ETV Bharat / elections

Election Results Update : মমতাকে রুখে রাজ্যে গেরুয়া দাপট, বামেদের ঝুলি শূন্য - TMC

ভোটগণনা কেন্দ্র
author img

By

Published : May 23, 2019, 8:00 AM IST

Updated : May 23, 2019, 7:27 PM IST

2019-05-23 19:25:17

রাজ্যে তৃণমূল কংগ্রেস গড়ে থাবা বসাল BJP । আপাতত যা ট্রেন্ড তাতে 15-17টি আসন পেতে পারে BJP । আর তৃণমূলের আসন একধাক্কায় 34 থেকে নেমে 25 টি হতে পারে। অপরদিকে, একমাত্র বহরমপুরে এগিয়ে রয়েছে কংগ্রেস । বামেদের ঝুলিতে শূন্য ।

LIVE আপডেট : 

বোলপুরে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল । বনগাঁয় জিতলেন BJP প্রার্থী শান্তনু ঠাকুর । দমদমে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় । টানটান লড়াইয়ের পর বর্ধমান দুর্গাপুরে জিতলেন BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । আসানসোলে 1,97,143 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । বহরমপুরে 76,707 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । মুর্শিদাবাদে 2,19,678 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের । 

2019-05-23 18:12:44

বর্ধমান দুর্গাপুরে এগিয়ে গেলেন  BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ় সংঘমিতা 2734 ভোটে পিছিয়ে রয়েছেন । আলিপুরদুয়ারে 2,10,458 ভোটে এগিয়ে BJP প্রার্থী জন বারলা । বালুরঘাটে 19,397 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুকান্ত মজুমদার । মালদা উত্তরে 37 হাজার ভোটে এগিয়ে রয়েছেন BJP প্রার্থী খগেন মুর্মু । মুর্শিদাবাদে 1,54,266 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের । কলকাতা উত্তরে 93,605 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । হাওড়ায় 84,720 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । শ্রীরামপুরে 94,199 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । কাঁথিতে 1,06,905 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী । ঝাড়গ্রামে 13,726 ভোটে এগিয়ে BJP প্রার্থী কুনার হেমব্রম । পুরুলিয়ায় 1,42,872 ভোটে এগিয়ে BJP প্রার্থী জ্যোতির্ময় মাহাত । বাঁকুড়ায় 1,50,090 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুভাষ সরকার । বিষ্ণুপুরে 76,528 ভোটে এগিয়ে BJP প্রার্থী সৌমিত্র খাঁ । 

2019-05-23 18:12:18

Dibendu Adhikari
দিব্যেন্দু অধিকারী

তমলুকে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী ।

2019-05-23 17:27:44

Pratima Mondal
প্রতিমা মণ্ডল

জয়নগরে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল । 

2019-05-23 17:27:13

Khalilur Rahman
খলিলুর রহমান

জঙ্গিপুর থেকে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান । 

2019-05-23 17:26:46

বর্ধমান দুর্গাপুরে এগিয়ে গেলেন  BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ় সংঘমিতা 519 ভোটে পিছিয়ে রয়েছেন ।

2019-05-23 17:26:15

মালদা উত্তরে ফের এগিয়ে গেলেন BJP প্রার্থী BJP প্রার্থী ।  । 3,991 ভোটে পিছিয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর ।
 

2019-05-23 17:25:36

বিষ্ণুপুরে 73,669 ভোটে এগিয়ে BJP প্রার্থী সৌমিত্র খাঁ । বাঁকুড়ায় 1,38,563 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুভাষ সরকার । কাঁথিতে 1,06,219 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী । শ্রীরামপুরে 93,184 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । হাওড়ায় 74,468 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । আসানসোলে 1,62,241 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় ।

2019-05-23 17:25:07

হাওড়ায় 1,07,836 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । মথুরাপুরে 1,56,932 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরিমোহন জাটুয়া । বহরমপুরে 79,578 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি ।

2019-05-23 17:23:46

ফের ব্যবধান কমল বর্ধমান দুর্গাপুরে । 129টি ভোটে এগিয়ে মমতাজ় সংঘমিতা  । তাঁর প্রাপ্ত ভোট 5,86,681 । অপরদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার প্রাপ্ত ভোট 5,86,681। তাঁর প্রাপ্ত ভোট 5,86,552 ।

2019-05-23 16:56:53

এবার বর্ধমান দুর্গাপুরে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ় সংঘমিতা । 2,443 ভোটে এগিয়ে তিনি ।

2019-05-23 16:41:55

জোর লড়াই বর্ধমান দুর্গাপুরে । আপাতত 2,603 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । আসানসোলে 1,39,104 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । বর্ধমান পূর্বে 85,112 এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল মণ্ডল । বিষ্ণুপুরে 72,575 ভোটে এগিয়ে BJP প্রার্থী সৌমিত্র খাঁ । বাঁকুড়ায় 1,30,507 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুভাষ সরকার । কাঁথিতে 82,379 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী । হাওড়ায় 53,357 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ।

2019-05-23 16:39:53

মুর্শিদাবাদে 1,24,703 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের । কলকাতা উত্তরে 92,781 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । ঝাড়গ্রামে 36,189 ভোটে এগিয়ে BJP প্রার্থী কুমার হেমব্রম । 

2019-05-23 16:30:48

মালদা উত্তরে ফের এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর । পিছিয়ে পড়লেন BJP প্রার্থী ।

2019-05-23 16:21:46

আরামবাগে পিছিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার । 4,465 ভোটে BJP প্রার্থী তপন রায় । 
 

2019-05-23 16:21:11

বর্ধমান দুর্গাপুরে 7,439 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । ঘাটালে 89,291 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব । শ্রীরামপুরে 80,318 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । উলুবেড়িয়ায় 2,03,921 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । 
 

2019-05-23 16:20:46

মালদা দক্ষিণে 8,608 ভোটে এগিয়ে BJP প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি । দ্বিতীয় স্থানে রয়েছেন আবু হাসেম খান চৌধুরি । বহরমপুরে 79,370 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি ।

2019-05-23 16:19:51

বহরমপুরে 72,438 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । আরামবাগে 4,465 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার । মেদিনীপুরে 45,568 ভোটে এগিয়ে BJP প্রার্থী দিলীপ ঘোষ । কলকাতা উত্তরে 76,649 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । মথুরাপুরে 1,05,508 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরিমোহন জাটুয়া । আলিপুরদুয়ারে 1,11,704 ভোটে এগিয়ে BJP প্রার্থী জন বারলা । বালুরঘাটে 16,873 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুকান্ত মজুমদার ।

2019-05-23 16:06:51

জঙ্গিপুরে 1,57,589 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী মাফুজা খাতুন । মথুরাপুরে 96,568 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরিমোহন জাটুয়া । কলকাতা উত্তরে 75,168 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । 

2019-05-23 15:49:34

হাওড়ায় 45,352 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । উলুবেড়িয়ায় 1,94,907 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । কাঁথিতে 92,476 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী । ঝাড়গ্রামে 49,717 ভোটে এগিয়ে BJP প্রার্থী কুমার হেমব্রম । 

2019-05-23 15:49:22

ঝাড়গ্রামে 62,257 ভোটে এগিয়ে BJP প্রার্থী কুমার হেমব্রম । বর্ধমান দুর্গাপুরে 5,561 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । আসানসোলে 1,02,256 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । বোলপুরে 1,05,869 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল । বীরভূমে 23,323 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় ।

2019-05-23 15:49:01

ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় । 

2019-05-23 15:34:28

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়

ব্যারাকপুরে 8,525 ভোটে এগিয়ে BJP প্রার্থী অর্জুন সিং । উলুবেড়িয়ায় 1,80,664 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । বিষ্ণুপুরে 55,418 ভোটে এগিয়ে BJP প্রার্থী সৌমিত্র খাঁ । বিষ্ণুপুরে 62,257 ভোটে এগিয়ে BJP প্রার্থী সৌমিত্র খাঁ ।

