীরব মোদিকে টাকা দিয়ে বিদেশ পালিয়ে যেতে সাহায্য করে নিজেই চৌকিদার সেজেছে মোদি। এই চোর চৌকিদারের দরকার নেই।" তিনি আরও বলেন, "মোদি নোটবাতিল করে দেশের মানুষকে বেকারত্বের দিকে ঠেলেছেন। দেশের 20 কোটি মানুষকে বেকার করেছেন। চার বছরে 36 হাজার কৃষক আত্মহত্যা করেছে। দেশবাসী তাঁকে ক্ষমা করবে না।"

পাশাপাশি অমিত শাহকে মোটা ভাই বলে আক্রমণ করে বাংলায় NRC করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ফিরহাদ। আজকের জনসভায় রাজ্য সরকারের নানা জনমুখী প্রকল্প তুলে ধরে মমতাকে প্রধানমন্ত্রী করতে 42 এ 42 আসন জেতানোর আহ্বান জানান ফিরহাদ হাকিম।

সামসেরগঞ্জ, 14 এপ্রিল : "ভোটের সময় এলেই BJP রাম-রাম করে। রাম এসেছিলেন নিজের স্ত্রীকে রক্ষা করতে, আর মোদি স্ত্রীকে পরিত্যাগ করেছেন। সুতরাং মোদিই সবচেয়ে বেশি রামকে অপমান করেছেন। ভোটের সময় রামকে পোলিং এজেন্ট হিসেবে ব্যবহার করছে BJP।" আজ দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী ডাঃ মোয়াজ্জেম হোসেনের সমর্থনে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ব্লকের ধূলিয়ানে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদি তথা BJP-কে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। আজকের জনসভায় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার প্রার্থী ডাঃ মোয়াজ্জেম হোসেন, বিধায়ক আমিরুল ইসলাম, পৌরসভার চেয়ারম্যান সুবল সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বেগম সহ অন্য নেতারা।

আজ ফিরহাদ হাকিম বলেন, "এবারের লোকসভার লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এবারে যদি BJP শক্তিশালী হয়ে যায় তাহলে দেশের ধর্ম, সম্প্রদায় আক্রান্ত হবে।" BJP শাসিত রাজ্যগুলোর চিত্র তুলে ধরে তিনি বলেন, "উত্তরপ্রদেশে মুসলিমরা নিরাপদে ধর্ম পালন করতে পারছে না। BJP হিন্দুত্বের নামে হিন্দু ধর্মকে অপমান করছে।"

মোদিকে অনুকরণ করে BJP-র প্রতিশ্রুতি নিয়ে তিনি বলেন, "আচ্ছে দিন আসেনি। 15 লাখ আসেনি। নীরব মোদিকে টাকা দিয়ে বিদেশ পালিয়ে যেতে সাহায্য করে নিজেই চৌকিদার সেজেছে মোদি। এই চোর চৌকিদারের দরকার নেই।" তিনি আরও বলেন, "মোদি নোটবাতিল করে দেশের মানুষকে বেকারত্বের দিকে ঠেলেছেন। দেশের 20 কোটি মানুষকে বেকার করেছেন। চার বছরে 36 হাজার কৃষক আত্মহত্যা করেছে। দেশবাসী তাঁকে ক্ষমা করবে না।"

পাশাপাশি অমিত শাহকে মোটা ভাই বলে আক্রমণ করে বাংলায় NRC করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ফিরহাদ। আজকের জনসভায় রাজ্য সরকারের নানা জনমুখী প্রকল্প তুলে ধরে মমতাকে প্রধানমন্ত্রী করতে 42 এ 42 আসন জেতানোর আহ্বান জানান ফিরহাদ হাকিম।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.