শিলিগুড়ি, 8 এপ্রিল : ইস্তাহারে পাহাড় সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে BJP। 11টি জনজাতিকে তপশিলি উপজাতির তকমা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। একে সমর্থন জানালেন বিমল গুরুং। তবে, সমালোচনা করেছেন জন আন্দোলন পার্টির সভাপতি হরকা বাহাদুর ছেত্রী।
হরকা বাহাদুর ছেত্রী আজ বলেন, "দুটি বিষয় ইস্তাহারে স্থান পেয়েছে। কিন্তু, 2014 সালেই সংশ্লিষ্ট কমিটি কেন্দ্রকে জানিয়েছিল আইন সংশোধন না হলে আমাদের জনজাতিকে এই তকমা দেওয়া সম্ভব নয়। কিন্তু এতদিন কেন্দ্র কিছুই করেনি। পাহাড়ের মূল সমস্যা নিয়েও BJP যা বলেছে তা এর আগের দুটি ইস্তাহারেও বলেছিল। কিন্তু বাস্তবে কিছুই হয়নি।" তিনি আরও বলেন, "পাহাড়ে বনধ চলাকালীন পুলিশ বাড়াবাড়ি করছিল, তাই মানুষের ক্ষোভ রয়েছে। তাঁরা বদলা নিতে চাইছেন। কিন্তু, আমি মনে করি বদলা নিতে গিয়ে BJP-কে জেতালে ফের পিছিয়ে পড়বে পাহাড়।"
এদিকে, বিমল গুরুং বলেন, "এই ইস্তাহারে পাহাড়ের সমস্যা স্থান পেয়েছে। BJP ক্ষমতায় এলে সমস্যা মিটবে।"