2019-05-23 15:33:32

রায়গঞ্জে 33,458 ভোটে এগিয়ে BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি । বালুরঘাটে 13,308 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুকান্ত মজুমদার । মালদা উত্তরে 4,962 ভোটে এগিয়ে BJP প্রার্থী খগেন মুর্মু । বহরমপুরে 67,781 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । মুর্শিদাবাদে 88,865 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের ।
 

2019-05-23 15:32:58

বাঁকুড়ায় 86,176 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুভাষ সরকার । ঝাড়গ্রামে 45,583 ভোটে এগিয়ে BJP প্রার্থী কুমার হেমব্রম । কাঁথিতে 71,880 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী ।  শ্রীরামপুরে 68,857 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । হুগলিতে 80,833 ভোটে এগিয়ে BJP প্রার্থী লকেট চ্যাটার্জি ।

2019-05-23 15:21:42

আসানসোলে 90,472 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । বর্ধমান দুর্গাপুরে 4,898 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । বর্ধমান পূর্বে 66,770 এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল মণ্ডল । বিষ্ণুপুরে 50,517 ভোটে এগিয়ে BJP প্রার্থী সৌমিত্র খাঁ । 

2019-05-23 15:21:29

বহরমপুরে 58,917 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । বনগাঁয় 70,941 ভোটে এগিয়ে BJP প্রার্থী শান্তনু ঠাকুর । মথুরাপুরে 2,14,516 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরিমোহন জাটুয়া । কলকাতা উত্তরে 67,794 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । হাওড়ায় 51,312 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । উলুবেড়িয়ায় 1,70,830 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । 

2019-05-23 15:14:12

আলিপুরদুয়ারে 1,06,589 ভোটে এগিয়ে BJP প্রার্থী জন বারলা । বালুরঘাটে 13,848 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুকান্ত মজুমদার । মালদা উত্তরে 10,020 ভোটে এগিয়ে BJP প্রার্থী খগেন মুর্মু । জঙ্গিপুরে 1,35,993 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান । 

2019-05-23 15:13:40

আলিপুরদুয়ারে 1,04,207 ভোটে এগিয়ে BJP প্রার্থী জন বারলা । ব্যারাকপুরে 8,488 ভোটে এগিয়ে BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 15:00:57

আসানসোলে 71,020 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । উলুবেড়িয়ায় 1,54,273 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ ।

2019-05-23 14:16:46

ঝাড়গ্রামে 32,162 ভোটে এগিয়ে BJP প্রার্থী কুমার হেমব্রম । বাঁকুড়ায় 79,376 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুভাষ সরকার । বিষ্ণুপুরে 41,737 ভোটে এগিয়ে BJP প্রার্থী সৌমিত্র খাঁ । আসানসোলে 74,677 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । বর্ধমান দুর্গাপুরে 25,616 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । ডায়মন্ড হারবারে 1,67,324 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় । মথুরাপুরে 2,14,516 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরিমোহন জাটুয়া ।

2019-05-23 14:16:41

রায়গঞ্জে 28,579 ভোটে এগিয়ে BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি । বনগাঁয় 50,066 ভোটে এগিয়ে BJP প্রার্থী শান্তনু ঠাকুর । উলুবেড়িয়ায় 1,47,621 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । কলকাতা উত্তরে 42,637 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । শ্রীরামপুরে 37,047 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । কাঁথিতে 42,018 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী । 

2019-05-23 14:06:05

বহরমপুরে 41,391 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । হাওড়ায় 43,167 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । কোচবিহারে 34,321 ভোটে এগিয়ে BJP প্রার্থী নিশীথ প্রামাণিক । বালুরঘাটে 1,051 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুকান্ত মজুমদার । মুর্শিদাবাদে 1,08,783 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের ।

2019-05-23 14:05:52

মালদা উত্তরে 2,563 ভোটে এগিয়ে BJP প্রার্থী খগেন মুর্মু । আলিপুরদুয়ারে 1,04,207 ভোটে এগিয়ে BJP প্রার্থী জন বারলা । জঙ্গিপুরে 1,00,384 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান । মুর্শিদাবাদে 66,542 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের । বসিরহাটে 1,41,096 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান ।

2019-05-23 13:48:07

হাওড়ায় 46,254 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । বনগাঁয় 42,167 ভোটে এগিয়ে BJP প্রার্থী শান্তনু ঠাকুর । কৃষ্ণনগরে 57642 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র ।

2019-05-23 13:41:22

আসানসোলে 79,971 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । বর্ধমান দুর্গাপুরে 28,095 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । বর্ধমান পূর্বে 51223 এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল মণ্ডল । আরামবাগে 17442 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার । শ্রীরামপুরে 24854 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । উলুবেড়িয়ায় 1,26,268 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । 

2019-05-23 13:32:26

কোচবিহারে 19804 ভোটে এগিয়ে BJP প্রার্থী নিশীথ প্রামাণিক । আলিপুরদুয়ারে 88645 ভোটে এগিয়ে BJP প্রার্থী জন বারলা । 

2019-05-23 13:27:29

কোচবিহারে 16314 ভোটে এগিয়ে BJP প্রার্থী নিশীথ প্রামাণিক । জলপাইগুড়িতে 25119 ভোটে এগিয়ে BJP প্রার্থী জয়ন্ত রায় । মালদা উত্তরে 963 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর । বর্ধমান দুর্গাপুরে 22027 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । বিষ্ণুপুরে 46188 ভোটে এগিয়ে BJP প্রার্থী সৌমিত্র খাঁ । বাঁকুড়ায় 55888 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুভাষ সরকার । আরামবাগে 17422 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার ।

2019-05-23 13:20:48

বালুরঘাটে 4088 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ । মালদা উত্তরে 20113 ভোটে এগিয়ে BJP প্রার্থী খগেন মুর্মু । বহরমপুরে 30735 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । ঝাড়গ্রামে 18514 ভোটে এগিয়ে BJP প্রার্থী কুমার হেমব্রম । হাওড়ায় 42323 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । কলকাতা উত্তরে 32,135 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । 

2019-05-23 13:10:29

পুরুলিয়ায় 1,01,489 ভোটে এগিয়ে BJP প্রার্থী জ্যোতির্ময় মাহাত । কাঁথিতে 19,458 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী । তমলুকে 24,576 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী । ব্যারাকপুরে 5221 ভোটে এগিয়ে BJP প্রার্থী অর্জুন সিং । উলুবেড়িয়ায় 80,150 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ ।

2019-05-23 12:58:04

কলকাতা উত্তরে 24,253 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । আলিপুরদুয়ারে 61300 ভোটে এগিয়ে BJP প্রার্থী জন বারলা । আসানসোলে 66413 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । বর্ধমান দুর্গাপুরে 15619 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ় সংঘমিতা । 

2019-05-23 12:51:46

মেদিনীপুরে জোর টক্কর চলছে দিলীপ ঘোষ ও মানস ভুঁইঞার । 604 ভোটে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইঞা। ঝাড়গ্রামে 15991 ভোটে এগিয়ে BJP প্রার্থী কুমার হেমব্রম ।

2019-05-23 12:51:36

ব্যারাকপুরে 441 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদী । রানাঘাটে 48517 ভোটে এগিয়ে BJP প্রার্থী জগন্নাথ সরকার । বনগাঁয় 26437 ভোটে এগিয়ে BJP প্রার্থী শান্তনু ঠাকুর । দমদমে 8274 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় । বারাসতে 30480 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার । বসিরহাটে 54352 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান । জয়নগরে 59837 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল । 

2019-05-23 12:25:51

মথুরাপুরে 1 লাথ 85 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরিমোহন জাটুয়া । ডায়মন্ড হারবারে 50931 ভোটে এগিয়ে 
তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় । যাদবপুরে 55702 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী । হাওড়াতে 37229 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । উলুবেড়িয়ায় 59839 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ ।

2019-05-23 12:25:41

হুগলিতে 38855 ভোটে এগিয়ে BJP প্রার্থী লকেট চ্যাটার্জি । শ্রীরামপুরে 10368 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । আরামবাগে 23415 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার ।

