ETV Bharat / elections

ইসলামপুরে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

author img

By

Published : May 19, 2019, 1:06 PM IST

বুথে আসার সময় ভোটারদের আটকানো হচ্ছিল বলে অভিযোগ । পরে বোমাবাজি হয় ।

বোমাবাজি

ইসলামপুর, 19 মে : উপনির্বাচন চলাকাকলীন বোমাবাজি হল ইসলামপুরে । একজন সাংবাদিক জখম হয়েছেন । BJP-র অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ঘটনায় জড়িত রয়েছে ।

ইসলামপুরে মাদারিপুর জুনিয়র হাইস্কুলে ভোটগ্রহণ চলছিল । অভিযোগ, সকাল থেকেই ভোটারদের বুথে আসার পথে আটকানো হচ্ছিল । এর প্রতিবাদে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় কেন্দ্রীয় বাহিনী, কুইক রেসপন্স টিম । তারা ভোটারদের বুথে নিয়ে যায় ।

তারপরই এলাকায় বোমাবাজি হয় । BJP-র অভিযোগ, বোমাবাজির ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত রয়েছে ।

ইসলামপুর, 19 মে : উপনির্বাচন চলাকাকলীন বোমাবাজি হল ইসলামপুরে । একজন সাংবাদিক জখম হয়েছেন । BJP-র অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ঘটনায় জড়িত রয়েছে ।

ইসলামপুরে মাদারিপুর জুনিয়র হাইস্কুলে ভোটগ্রহণ চলছিল । অভিযোগ, সকাল থেকেই ভোটারদের বুথে আসার পথে আটকানো হচ্ছিল । এর প্রতিবাদে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় কেন্দ্রীয় বাহিনী, কুইক রেসপন্স টিম । তারা ভোটারদের বুথে নিয়ে যায় ।

তারপরই এলাকায় বোমাবাজি হয় । BJP-র অভিযোগ, বোমাবাজির ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত রয়েছে ।

Intro:প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত চাই। Body:

মানস নস্কর---

সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার নিরপেক্ষ তদন্ত চাই, হাইকোর্টের সামনে বিক্ষোভ মানবাধিকার সংগঠনের

কলকাতা ১৪ মেঃ
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন বলে গত ৬ মে মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্টের তিন সদস্যের অভ্যন্তরীণ কমিটি। যদিও কমিটি তদন্ত রিপোর্ট প্রকাশ করা যাবেনা বলে জানিয়ে দেয়।সুপ্রিমকোর্টের এই রায়ের বিরুদ্ধে ঠিক পরদিনই সুপ্রিমকোর্টের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন বলে ৫৩ জন মহিলা ও ৩ জন পুরুষকে আটক করে পুলিশ। এবং স্পেশাল নির্দেশ না আসা পর্যন্ত তাদের ছাড়তে ও বারন করা হয়।এবার কলকাতা হাইকোর্টের সামনে অভিযোগ কারিনীর সপক্ষে একটি মানবাধিকার সংগঠন বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ দেখালেন আজ।হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে সেই অভিযোগ পত্রের একটি কপিও পাঠালেন তারা।

প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও অভিযোগ কারিনীকে আন্তপক্ষ সমর্থনের সুজোগের দাবিতেই মুলত বিক্ষোভ দেখালেন তারা। এ ব্যাপারে এসোসিয়েশন ফর প্রটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস -এর তরফে রঞ্জিত সূর জানালেন,"সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে একটা যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। যে অভিযোগ করেছে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। আর যার বিরুদ্ধে অভিযোগ সেই প্রধান বিচারপতির বিরুদ্ধে কিছুই করা হলো না।তিনি নিজের ইচ্ছে মতো তদন্ত কমিটি বানাচ্ছেন।ভদ্র মহিলাকে কোন আত্মপক্ষ সমর্থনের সুজোগ দেওয়া হল না কেন?"রঞ্জিত বাবু আরো জানালেন, "আমরা চাইছি পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক।যে কমিটি তৈরি হয়েছে সেটা বিশাখা গাইডলাইন মেনে হয়নি।সুপ্রিমকোর্টের বাইরের কেউ এই কমিটিতে ছিল না।এই কমিটিতে জিনি অভিযোগ কারিনী তাকেই আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেওয়া হল না।তিনি কানে শুনতে পাননা। সেই জন্য দাবি করেছিলেন একজন আইনজীবীকে তার হয়ে থাকতে দেওয়া হোক।বা কোন সাহায্যকারীকে থাকতে দেওয়া হোক।কোনটাই পাননি বলে তিনি কমিটি থেকে বেরিয়ে যেতে বাধ্য হন।আমাদের বক্তব্য হচ্ছে প্রধান বিচারপতি যতক্ষণ তার ক্ষমতার আসনে বসে আছেন তার বিরুদ্ধে তার অধস্তন কর্মচারীদের দিয়ে কোন নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয়।সুপ্রিমকোর্টের বাইরের কাউকে দিয়ে তদন্ত করা হোক।বিশাখা গাইডলাইন সুপ্রিমকোর্টই বানিয়েছে। তাদের তৈরি করা গাইডলাইন তারাই মানছে না?"Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.