ETV Bharat / elections

BJP-র ইস্তাহারে পাহাড় সমস্যা সমাধানের আশ্বাস; সমালোচনা হরকার, স্বাগত গুরুঙের - siliguri

BJP-র ইস্তাহারে পাহাড় সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। একে সমর্থন জানালেন বিমল গুরুং। সমালোচনা করলেন হরকা বাহাদুর ছেত্রী।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 8, 2019, 6:42 PM IST

Updated : Apr 8, 2019, 7:33 PM IST

শিলিগুড়ি, 8 এপ্রিল : ইস্তাহারে পাহাড় সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে BJP। 11টি জনজাতিকে তপশিলি উপজাতির তকমা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। একে সমর্থন জানালেন বিমল গুরুং। তবে, সমালোচনা করেছেন জন আন্দোলন পার্টির সভাপতি হরকা বাহাদুর ছেত্রী।

হরকা বাহাদুর ছেত্রী আজ বলেন, "দুটি বিষয় ইস্তাহারে স্থান পেয়েছে। কিন্তু, 2014 সালেই সংশ্লিষ্ট কমিটি কেন্দ্রকে জানিয়েছিল আইন সংশোধন না হলে আমাদের জনজাতিকে এই তকমা দেওয়া সম্ভব নয়। কিন্তু এতদিন কেন্দ্র কিছুই করেনি। পাহাড়ের মূল সমস্যা নিয়েও BJP যা বলেছে তা এর আগের দুটি ইস্তাহারেও বলেছিল। কিন্তু বাস্তবে কিছুই হয়নি।" তিনি আরও বলেন, "পাহাড়ে বনধ চলাকালীন পুলিশ বাড়াবাড়ি করছিল, তাই মানুষের ক্ষোভ রয়েছে। তাঁরা বদলা নিতে চাইছেন। কিন্তু, আমি মনে করি বদলা নিতে গিয়ে BJP-কে জেতালে ফের পিছিয়ে পড়বে পাহাড়।"

হরকা বাহাদুর ছেত্রীর বক্তব্য

এদিকে, বিমল গুরুং বলেন, "এই ইস্তাহারে পাহাড়ের সমস্যা স্থান পেয়েছে। BJP ক্ষমতায় এলে সমস্যা মিটবে।"

শিলিগুড়ি, 8 এপ্রিল : ইস্তাহারে পাহাড় সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে BJP। 11টি জনজাতিকে তপশিলি উপজাতির তকমা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। একে সমর্থন জানালেন বিমল গুরুং। তবে, সমালোচনা করেছেন জন আন্দোলন পার্টির সভাপতি হরকা বাহাদুর ছেত্রী।

হরকা বাহাদুর ছেত্রী আজ বলেন, "দুটি বিষয় ইস্তাহারে স্থান পেয়েছে। কিন্তু, 2014 সালেই সংশ্লিষ্ট কমিটি কেন্দ্রকে জানিয়েছিল আইন সংশোধন না হলে আমাদের জনজাতিকে এই তকমা দেওয়া সম্ভব নয়। কিন্তু এতদিন কেন্দ্র কিছুই করেনি। পাহাড়ের মূল সমস্যা নিয়েও BJP যা বলেছে তা এর আগের দুটি ইস্তাহারেও বলেছিল। কিন্তু বাস্তবে কিছুই হয়নি।" তিনি আরও বলেন, "পাহাড়ে বনধ চলাকালীন পুলিশ বাড়াবাড়ি করছিল, তাই মানুষের ক্ষোভ রয়েছে। তাঁরা বদলা নিতে চাইছেন। কিন্তু, আমি মনে করি বদলা নিতে গিয়ে BJP-কে জেতালে ফের পিছিয়ে পড়বে পাহাড়।"

হরকা বাহাদুর ছেত্রীর বক্তব্য

এদিকে, বিমল গুরুং বলেন, "এই ইস্তাহারে পাহাড়ের সমস্যা স্থান পেয়েছে। BJP ক্ষমতায় এলে সমস্যা মিটবে।"

Intro:বিজেপির ম্যানিফেস্টোয় পাহার সমস্যা সমাধানের আশ্বাস, সমকলোচনা হরকার, স্বাগত জানালেন গুরুং


বিজেপির ম্যানিফেস্টোয় পাহার সমস্যা সমাধানের আশ্বাস এবং 11 জনজাতিকে তপশিলি উপজাতির তকমা দেওয়ার অশ্বাসকে স্বাগত জানালেন বিমল গুরুং। অন্যদিকে একে ছেলে ভুলানো গল্প বলে সমালোচনা করলেন হরকা বাহাদুর ছেত্রী।

আজই দিল্লিতে প্রকাশ করা হয় বিজেপির নির্বাচনী ইশতেহার। তাতে পাহার সমস্যা সমাধানের আশ্বাস ছাড়াও পাহারের 11 জনজাতিকে তপশিলি উপজাতির তকমা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এই ইস্তেহারকে স্বাগত জানান মোর্চা সুপ্রিম বিমল গুরুং। তিনি বিবৃতি দিয়ে জানান এই ইস্তেহারে পাহারের সমস্যা স্থান পেয়েছে। বিজেপি ক্ষমতায় এলে সমস্যা মিটবে। তবে এই ইস্তেহারকে করা সমালোচনা করেন জন আন্দোলন পার্টির সভাপতি ও লোকসভা নির্বাচনে প্রার্থী হরকা বাহাদুর ছেত্রী। শিলিগুড়িতে তিনি বলেন দুটি বিষয় ইস্তেহারে স্থান পেয়েছে। কিন্তু 2014 সালেই সংশ্লিষ্ট কমিটি কেন্দ্রকে জানিয়েছিল আইন সংশোধন না হলে আমাদের জনজাতিকে এই তকমা দেওয়া সম্ভব নয়। কিন্তু এতদিন কেন্দ্র কিছুই করে নি। পাহারের মূল সমস্যা নিয়েও বিজেপি যা বলেছে তা এর আগের দুটি ইস্তেহারেও বলেছিল। কিন্তু বাস্তবে কিছুই হয় নি।

এদিন হরকা বলেন, পাহারে বনধ চলাকালে পুলিশ বাড়াবাড়ি করেছিল। তাই মানুষের ক্ষোভ রয়েছে। তারা বদলা নিতে চাইছেন। কিন্তু আমি মনে করি বদলা নিতে বিজেপিকে জেতালে ফের পিছিয়ে যাবে পাহার। বিজেপি প্রার্থী রাজু বিস্ট এখানকার বাসিন্দা নন। একমাত্র আমিই সংসদ হলে স্থানীয় সমস্যা সংসদে তুলতে পারব। তাই মানুষের কাছে এসব বলছি। পাহারের মানুষ আপাতত নীরব রয়েছেন। সকলেই সৌজন্য বিনিময় করলেও জনতা কোনদিকে ঝুঁকবে তা ভোটের ফল বেরোলেই পরিষ্কার হবে।


Body:।


Conclusion:
Last Updated : Apr 8, 2019, 7:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.