2019-05-23 12:25:28

কৃষ্ণনগরে 36644 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র । বহরমপুরে 17420 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । মুর্শিদাবাদে 54886 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের ।

2019-05-23 12:25:05

মালদা দক্ষিণে 10,993 ভোটে এগিয়ে BJP প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি । মালদা উত্তরে 21,653 ভোটে এগিয়ে BJP প্রার্থী খগেন মুর্মু । ঘাটালে 9655 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব ।

2019-05-23 12:10:14

ঝাড়গ্রামে 11655 ভোটে এগিয়ে BJP প্রার্থী কুমার হেমব্রম । মেদিনীপুরে 9786 ভোটে এগিয়ে BJP প্রার্থী দিলীপ ঘোষ । পুরুলিয়ায় 35,345 ভোটে এগিয়ে BJP প্রার্থী জ্যোতির্ময় মাহাত ।

2019-05-23 12:09:37

বর্ধমান পূর্বে 22253 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল মণ্ডল । বোলপুরে 5,122 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল । বিষ্ণুপুরে 15015 ভোটে এগিয়ে BJP প্রার্থী সৌমিত্র খাঁ । বাঁকুড়ায় 4707 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুভাষ সরকার ।

 

2019-05-23 12:09:10

কলকাতা দক্ষিণে এখনও পর্যন্ত 2 লাখ 20 হাজার 659 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় । কলকাতা উত্তরে এখনও পর্যন্ত 27,403 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ।

2019-05-23 12:08:43

রায়গঞ্জে এখনও পর্যন্ত 7989 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি । জঙ্গিপুরে এখনও পর্যন্ত 70,496 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান । তাঁর প্রাপ্ত ভোট 142910 টি । মুর্শিদাবাদের এখনও পর্যন্ত 27046 টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের ।

2019-05-23 11:56:29

দার্জিলিঙে এখনও পর্যন্ত 65,087 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী  রাজু সিং বিস্ত ।

2019-05-23 11:56:08

জলপাইগুড়িতে এখনও পর্যন্ত 23,689 ভোটে এগিয়ে BJP প্রার্থী জয়ন্ত রায় ।

2019-05-23 11:47:15

আলিপুরদুয়ারে এখনও পর্যন্ত 34719 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী জন বারলা । 

2019-05-23 11:47:04

কোচবিহারে এখনও পর্যন্ত 4118 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 1 লাখ 28 হাজার 256 টি । তৃণমূল কংগ্রেস প্রার্থী BJP প্রার্থী নিশীথ প্রামাণিক । 

2019-05-23 11:46:56

তৃতীয় রাউন্ড শেষে যাদবপুরে 20739 টি ভোটে এগিয় তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী । তাঁর প্রাপ্ত ভোট 63545 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী অনুপম হাজরা । তাঁর প্রাপ্ত ভোট 42806 টি। 

2019-05-23 11:46:46

যাদবপুরে এখনও পর্যন্ত 40527 টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী । 

2019-05-23 11:43:27

দ্বিতীয় রাউন্ড শেষে যাদবপুরে 18618 টি ভোটে এগিয় তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী । তাঁর প্রাপ্ত ভোট 46715 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী অনুপম হাজরা । তাঁর প্রাপ্ত ভোট 32310 টি। 

2019-05-23 11:43:14

দ্বিতীয় রাউন্ড শেষে তমলুকে 3071 টি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 14328 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী সিদ্ধার্থ নস্কর । তাঁর প্রাপ্ত ভোট 11498 টি। 

2019-05-23 11:42:55

প্রথম রাউন্ড শেষে তমলুকে 2237 টি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 8405 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী সিদ্ধার্থ নস্কর । তাঁর প্রাপ্ত ভোট 8168 টি ।

2019-05-23 11:32:17

চতুর্থ রাউন্ড শেষে মেদিনীপুরে 253 ভোটে এগিয়ে BJP প্রার্থী দিলীপ ঘোষ ।
 

2019-05-23 11:31:47

তৃতীয় রাউন্ড শেষে মেদিনীপুরে 4998 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী দিলীপ ঘোষ । দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইঞা । তাঁর প্রাপ্ত ভোট 31669 টি । অপরদিকে, দিলীপের প্রাপ্ত ভোট 36667 টি ।

2019-05-23 11:24:20

দ্বিতীয় রাউন্ড শেষে মেদিনীপুরে 5726 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী দিলীপ ঘোষ ।

2019-05-23 11:23:59

তৃতীয় রাউন্ড শেষে বর্ধমান-দুর্গাপুরে 10,832 ভোটে এগিয়ে রয়েছেন BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া । পঞ্চম রাউন্ড শেষে তা বেড়ে 13,381 টি ভোট হয় ।

2019-05-23 11:23:29

দ্বিতীয় রাউন্ড শেষে বীরভূমে 14,451 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় । 

2019-05-23 11:09:39

তৃতীয় রাউন্ড শেষে আসানসোলে 49,370 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় ।

2019-05-23 11:09:32

প্রথম রাউন্ড শেষে বীরভূমে 12,163 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় । তাঁর প্রাপ্ত ভোট 40,254 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী দুধকুমার মণ্ডল ।
 

2019-05-23 11:09:26


দ্বিতীয় রাউন্ড শেষে আসানসোলে 36,585 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । তাঁর প্রাপ্ত ভোট 69,954 টি । দ্বিতীয় স্থানে রয়েছন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন । তাঁর প্রাপ্ত ভোট 33,369 টি ।

2019-05-23 11:09:20

প্রথম রাউন্ড শেষে কৃষ্ণনগরে 18,888 টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র । তিনি পেয়েছেন 56,228 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী কল্যাণ চৌবে । তাঁর প্রাপ্ত ভোট 37,340 টি ।

2019-05-23 11:09:06

প্রথম রাউন্ড শেষে মথুরাপুরে 17900 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরিমোহন জাটুয়া । তাঁর প্রাপ্ত ভোট 41,615 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার । তাঁর প্রাপ্ত ভোট 23,715 টি ।

2019-05-23 10:55:36

প্রথম রাউন্ড শেষে বনগাঁয় 10,853 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী শান্তনু ঠাকুর ।

2019-05-23 10:55:31

প্রথম রাউন্ড শেষে বারাসতে 10,853 টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার ।

2019-05-23 10:55:23

দ্বিতীয় রাউন্ড শেষে বহরমপুরে 10 হাজার ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি ।

2019-05-23 10:55:19

দ্বিতীয় রাউন্ড শেষে বহরমপুরে 10 হাজার ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি ।

2019-05-23 10:55:12

দ্বিতীয় রাউন্ড শেষে বালুরঘাটে 7,269 টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ । তাঁর প্রাপ্ত ভোট 48041 টি ভোট । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী সুকান্ত মজুমদার ।

2019-05-23 10:55:04


দ্বিতীয় রাউন্ড শেষে দার্জিলিঙে 9,017 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী রাজু সিং বিস্ত । তাঁর প্রাপ্ত ভোট 13,483 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাই । তাঁর প্রাপ্ত ভোট 4,376 টি । 

2019-05-23 10:54:58

প্রথম রাউন্ড শেষে রায়গঞ্জে 4,804 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি ।

2019-05-23 10:54:53

প্রথম রাউন্ড শেষে আলিপুরদুয়ারে 1,846 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী জন বারলা ।

2019-05-23 10:54:47

সপ্তম রাউন্ড শেষে 10,710 ভোটে এগিয়ে কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 55,254 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন নিশীথ প্রামাণিক । প্রাপ্ত ভোট 44,644 টি ভোট ।সপ্তম রাউন্ড শেষে 10,710 ভোটে এগিয়ে কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 55,254 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন নিশীথ প্রামাণিক । প্রাপ্ত ভোট 44,644 টি ভোট ।

2019-05-23 10:54:32

ষষ্ঠ রাউন্ড শেষে 5,004 ভোটে এগিয়ে কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 42,012 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন নিশীথ প্রামাণিক । প্রাপ্ত ভোট 37,008 টি ভোট ।

