কলকাতা ও ব্যারাকপুর, 23 মে : নাম অর্জুন । লোকে তাঁকে 'ভাটপাড়ার সিংহ' বলে জানে । অনেকেই বলেন, "ওঁর কথায় নাকি গাছের পাতা পর্যন্ত নড়ে ।" চারবারের বিধায়ক । ভাটপাড়ার পৌরসভার চেয়ারম্যান । ভরা CPI(M)-এর বাজারেও ভাটপাড়া অর্জুনেরই ছিল । সদ্য তৃণমূল ত্যাগ করে BJP-তে যান তিনি । বলা ভালো, মুকুল রায়ের জহুরির চোখ ছিনিয়ে নিয়ে যায় অর্জুনকে । পুরোনো সেই দিনের কথা ভুলে নতুন করে "বন্ধুত্ব" করার আশ্বাস দেন দু'পক্ষই । বিনিময়ে মেলে ব্যারাকপুরের টিকিট । ছেলে পবনের জন্যও বিধানসভার আসনটা পাকা করে নেন ।
শুরুটা ভালো হয়নি । পৌরসভার অনাস্থায় হেরে চেয়ারম্যান পদ খোয়ান । বিশ্বাস ছিল লোকসভায় জিতে ফিরে আসবেন । জবাব দেবেন । শক্ত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অর্জুন লড়তে চেয়েছিলেন । পাশে কৃষ্ণরূপে ছিলেন স্বয়ং মুকুল রায় । এদিকে, ছেলে পবনের বিরুদ্ধে প্রার্থী হলেন মদন মিত্র । আরও এক কঠিন লড়াই । শুধু নিজে জিতলে চলবে না, ছেলের লড়াইটাও যে নিজেরই !
অর্জুনের লড়াই ছিল মমতা ব্যানার্জির বিরুদ্ধেও । একাধিক সভা থেকে 'গদ্দার' তকমা পেয়েছেন । গুন্ডা, বদমাশ, চোর 'তকমা'ও জুটেছিল । একসময়ের নেত্রী, সঙ্গীরা বিষোদগার করায় কষ্ট পেয়েছিলেন । ঘনিষ্ঠ মহলেও স্বীকার করেছিলেন সেকথা ।
নির্বাচনের দিনও একা দাপিয়ে বেড়িয়েছিলেন সিংহের মতো । গুহায় প্রবেশ করতে দেননি কাউকে । উলটে পড়েছেন, মুখ ফেটেছে তবু হাল ছাড়েননি অর্জুন । নির্বাচন শেষে তৃপ্ত দীনেশ বলেছিলেন, "মানুষই ঠিক করবে ।" অর্জুন বারবার বলছিলেন, "মানুষ আমার সাথে ছিল-আছে-থাকবে ।" জোর টক্কর হয়েছে ব্যারাকপুরে । শেষ হাসি হেসেছেন অর্জুনই । স্বচ্ছ ভাবমূর্তি থেকেও হারলেন দীনেশ ত্রিবেদী । কারণ, সেই অর্জুন ।
চারমাস আগেও দু'জনে ছিলেন এক দলে । ব্যারাকপুরে সাংসদ হওয়ার ইচ্ছাপ্রকাশ করে দিদি-কে জানান অর্জুন । কিন্তু, দীনেশকে সরিয়ে অর্জুনকে আনতে চাননি তিনি । বাধ্য হয়ে দল ছাড়েন অর্জুন সিং । পুরোনো শত্রুতা ভুলে মুকুল তুলে নেন তাঁকে । দেন টিকিট । আর জয়ের পর যেন মুকুলকে গুরুদক্ষিণা দিলেন অর্জুন সিং ।
ছেলেকেও জিতিয়ে ফিরেছেন । অভিভূত পবন বলছেন, "আমি তো নতুন । ভালো অভিজ্ঞতা হল ।" কিন্তু, BJP কর্মীরা বলছেন, "পবন নয় ব-কলমে জিতেছেন অর্জুনই ।" তিনিই চালাবেন ভাটপাড়া । আর মদন মিত্র হেরে বলছেন, "পবন আমার ছেলের মতো ।" যা শুনে BJP কর্মীরা হাসছেন । অনেকেই বলছেন, "মদন হারবেন আমরা জানতাম । আসলে এ হার মদনের নয় । মমতার হার । অর্জুনের লক্ষ্যভেদের কাছে হার মানলেন মমতাও ।"