ETV Bharat / elections

বেআইনিভাবে টাকা নিয়ে যাচ্ছিলেন ভারতী, রিপোর্ট জেলা নির্বাচনী আধিকারিকের - Ghatal

যদিও ভারতীর দাবি ছিল, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে । আপাতত বিষয়টি এক্সপেনডিচার ও মনিটরিং কমিটিকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ।

ভারতী ঘোষ
author img

By

Published : May 11, 2019, 12:35 PM IST

কলকাতা, 11 মে : বেআইনিভাবে টাকা নিয়ে যাচ্ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ভারতী ঘোষ । রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই রিপোর্ট পাঠালেন পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিক । বিষয়টি এক্সপেনডিচার ও মনিটরিং কমিটিকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ।

বৃহস্পতিবার রাতে পিংলা থেকে প্রচার সেরে ফেরার সময় ভারতী ঘোষের গাড়িতে তল্লাশি চালায় পুলিশ । 1 লাখ 13 হাজার টাকা উদ্ধার করা হয় । তৃণমূলের অভিযোগ, ভোটারদের টাকা বিলোচ্ছিলেন ভারতী ঘোষ । রাস্তা অবরোধ করে তারা । পুলিশকে খবর দেওয়া হয় । গাড়িতে ভারতীসহ চারজন ছিলেন । যদিও ভারতী ঘোষ বলেন, "আমার কাছে 50 হাজার টাকা ছিল । আমার কনভেনরের কাছে কিছু টাকা ছিল । চালকের কাছে কিছু টাকা ছিল । সব টাকা এক সঙ্গে করে ওরা বাজেয়াপ্ত করেছে । চারজনের কাছে সব মিলিয়ে 1 লাখ 13 হাজার টাকা থাকতে পারে না ? আমাকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে ।"

বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হয় । পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করে কমিশন । বিস্তারিত তথ্য পাঠাতে বলা হয় । আজ সেই রিপোর্ট পাঠান পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিক । তাতে বলা হয়েছে,"বেআইনিভাবে টাকা নিয়ে যাচ্ছিলেন ভারতী । "

কলকাতা, 11 মে : বেআইনিভাবে টাকা নিয়ে যাচ্ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ভারতী ঘোষ । রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই রিপোর্ট পাঠালেন পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিক । বিষয়টি এক্সপেনডিচার ও মনিটরিং কমিটিকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ।

বৃহস্পতিবার রাতে পিংলা থেকে প্রচার সেরে ফেরার সময় ভারতী ঘোষের গাড়িতে তল্লাশি চালায় পুলিশ । 1 লাখ 13 হাজার টাকা উদ্ধার করা হয় । তৃণমূলের অভিযোগ, ভোটারদের টাকা বিলোচ্ছিলেন ভারতী ঘোষ । রাস্তা অবরোধ করে তারা । পুলিশকে খবর দেওয়া হয় । গাড়িতে ভারতীসহ চারজন ছিলেন । যদিও ভারতী ঘোষ বলেন, "আমার কাছে 50 হাজার টাকা ছিল । আমার কনভেনরের কাছে কিছু টাকা ছিল । চালকের কাছে কিছু টাকা ছিল । সব টাকা এক সঙ্গে করে ওরা বাজেয়াপ্ত করেছে । চারজনের কাছে সব মিলিয়ে 1 লাখ 13 হাজার টাকা থাকতে পারে না ? আমাকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে ।"

বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হয় । পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করে কমিশন । বিস্তারিত তথ্য পাঠাতে বলা হয় । আজ সেই রিপোর্ট পাঠান পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিক । তাতে বলা হয়েছে,"বেআইনিভাবে টাকা নিয়ে যাচ্ছিলেন ভারতী । "

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.