2019-05-23 10:44:48

প্রথম রাউন্ড শেষে 9336 টি ভোটে এগিয়ে যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী । তাঁর প্রাপ্ত ভোট 32,317 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী অনুপম হাজরা । তিনি পেয়েছেন 22,981 টি ভোট ।

2019-05-23 10:44:41

প্রথম রাউন্ড শেষে 1583 ভোটে এগিয়ে ডায়মন্ড হারবারের এগিয়ে ডায়মন্ড হারবারের নীলাঞ্জন রায় । দ্বিতীয় রাউন্ডে 3,808 টি ভোটে এগিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃতীয় রাউন্ডে ব্যবধান বেড়ে 17,717 টি ভোট হয় । 

2019-05-23 10:44:29

পোস্টাল ব্যালট শেষে 17,717 ভোটে এগিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

2019-05-23 10:31:56

পঞ্চম রাউন্ড শেষে 5154 ভোটে এগিয়ে কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 37,228 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন নিশীথ প্রামাণিক । প্রাপ্ত ভোট 32,074 টি ভোট ।

2019-05-23 10:31:49

তৃতীয় রাউন্ড শেষে 3870 ভোটে এগিয়ে কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 21,828 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন নিশীথ প্রামাণিক । প্রাপ্ত ভোট 17,958 টি ভোট ।

2019-05-23 10:31:42

চতুর্থ রাউন্ড শেষে 6708 ভোটে এগিয়ে কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 33,228 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন নিশীথ প্রামাণিক । প্রাপ্ত ভোট 26,520 টি ভোট ।

2019-05-23 10:31:17

তৃতীয় রাউন্ড শেষে 3870 ভোটে এগিয়ে কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 21,828 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন নিশীথ প্রামাণিক । প্রাপ্ত ভোট 17,958 টি ভোট ।

2019-05-23 10:31:07

দ্বিতীয় রাউন্ড শেষে 274 টি ভোটে এগিয়ে কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 10,082 টি । দ্বিতীয় স্থানে নেমে গেছেন BJP প্রার্থী নিশীথ প্রামাণিক । 

2019-05-23 10:19:43

তৃতীয় রাউন্ড শেষে 7 হাজার 407 টি ভোট এগিয়ে বর্ধমান-পূর্বের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া । তিনি পেয়েছেন 39 হাজার 691 টি ভোট । দ্বিতীয় স্থানে নেমে গেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা । তাঁর প্রাপ্ত 32 হাজার 284 টি ভোট ।

2019-05-23 10:19:21

দ্বিতীয় রাউন্ড শেষে 21 হাজার 379টি ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয় ।

2019-05-23 10:18:38

প্রথম রাউন্ড শেষে 1 হাজার 228 টি ভোটে এগিয়ে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 5 হাজার 166টি ।

2019-05-23 10:18:24

প্রথম রাউন্ড শেষে 21 হাজার 379টি ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয় । তাঁর প্রাপ্ত ভোট 36 হাজার 672 টি ভোট । দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন । তাঁর প্রাপ্ত ভোট 15 হাজার 293 টি ভোট । তৃতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি । তিনি পেয়েছেন 6 হাজার 60 টি ভোট । চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী বিশ্বরূপ মণ্ডল । তাঁর প্রাপ্ত ভোট 1 হাজার 572 টি ।

2019-05-23 10:09:24

প্রথম রাউন্ড শেষে 1 হাজার 228 টি ভোটে এগিয়ে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 5 হাজার 166টি ।

2019-05-23 10:09:07

প্রথম রাউন্ড শেষে ঘাটালে 5, 783 টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব । 
 

2019-05-23 10:08:59

তৃতীয় রাউন্ড শেষে 4 হাজার 872 টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । তাঁর প্রাপ্ত ভোট 20 হাজার 719 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায় । তাঁর প্রাপ্ত ভোট 15 হাজার 847 টি । তৃতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী মাকসুদা আহমেদ (2 হাজার 759 টি ভোট) । 1 হাজার 90 টি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী সোমা রানিশ্রী রায় ।

2019-05-23 10:08:39

প্রথম রাউন্ড শেষে 11 হাজার 898 ভোটে এগিয়ে কলকাতা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় ।

2019-05-23 10:00:58

তৃতীয় রাউন্ড শেষে 4 হাজার 872 টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । তাঁর প্রাপ্ত ভোট 20 হাজার 719 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায় । তাঁর প্রাপ্ত ভোট 15 হাজার 847 টি । তৃতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী মাকসুদা আহমেদ (2 হাজার 759 টি ভোট) । 1 হাজার 90 টি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী সোমা রানিশ্রী রায় ।

2019-05-23 09:58:59

দ্বিতীয় রাউন্ড শেষে 4 হাজার 244 টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । তাঁর প্রাপ্ত ভোট 11 হাজার 271 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায় । তাঁর প্রাপ্ত ভোট 7 হাজার 27 টি । তৃতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী মাকসুদা আহমেদ (1444 ভোট) । 637 টি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী সোমা রানিশ্রী রায় ।

2019-05-23 09:53:54

প্রথম রাউন্ড শেষে 5 হাজার ভোটে এগিয়ে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী রাহুল সিনহা (969টি ভোট) । তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের সৈয়দ শাহি ইমাম ।  তাঁর প্রাপ্ত ভোট 296টি । চতুর্থ স্থানে রয়েছেন বাম প্রার্থী কনীনিকা বোস (ঘোষ) । তাঁর প্রাপ্ত ভোট 260টি । 

2019-05-23 09:53:48

প্রথম রাউন্ড শেষে 15 হাজার ভোটে এগিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরিমোহন জাটুয়া ।

2019-05-23 09:53:43

প্রথম রাউন্ড শেষে 5 হাজার ভোটে এগিয়ে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী রাহুল সিনহা (969টি ভোট) । তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের সৈয়দ শাহি ইমাম ।  তাঁর প্রাপ্ত ভোট 296টি । চতুর্থ স্থানে রয়েছেন বাম প্রার্থী কনীনিকা বোস (ঘোষ) । তাঁর প্রাপ্ত ভোট 260টি । 

2019-05-23 09:53:33

পোস্টাল ব্যালটের গণনা শেষে 1225 ভোটে এগিয়ে রয়েছেন কোচবিহার লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রামাণিক । 
 

2019-05-23 09:48:47

প্রথম রাউন্ড গণনার শেষে 920 ভোটে এগিয়ে রয়েছেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । তাঁর প্রাপ্ত ভোট 5372 টি । অপরদিকে, BJP প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট 4452 টি । তৃতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী মাকসুদা আহমেদ (472 ভোট) । 236টি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী সোমা রানিশ্রী রায় ।

2019-05-23 09:47:00

পোস্টাল ব্যালটের গণনা শেষে 1225 ভোটে এগিয়ে রয়েছেন কোচবিহার লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রামাণিক । 
 

2019-05-23 09:46:50

পোস্টাল ব্যালটের গণনা শেষে এগিয়ে রয়েছেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃগাঙ্ক মাহাত ।

2019-05-23 09:46:41

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 09:38:39

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 09:31:00

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 09:25:35

Sudip Banerjee
সুদীপ বন্দ্যোপাধ্যায়

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 09:18:13

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 09:15:37

Sajda Ahmed
সাজদা আহমেদ

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 09:15:04

Nishith Pramamick
নিশীথ প্রামাণিক

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 09:10:02

Ratna Dey Nag
রত্না দে নাগ

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 09:08:23

Mrihanko Mahato
মৃগাঙ্ক মাহাত

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 08:51:54

Babul Supriyo
বাবুল সুপ্রিয়

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 08:49:54

Arjun Singh
অর্জুন সিং

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 07:24:24

নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, বারাসত ও ব্যারাকপুরে শুরু হল ভোটগণনা । প্রথমে পোস্টাল ব্যালট গণনা চলছে ।

