ETV Bharat / elections

পুরুলিয়ায় নরেন্দ্র মোদির সভার আগে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি - Narendra Modi attacks Mamata Banerjee

মোদি আসার আগেই চেয়ার ছুড়তে থাকেন BJP কর্মীরা

চেয়ার ছোড়াছুড়ি
author img

By

Published : May 9, 2019, 1:25 PM IST

Updated : May 9, 2019, 1:45 PM IST

পুরুলিয়া, 9 মে : পুরুলিয়ায় নরেন্দ্র মোদির জনসভার আগে বিশৃঙ্খলা দেখা দেয় । সভা শুরুর আগে চেয়ার ছুড়তে থাকেন BJP কর্মীরা । পুলিশকে লক্ষ্য করেও চেয়ার ছোড়া হয় ।

পুরুলিয়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী জ্যোতির্ময় মাহাতর সমর্থনে আজ রায়বাঘিনি মাঠে নির্বাচনী জনসভা করবেন মোদি । সেজন্য সকাল থেকে BJP কর্মী-সমর্থকরা সভাস্থানে আসতে শুরু করেন । হঠাৎই কয়েকজন BJP কর্মী-সমর্থক চেয়ার ছুড়তে থাকেন । পুলিশকে লক্ষ্য করেও চেয়ার ছোড়া হতে থাকে ।

দেখুন ভিডিয়ো

স্থানীয় BJP নেতা ও পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুরুলিয়া, 9 মে : পুরুলিয়ায় নরেন্দ্র মোদির জনসভার আগে বিশৃঙ্খলা দেখা দেয় । সভা শুরুর আগে চেয়ার ছুড়তে থাকেন BJP কর্মীরা । পুলিশকে লক্ষ্য করেও চেয়ার ছোড়া হয় ।

পুরুলিয়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী জ্যোতির্ময় মাহাতর সমর্থনে আজ রায়বাঘিনি মাঠে নির্বাচনী জনসভা করবেন মোদি । সেজন্য সকাল থেকে BJP কর্মী-সমর্থকরা সভাস্থানে আসতে শুরু করেন । হঠাৎই কয়েকজন BJP কর্মী-সমর্থক চেয়ার ছুড়তে থাকেন । পুলিশকে লক্ষ্য করেও চেয়ার ছোড়া হতে থাকে ।

দেখুন ভিডিয়ো

স্থানীয় BJP নেতা ও পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

sample description
Last Updated : May 9, 2019, 1:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.