ETV Bharat / elections

রাজ্যে বিধানসভা উপনির্বাচনে ভোটারদের মধ্যমাতে কালি

ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়ে দেওয়া হল, রাজ্যের বিধানসভা উপনির্বাচনে ভোটারদের মধ্যমাতে কালি লাগিয়ে চিহ্নিত করা হবে ।

author img

By

Published : Apr 30, 2019, 11:47 PM IST

দিল্লি, 30 এপ্রিল : রাজ্যের বিধানসভা উপনির্বাচনে ভোটারদের মধ্যমাতে কালি লাগিয়ে চিহ্নিত করার বিষয়ে সম্মতি জানালো নির্বাচন কমিশন । আজ ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়ে দেওয়া হল এই কথা । এর আগে 23 মে একটি চিঠি লিখে উপনির্বাচনে ভোটারদের মধ্যমাতে কালি লাগিয়ে চিহ্নিত করার বিষয়টি সুপারিশ করেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাব ।

রাজ্যের ছ'টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা । কান্দি, নওদা, দার্জিলিং, ইসলামপুর, হাবিবপুর (সংরক্ষিত) ও ভাটপাড়া কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হবে 19 মে । এই কেন্দ্রগুলি যে সমস্ত লোকসভার অন্তর্গত সেখানে 19 মে-এর আগেই লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হবে । সেই ক্ষেত্রে ভোটারদের আঙ্গুলে লোকসভা ভোটের কালি আগে থেকেই থাকবে৷ আজকে জারি করা নির্দেশিকা অনুযায়ী যদি এই ছ'টি বিধানসভা কেন্দ্রের কোনও বুথে যদি পুননির্বাচন হয় সেই ক্ষেত্রে ভোটারদের বাঁ হাতের অনামিকায় কালি লাগানো হবে ।

2016 সালের বিধানসভা নির্বাচনে জয়ী প্রার্থীরা দলত্যাগ করায় রাজ্যের ছ'টি বিধানসভা কেন্দ্রে 19 মে উপনির্বাচন হওয়ার কথা । 2016 সালে ইসলামপুরে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন কানাইয়ালাল আগরওয়াল। তিনি তৃণমূলের টিকিটে লোকসভায় দাঁড়িয়েছেন । হবিবপুরের CPI(M)-র টিকিটে খগেন মুর্মু জিতেছিলেন। সম্প্রতি তিনি BJP-তে যোগ দিয়ে মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন । অপরদিকে নওদা ও কান্দি থেকে 2016 সালে জিতেছিলেন যথাক্রমে আবু তাহের ও অপূর্ব সরকার । তাঁরা তৃণমূলে যোগ দেওয়ায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন । দু'জনেই তৃণমূলের টিকিটে লোকসভা ভোটে লড়ছেন । অপরদিকে, তৃণমূল থেকে BJP-তে গেছেন অর্জুন সিং । ভাটপাড়ার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তিনি ব্যারাকপুর থেকে BJP-র টিকিটে লোকসভায় লড়ছেন । তাই, এই কেন্দ্রগুলিতে হবে উপনির্বাচন ।

দিল্লি, 30 এপ্রিল : রাজ্যের বিধানসভা উপনির্বাচনে ভোটারদের মধ্যমাতে কালি লাগিয়ে চিহ্নিত করার বিষয়ে সম্মতি জানালো নির্বাচন কমিশন । আজ ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়ে দেওয়া হল এই কথা । এর আগে 23 মে একটি চিঠি লিখে উপনির্বাচনে ভোটারদের মধ্যমাতে কালি লাগিয়ে চিহ্নিত করার বিষয়টি সুপারিশ করেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাব ।

রাজ্যের ছ'টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা । কান্দি, নওদা, দার্জিলিং, ইসলামপুর, হাবিবপুর (সংরক্ষিত) ও ভাটপাড়া কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হবে 19 মে । এই কেন্দ্রগুলি যে সমস্ত লোকসভার অন্তর্গত সেখানে 19 মে-এর আগেই লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হবে । সেই ক্ষেত্রে ভোটারদের আঙ্গুলে লোকসভা ভোটের কালি আগে থেকেই থাকবে৷ আজকে জারি করা নির্দেশিকা অনুযায়ী যদি এই ছ'টি বিধানসভা কেন্দ্রের কোনও বুথে যদি পুননির্বাচন হয় সেই ক্ষেত্রে ভোটারদের বাঁ হাতের অনামিকায় কালি লাগানো হবে ।

2016 সালের বিধানসভা নির্বাচনে জয়ী প্রার্থীরা দলত্যাগ করায় রাজ্যের ছ'টি বিধানসভা কেন্দ্রে 19 মে উপনির্বাচন হওয়ার কথা । 2016 সালে ইসলামপুরে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন কানাইয়ালাল আগরওয়াল। তিনি তৃণমূলের টিকিটে লোকসভায় দাঁড়িয়েছেন । হবিবপুরের CPI(M)-র টিকিটে খগেন মুর্মু জিতেছিলেন। সম্প্রতি তিনি BJP-তে যোগ দিয়ে মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন । অপরদিকে নওদা ও কান্দি থেকে 2016 সালে জিতেছিলেন যথাক্রমে আবু তাহের ও অপূর্ব সরকার । তাঁরা তৃণমূলে যোগ দেওয়ায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন । দু'জনেই তৃণমূলের টিকিটে লোকসভা ভোটে লড়ছেন । অপরদিকে, তৃণমূল থেকে BJP-তে গেছেন অর্জুন সিং । ভাটপাড়ার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তিনি ব্যারাকপুর থেকে BJP-র টিকিটে লোকসভায় লড়ছেন । তাই, এই কেন্দ্রগুলিতে হবে উপনির্বাচন ।

New Delhi, Apr 30 (ANI): Bharatiya Janata Party (BJP) candidate Manoj Tiwari from North East Delhi Lok Sabha constituency held a roadshow in his constituency today. BJP supporters came out to take a glimpse of their leader. Manoj Tiwari is contesting against Congress candidate Sheila Dikshit and AAP candidate Dilip Pandey from East Delhi constituency. Polling will be held in Delhi on May 12.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.