2019-05-23 19:25:17

রাজ্যে তৃণমূল কংগ্রেস গড়ে থাবা বসাল BJP । আপাতত যা ট্রেন্ড তাতে 15-17টি আসন পেতে পারে BJP । আর তৃণমূলের আসন একধাক্কায় 34 থেকে নেমে 25 টি হতে পারে। অপরদিকে, একমাত্র বহরমপুরে এগিয়ে রয়েছে কংগ্রেস । বামেদের ঝুলিতে শূন্য ।

LIVE আপডেট : 

বোলপুরে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল । বনগাঁয় জিতলেন BJP প্রার্থী শান্তনু ঠাকুর । দমদমে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় । টানটান লড়াইয়ের পর বর্ধমান দুর্গাপুরে জিতলেন BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । আসানসোলে 1,97,143 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । বহরমপুরে 76,707 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । মুর্শিদাবাদে 2,19,678 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের । 

2019-05-23 18:12:44

বর্ধমান দুর্গাপুরে এগিয়ে গেলেন  BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ় সংঘমিতা 2734 ভোটে পিছিয়ে রয়েছেন । আলিপুরদুয়ারে 2,10,458 ভোটে এগিয়ে BJP প্রার্থী জন বারলা । বালুরঘাটে 19,397 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুকান্ত মজুমদার । মালদা উত্তরে 37 হাজার ভোটে এগিয়ে রয়েছেন BJP প্রার্থী খগেন মুর্মু । মুর্শিদাবাদে 1,54,266 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের । কলকাতা উত্তরে 93,605 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । হাওড়ায় 84,720 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । শ্রীরামপুরে 94,199 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । কাঁথিতে 1,06,905 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী । ঝাড়গ্রামে 13,726 ভোটে এগিয়ে BJP প্রার্থী কুনার হেমব্রম । পুরুলিয়ায় 1,42,872 ভোটে এগিয়ে BJP প্রার্থী জ্যোতির্ময় মাহাত । বাঁকুড়ায় 1,50,090 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুভাষ সরকার । বিষ্ণুপুরে 76,528 ভোটে এগিয়ে BJP প্রার্থী সৌমিত্র খাঁ । 

2019-05-23 18:12:18

Dibendu Adhikari
দিব্যেন্দু অধিকারী

তমলুকে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী ।

2019-05-23 17:27:44

Pratima Mondal
প্রতিমা মণ্ডল

জয়নগরে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল । 

2019-05-23 17:27:13

Khalilur Rahman
খলিলুর রহমান

জঙ্গিপুর থেকে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান । 

2019-05-23 17:26:46

বর্ধমান দুর্গাপুরে এগিয়ে গেলেন  BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ় সংঘমিতা 519 ভোটে পিছিয়ে রয়েছেন ।

2019-05-23 17:26:15

মালদা উত্তরে ফের এগিয়ে গেলেন BJP প্রার্থী BJP প্রার্থী ।  । 3,991 ভোটে পিছিয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর ।
 

2019-05-23 17:25:36

বিষ্ণুপুরে 73,669 ভোটে এগিয়ে BJP প্রার্থী সৌমিত্র খাঁ । বাঁকুড়ায় 1,38,563 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুভাষ সরকার । কাঁথিতে 1,06,219 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী । শ্রীরামপুরে 93,184 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । হাওড়ায় 74,468 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । আসানসোলে 1,62,241 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় ।

2019-05-23 17:25:07

হাওড়ায় 1,07,836 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । মথুরাপুরে 1,56,932 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরিমোহন জাটুয়া । বহরমপুরে 79,578 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি ।

2019-05-23 17:23:46

ফের ব্যবধান কমল বর্ধমান দুর্গাপুরে । 129টি ভোটে এগিয়ে মমতাজ় সংঘমিতা  । তাঁর প্রাপ্ত ভোট 5,86,681 । অপরদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার প্রাপ্ত ভোট 5,86,681। তাঁর প্রাপ্ত ভোট 5,86,552 ।

2019-05-23 16:56:53

এবার বর্ধমান দুর্গাপুরে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ় সংঘমিতা । 2,443 ভোটে এগিয়ে তিনি ।

2019-05-23 16:41:55

জোর লড়াই বর্ধমান দুর্গাপুরে । আপাতত 2,603 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । আসানসোলে 1,39,104 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । বর্ধমান পূর্বে 85,112 এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল মণ্ডল । বিষ্ণুপুরে 72,575 ভোটে এগিয়ে BJP প্রার্থী সৌমিত্র খাঁ । বাঁকুড়ায় 1,30,507 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুভাষ সরকার । কাঁথিতে 82,379 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী । হাওড়ায় 53,357 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ।

2019-05-23 16:39:53

মুর্শিদাবাদে 1,24,703 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের । কলকাতা উত্তরে 92,781 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । ঝাড়গ্রামে 36,189 ভোটে এগিয়ে BJP প্রার্থী কুমার হেমব্রম । 

2019-05-23 16:30:48

মালদা উত্তরে ফের এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর । পিছিয়ে পড়লেন BJP প্রার্থী ।

2019-05-23 16:21:46

আরামবাগে পিছিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার । 4,465 ভোটে BJP প্রার্থী তপন রায় । 
 

2019-05-23 16:21:11

বর্ধমান দুর্গাপুরে 7,439 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । ঘাটালে 89,291 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব । শ্রীরামপুরে 80,318 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । উলুবেড়িয়ায় 2,03,921 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । 
 

2019-05-23 16:20:46

মালদা দক্ষিণে 8,608 ভোটে এগিয়ে BJP প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি । দ্বিতীয় স্থানে রয়েছেন আবু হাসেম খান চৌধুরি । বহরমপুরে 79,370 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি ।

2019-05-23 16:19:51

বহরমপুরে 72,438 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । আরামবাগে 4,465 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার । মেদিনীপুরে 45,568 ভোটে এগিয়ে BJP প্রার্থী দিলীপ ঘোষ । কলকাতা উত্তরে 76,649 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । মথুরাপুরে 1,05,508 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরিমোহন জাটুয়া । আলিপুরদুয়ারে 1,11,704 ভোটে এগিয়ে BJP প্রার্থী জন বারলা । বালুরঘাটে 16,873 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুকান্ত মজুমদার ।

2019-05-23 16:06:51

জঙ্গিপুরে 1,57,589 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী মাফুজা খাতুন । মথুরাপুরে 96,568 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরিমোহন জাটুয়া । কলকাতা উত্তরে 75,168 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । 

2019-05-23 15:49:34

হাওড়ায় 45,352 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । উলুবেড়িয়ায় 1,94,907 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । কাঁথিতে 92,476 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী । ঝাড়গ্রামে 49,717 ভোটে এগিয়ে BJP প্রার্থী কুমার হেমব্রম । 

2019-05-23 15:49:22

ঝাড়গ্রামে 62,257 ভোটে এগিয়ে BJP প্রার্থী কুমার হেমব্রম । বর্ধমান দুর্গাপুরে 5,561 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । আসানসোলে 1,02,256 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । বোলপুরে 1,05,869 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল । বীরভূমে 23,323 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় ।

2019-05-23 15:49:01

ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় । 

2019-05-23 15:34:28

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়

ব্যারাকপুরে 8,525 ভোটে এগিয়ে BJP প্রার্থী অর্জুন সিং । উলুবেড়িয়ায় 1,80,664 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । বিষ্ণুপুরে 55,418 ভোটে এগিয়ে BJP প্রার্থী সৌমিত্র খাঁ । বিষ্ণুপুরে 62,257 ভোটে এগিয়ে BJP প্রার্থী সৌমিত্র খাঁ ।

2019-05-23 15:33:32

রায়গঞ্জে 33,458 ভোটে এগিয়ে BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি । বালুরঘাটে 13,308 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুকান্ত মজুমদার । মালদা উত্তরে 4,962 ভোটে এগিয়ে BJP প্রার্থী খগেন মুর্মু । বহরমপুরে 67,781 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । মুর্শিদাবাদে 88,865 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের ।
 

2019-05-23 15:32:58

বাঁকুড়ায় 86,176 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুভাষ সরকার । ঝাড়গ্রামে 45,583 ভোটে এগিয়ে BJP প্রার্থী কুমার হেমব্রম । কাঁথিতে 71,880 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী ।  শ্রীরামপুরে 68,857 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । হুগলিতে 80,833 ভোটে এগিয়ে BJP প্রার্থী লকেট চ্যাটার্জি ।

2019-05-23 15:21:42

আসানসোলে 90,472 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । বর্ধমান দুর্গাপুরে 4,898 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । বর্ধমান পূর্বে 66,770 এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল মণ্ডল । বিষ্ণুপুরে 50,517 ভোটে এগিয়ে BJP প্রার্থী সৌমিত্র খাঁ । 

2019-05-23 15:21:29

বহরমপুরে 58,917 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । বনগাঁয় 70,941 ভোটে এগিয়ে BJP প্রার্থী শান্তনু ঠাকুর । মথুরাপুরে 2,14,516 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরিমোহন জাটুয়া । কলকাতা উত্তরে 67,794 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । হাওড়ায় 51,312 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । উলুবেড়িয়ায় 1,70,830 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । 

2019-05-23 15:14:12

আলিপুরদুয়ারে 1,06,589 ভোটে এগিয়ে BJP প্রার্থী জন বারলা । বালুরঘাটে 13,848 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুকান্ত মজুমদার । মালদা উত্তরে 10,020 ভোটে এগিয়ে BJP প্রার্থী খগেন মুর্মু । জঙ্গিপুরে 1,35,993 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান । 

2019-05-23 15:13:40

আলিপুরদুয়ারে 1,04,207 ভোটে এগিয়ে BJP প্রার্থী জন বারলা । ব্যারাকপুরে 8,488 ভোটে এগিয়ে BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 15:00:57

আসানসোলে 71,020 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । উলুবেড়িয়ায় 1,54,273 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ ।

2019-05-23 14:16:46

ঝাড়গ্রামে 32,162 ভোটে এগিয়ে BJP প্রার্থী কুমার হেমব্রম । বাঁকুড়ায় 79,376 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুভাষ সরকার । বিষ্ণুপুরে 41,737 ভোটে এগিয়ে BJP প্রার্থী সৌমিত্র খাঁ । আসানসোলে 74,677 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । বর্ধমান দুর্গাপুরে 25,616 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । ডায়মন্ড হারবারে 1,67,324 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় । মথুরাপুরে 2,14,516 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরিমোহন জাটুয়া ।

2019-05-23 14:16:41

রায়গঞ্জে 28,579 ভোটে এগিয়ে BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি । বনগাঁয় 50,066 ভোটে এগিয়ে BJP প্রার্থী শান্তনু ঠাকুর । উলুবেড়িয়ায় 1,47,621 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । কলকাতা উত্তরে 42,637 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । শ্রীরামপুরে 37,047 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । কাঁথিতে 42,018 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী । 

2019-05-23 14:06:05

বহরমপুরে 41,391 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । হাওড়ায় 43,167 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । কোচবিহারে 34,321 ভোটে এগিয়ে BJP প্রার্থী নিশীথ প্রামাণিক । বালুরঘাটে 1,051 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুকান্ত মজুমদার । মুর্শিদাবাদে 1,08,783 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের ।

2019-05-23 14:05:52

মালদা উত্তরে 2,563 ভোটে এগিয়ে BJP প্রার্থী খগেন মুর্মু । আলিপুরদুয়ারে 1,04,207 ভোটে এগিয়ে BJP প্রার্থী জন বারলা । জঙ্গিপুরে 1,00,384 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান । মুর্শিদাবাদে 66,542 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের । বসিরহাটে 1,41,096 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান ।

2019-05-23 13:48:07

হাওড়ায় 46,254 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । বনগাঁয় 42,167 ভোটে এগিয়ে BJP প্রার্থী শান্তনু ঠাকুর । কৃষ্ণনগরে 57642 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র ।

2019-05-23 13:41:22

আসানসোলে 79,971 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । বর্ধমান দুর্গাপুরে 28,095 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । বর্ধমান পূর্বে 51223 এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল মণ্ডল । আরামবাগে 17442 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার । শ্রীরামপুরে 24854 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । উলুবেড়িয়ায় 1,26,268 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । 

2019-05-23 13:32:26

কোচবিহারে 19804 ভোটে এগিয়ে BJP প্রার্থী নিশীথ প্রামাণিক । আলিপুরদুয়ারে 88645 ভোটে এগিয়ে BJP প্রার্থী জন বারলা । 

2019-05-23 13:27:29

কোচবিহারে 16314 ভোটে এগিয়ে BJP প্রার্থী নিশীথ প্রামাণিক । জলপাইগুড়িতে 25119 ভোটে এগিয়ে BJP প্রার্থী জয়ন্ত রায় । মালদা উত্তরে 963 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর । বর্ধমান দুর্গাপুরে 22027 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া । বিষ্ণুপুরে 46188 ভোটে এগিয়ে BJP প্রার্থী সৌমিত্র খাঁ । বাঁকুড়ায় 55888 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুভাষ সরকার । আরামবাগে 17422 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার ।

2019-05-23 13:20:48

বালুরঘাটে 4088 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ । মালদা উত্তরে 20113 ভোটে এগিয়ে BJP প্রার্থী খগেন মুর্মু । বহরমপুরে 30735 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । ঝাড়গ্রামে 18514 ভোটে এগিয়ে BJP প্রার্থী কুমার হেমব্রম । হাওড়ায় 42323 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । কলকাতা উত্তরে 32,135 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । 

2019-05-23 13:10:29

পুরুলিয়ায় 1,01,489 ভোটে এগিয়ে BJP প্রার্থী জ্যোতির্ময় মাহাত । কাঁথিতে 19,458 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী । তমলুকে 24,576 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী । ব্যারাকপুরে 5221 ভোটে এগিয়ে BJP প্রার্থী অর্জুন সিং । উলুবেড়িয়ায় 80,150 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ ।

2019-05-23 12:58:04

কলকাতা উত্তরে 24,253 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । আলিপুরদুয়ারে 61300 ভোটে এগিয়ে BJP প্রার্থী জন বারলা । আসানসোলে 66413 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । বর্ধমান দুর্গাপুরে 15619 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ় সংঘমিতা । 

2019-05-23 12:51:46

মেদিনীপুরে জোর টক্কর চলছে দিলীপ ঘোষ ও মানস ভুঁইঞার । 604 ভোটে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইঞা। ঝাড়গ্রামে 15991 ভোটে এগিয়ে BJP প্রার্থী কুমার হেমব্রম ।

2019-05-23 12:51:36

ব্যারাকপুরে 441 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদী । রানাঘাটে 48517 ভোটে এগিয়ে BJP প্রার্থী জগন্নাথ সরকার । বনগাঁয় 26437 ভোটে এগিয়ে BJP প্রার্থী শান্তনু ঠাকুর । দমদমে 8274 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় । বারাসতে 30480 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার । বসিরহাটে 54352 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান । জয়নগরে 59837 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল । 

2019-05-23 12:25:51

মথুরাপুরে 1 লাথ 85 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরিমোহন জাটুয়া । ডায়মন্ড হারবারে 50931 ভোটে এগিয়ে 
তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় । যাদবপুরে 55702 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী । হাওড়াতে 37229 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । উলুবেড়িয়ায় 59839 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ ।

2019-05-23 12:25:41

হুগলিতে 38855 ভোটে এগিয়ে BJP প্রার্থী লকেট চ্যাটার্জি । শ্রীরামপুরে 10368 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । আরামবাগে 23415 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার ।

2019-05-23 12:25:28

কৃষ্ণনগরে 36644 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র । বহরমপুরে 17420 ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । মুর্শিদাবাদে 54886 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের ।

2019-05-23 12:25:05

মালদা দক্ষিণে 10,993 ভোটে এগিয়ে BJP প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি । মালদা উত্তরে 21,653 ভোটে এগিয়ে BJP প্রার্থী খগেন মুর্মু । ঘাটালে 9655 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব ।

2019-05-23 12:10:14

ঝাড়গ্রামে 11655 ভোটে এগিয়ে BJP প্রার্থী কুমার হেমব্রম । মেদিনীপুরে 9786 ভোটে এগিয়ে BJP প্রার্থী দিলীপ ঘোষ । পুরুলিয়ায় 35,345 ভোটে এগিয়ে BJP প্রার্থী জ্যোতির্ময় মাহাত ।

2019-05-23 12:09:37

বর্ধমান পূর্বে 22253 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল মণ্ডল । বোলপুরে 5,122 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল । বিষ্ণুপুরে 15015 ভোটে এগিয়ে BJP প্রার্থী সৌমিত্র খাঁ । বাঁকুড়ায় 4707 ভোটে এগিয়ে BJP প্রার্থী সুভাষ সরকার ।

 

2019-05-23 12:09:10

কলকাতা দক্ষিণে এখনও পর্যন্ত 2 লাখ 20 হাজার 659 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় । কলকাতা উত্তরে এখনও পর্যন্ত 27,403 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ।

2019-05-23 12:08:43

রায়গঞ্জে এখনও পর্যন্ত 7989 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি । জঙ্গিপুরে এখনও পর্যন্ত 70,496 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান । তাঁর প্রাপ্ত ভোট 142910 টি । মুর্শিদাবাদের এখনও পর্যন্ত 27046 টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের ।

2019-05-23 11:56:29

দার্জিলিঙে এখনও পর্যন্ত 65,087 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী  রাজু সিং বিস্ত ।

2019-05-23 11:56:08

জলপাইগুড়িতে এখনও পর্যন্ত 23,689 ভোটে এগিয়ে BJP প্রার্থী জয়ন্ত রায় ।

2019-05-23 11:47:15

আলিপুরদুয়ারে এখনও পর্যন্ত 34719 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী জন বারলা । 

2019-05-23 11:47:04

কোচবিহারে এখনও পর্যন্ত 4118 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 1 লাখ 28 হাজার 256 টি । তৃণমূল কংগ্রেস প্রার্থী BJP প্রার্থী নিশীথ প্রামাণিক । 

2019-05-23 11:46:56

তৃতীয় রাউন্ড শেষে যাদবপুরে 20739 টি ভোটে এগিয় তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী । তাঁর প্রাপ্ত ভোট 63545 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী অনুপম হাজরা । তাঁর প্রাপ্ত ভোট 42806 টি। 

2019-05-23 11:46:46

যাদবপুরে এখনও পর্যন্ত 40527 টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী । 

2019-05-23 11:43:27

দ্বিতীয় রাউন্ড শেষে যাদবপুরে 18618 টি ভোটে এগিয় তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী । তাঁর প্রাপ্ত ভোট 46715 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী অনুপম হাজরা । তাঁর প্রাপ্ত ভোট 32310 টি। 

2019-05-23 11:43:14

দ্বিতীয় রাউন্ড শেষে তমলুকে 3071 টি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 14328 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী সিদ্ধার্থ নস্কর । তাঁর প্রাপ্ত ভোট 11498 টি। 

2019-05-23 11:42:55

প্রথম রাউন্ড শেষে তমলুকে 2237 টি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 8405 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী সিদ্ধার্থ নস্কর । তাঁর প্রাপ্ত ভোট 8168 টি ।

2019-05-23 11:32:17

চতুর্থ রাউন্ড শেষে মেদিনীপুরে 253 ভোটে এগিয়ে BJP প্রার্থী দিলীপ ঘোষ ।
 

2019-05-23 11:31:47

তৃতীয় রাউন্ড শেষে মেদিনীপুরে 4998 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী দিলীপ ঘোষ । দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইঞা । তাঁর প্রাপ্ত ভোট 31669 টি । অপরদিকে, দিলীপের প্রাপ্ত ভোট 36667 টি ।

2019-05-23 11:24:20

দ্বিতীয় রাউন্ড শেষে মেদিনীপুরে 5726 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী দিলীপ ঘোষ ।

2019-05-23 11:23:59

তৃতীয় রাউন্ড শেষে বর্ধমান-দুর্গাপুরে 10,832 ভোটে এগিয়ে রয়েছেন BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া । পঞ্চম রাউন্ড শেষে তা বেড়ে 13,381 টি ভোট হয় ।

2019-05-23 11:23:29

দ্বিতীয় রাউন্ড শেষে বীরভূমে 14,451 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় । 

2019-05-23 11:09:39

তৃতীয় রাউন্ড শেষে আসানসোলে 49,370 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় ।

2019-05-23 11:09:32

প্রথম রাউন্ড শেষে বীরভূমে 12,163 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় । তাঁর প্রাপ্ত ভোট 40,254 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী দুধকুমার মণ্ডল ।
 

2019-05-23 11:09:26


দ্বিতীয় রাউন্ড শেষে আসানসোলে 36,585 ভোটে এগিয়ে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । তাঁর প্রাপ্ত ভোট 69,954 টি । দ্বিতীয় স্থানে রয়েছন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন । তাঁর প্রাপ্ত ভোট 33,369 টি ।

2019-05-23 11:09:20

প্রথম রাউন্ড শেষে কৃষ্ণনগরে 18,888 টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র । তিনি পেয়েছেন 56,228 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী কল্যাণ চৌবে । তাঁর প্রাপ্ত ভোট 37,340 টি ।

2019-05-23 11:09:06

প্রথম রাউন্ড শেষে মথুরাপুরে 17900 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরিমোহন জাটুয়া । তাঁর প্রাপ্ত ভোট 41,615 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার । তাঁর প্রাপ্ত ভোট 23,715 টি ।

2019-05-23 10:55:36

প্রথম রাউন্ড শেষে বনগাঁয় 10,853 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী শান্তনু ঠাকুর ।

2019-05-23 10:55:31

প্রথম রাউন্ড শেষে বারাসতে 10,853 টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার ।

2019-05-23 10:55:23

দ্বিতীয় রাউন্ড শেষে বহরমপুরে 10 হাজার ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি ।

2019-05-23 10:55:19

দ্বিতীয় রাউন্ড শেষে বহরমপুরে 10 হাজার ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি ।

2019-05-23 10:55:12

দ্বিতীয় রাউন্ড শেষে বালুরঘাটে 7,269 টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ । তাঁর প্রাপ্ত ভোট 48041 টি ভোট । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী সুকান্ত মজুমদার ।

2019-05-23 10:55:04


দ্বিতীয় রাউন্ড শেষে দার্জিলিঙে 9,017 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী রাজু সিং বিস্ত । তাঁর প্রাপ্ত ভোট 13,483 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাই । তাঁর প্রাপ্ত ভোট 4,376 টি । 

2019-05-23 10:54:58

প্রথম রাউন্ড শেষে রায়গঞ্জে 4,804 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি ।

2019-05-23 10:54:53

প্রথম রাউন্ড শেষে আলিপুরদুয়ারে 1,846 টি ভোটে এগিয়ে BJP প্রার্থী জন বারলা ।

2019-05-23 10:54:47

সপ্তম রাউন্ড শেষে 10,710 ভোটে এগিয়ে কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 55,254 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন নিশীথ প্রামাণিক । প্রাপ্ত ভোট 44,644 টি ভোট ।সপ্তম রাউন্ড শেষে 10,710 ভোটে এগিয়ে কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 55,254 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন নিশীথ প্রামাণিক । প্রাপ্ত ভোট 44,644 টি ভোট ।

2019-05-23 10:54:32

ষষ্ঠ রাউন্ড শেষে 5,004 ভোটে এগিয়ে কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 42,012 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন নিশীথ প্রামাণিক । প্রাপ্ত ভোট 37,008 টি ভোট ।

2019-05-23 10:44:48

প্রথম রাউন্ড শেষে 9336 টি ভোটে এগিয়ে যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী । তাঁর প্রাপ্ত ভোট 32,317 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী অনুপম হাজরা । তিনি পেয়েছেন 22,981 টি ভোট ।

2019-05-23 10:44:41

প্রথম রাউন্ড শেষে 1583 ভোটে এগিয়ে ডায়মন্ড হারবারের এগিয়ে ডায়মন্ড হারবারের নীলাঞ্জন রায় । দ্বিতীয় রাউন্ডে 3,808 টি ভোটে এগিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃতীয় রাউন্ডে ব্যবধান বেড়ে 17,717 টি ভোট হয় । 

2019-05-23 10:44:29

পোস্টাল ব্যালট শেষে 17,717 ভোটে এগিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

2019-05-23 10:31:56

পঞ্চম রাউন্ড শেষে 5154 ভোটে এগিয়ে কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 37,228 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন নিশীথ প্রামাণিক । প্রাপ্ত ভোট 32,074 টি ভোট ।

2019-05-23 10:31:49

তৃতীয় রাউন্ড শেষে 3870 ভোটে এগিয়ে কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 21,828 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন নিশীথ প্রামাণিক । প্রাপ্ত ভোট 17,958 টি ভোট ।

2019-05-23 10:31:42

চতুর্থ রাউন্ড শেষে 6708 ভোটে এগিয়ে কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 33,228 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন নিশীথ প্রামাণিক । প্রাপ্ত ভোট 26,520 টি ভোট ।

2019-05-23 10:31:17

তৃতীয় রাউন্ড শেষে 3870 ভোটে এগিয়ে কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 21,828 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন নিশীথ প্রামাণিক । প্রাপ্ত ভোট 17,958 টি ভোট ।

2019-05-23 10:31:07

দ্বিতীয় রাউন্ড শেষে 274 টি ভোটে এগিয়ে কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 10,082 টি । দ্বিতীয় স্থানে নেমে গেছেন BJP প্রার্থী নিশীথ প্রামাণিক । 

2019-05-23 10:19:43

তৃতীয় রাউন্ড শেষে 7 হাজার 407 টি ভোট এগিয়ে বর্ধমান-পূর্বের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া । তিনি পেয়েছেন 39 হাজার 691 টি ভোট । দ্বিতীয় স্থানে নেমে গেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা । তাঁর প্রাপ্ত 32 হাজার 284 টি ভোট ।

2019-05-23 10:19:21

দ্বিতীয় রাউন্ড শেষে 21 হাজার 379টি ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয় ।

2019-05-23 10:18:38

প্রথম রাউন্ড শেষে 1 হাজার 228 টি ভোটে এগিয়ে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 5 হাজার 166টি ।

2019-05-23 10:18:24

প্রথম রাউন্ড শেষে 21 হাজার 379টি ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয় । তাঁর প্রাপ্ত ভোট 36 হাজার 672 টি ভোট । দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন । তাঁর প্রাপ্ত ভোট 15 হাজার 293 টি ভোট । তৃতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি । তিনি পেয়েছেন 6 হাজার 60 টি ভোট । চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী বিশ্বরূপ মণ্ডল । তাঁর প্রাপ্ত ভোট 1 হাজার 572 টি ।

2019-05-23 10:09:24

প্রথম রাউন্ড শেষে 1 হাজার 228 টি ভোটে এগিয়ে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী । তাঁর প্রাপ্ত ভোট 5 হাজার 166টি ।

2019-05-23 10:09:07

প্রথম রাউন্ড শেষে ঘাটালে 5, 783 টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব । 
 

2019-05-23 10:08:59

তৃতীয় রাউন্ড শেষে 4 হাজার 872 টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । তাঁর প্রাপ্ত ভোট 20 হাজার 719 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায় । তাঁর প্রাপ্ত ভোট 15 হাজার 847 টি । তৃতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী মাকসুদা আহমেদ (2 হাজার 759 টি ভোট) । 1 হাজার 90 টি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী সোমা রানিশ্রী রায় ।

2019-05-23 10:08:39

প্রথম রাউন্ড শেষে 11 হাজার 898 ভোটে এগিয়ে কলকাতা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় ।

2019-05-23 10:00:58

তৃতীয় রাউন্ড শেষে 4 হাজার 872 টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । তাঁর প্রাপ্ত ভোট 20 হাজার 719 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায় । তাঁর প্রাপ্ত ভোট 15 হাজার 847 টি । তৃতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী মাকসুদা আহমেদ (2 হাজার 759 টি ভোট) । 1 হাজার 90 টি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী সোমা রানিশ্রী রায় ।

2019-05-23 09:58:59

দ্বিতীয় রাউন্ড শেষে 4 হাজার 244 টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । তাঁর প্রাপ্ত ভোট 11 হাজার 271 টি । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায় । তাঁর প্রাপ্ত ভোট 7 হাজার 27 টি । তৃতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী মাকসুদা আহমেদ (1444 ভোট) । 637 টি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী সোমা রানিশ্রী রায় ।

2019-05-23 09:53:54

প্রথম রাউন্ড শেষে 5 হাজার ভোটে এগিয়ে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী রাহুল সিনহা (969টি ভোট) । তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের সৈয়দ শাহি ইমাম ।  তাঁর প্রাপ্ত ভোট 296টি । চতুর্থ স্থানে রয়েছেন বাম প্রার্থী কনীনিকা বোস (ঘোষ) । তাঁর প্রাপ্ত ভোট 260টি । 

2019-05-23 09:53:48

প্রথম রাউন্ড শেষে 15 হাজার ভোটে এগিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরিমোহন জাটুয়া ।

2019-05-23 09:53:43

প্রথম রাউন্ড শেষে 5 হাজার ভোটে এগিয়ে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় । দ্বিতীয় স্থানে রয়েছেন BJP প্রার্থী রাহুল সিনহা (969টি ভোট) । তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের সৈয়দ শাহি ইমাম ।  তাঁর প্রাপ্ত ভোট 296টি । চতুর্থ স্থানে রয়েছেন বাম প্রার্থী কনীনিকা বোস (ঘোষ) । তাঁর প্রাপ্ত ভোট 260টি । 

2019-05-23 09:53:33

পোস্টাল ব্যালটের গণনা শেষে 1225 ভোটে এগিয়ে রয়েছেন কোচবিহার লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রামাণিক । 
 

2019-05-23 09:48:47

প্রথম রাউন্ড গণনার শেষে 920 ভোটে এগিয়ে রয়েছেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ । তাঁর প্রাপ্ত ভোট 5372 টি । অপরদিকে, BJP প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট 4452 টি । তৃতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী মাকসুদা আহমেদ (472 ভোট) । 236টি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী সোমা রানিশ্রী রায় ।

2019-05-23 09:47:00

পোস্টাল ব্যালটের গণনা শেষে 1225 ভোটে এগিয়ে রয়েছেন কোচবিহার লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রামাণিক । 
 

2019-05-23 09:46:50

পোস্টাল ব্যালটের গণনা শেষে এগিয়ে রয়েছেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃগাঙ্ক মাহাত ।

2019-05-23 09:46:41

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 09:38:39

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 09:31:00

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 09:25:35

Sudip Banerjee
সুদীপ বন্দ্যোপাধ্যায়

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 09:18:13

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 09:15:37

Sajda Ahmed
সাজদা আহমেদ

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 09:15:04

Nishith Pramamick
নিশীথ প্রামাণিক

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 09:10:02

Ratna Dey Nag
রত্না দে নাগ

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 09:08:23

Mrihanko Mahato
মৃগাঙ্ক মাহাত

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 08:51:54

Babul Supriyo
বাবুল সুপ্রিয়

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 08:49:54

Arjun Singh
অর্জুন সিং

পোস্টাল ব্যালট গণনায় 73 ভোটে এগিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

2019-05-23 07:24:24

নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, বারাসত ও ব্যারাকপুরে শুরু হল ভোটগণনা । প্রথমে পোস্টাল ব্যালট গণনা চলছে ।

sample description
Last Updated : May 23, 2019, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.