ETV Bharat / elections

পাণ্ডবেশ্বরে বাবুলকে ঘিরে বিক্ষোভ - TMC

ভোট তদারকির কাজ করতে এসে বাবুল গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন ।

বিক্ষোভের মুখে বাবুল
author img

By

Published : Apr 29, 2019, 1:05 PM IST

Updated : Apr 29, 2019, 1:45 PM IST

পাণ্ডবেশ্বর, 29 এপ্রিল : গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । পাণ্ডবেশ্বরের ঘোষ পাড়া এলাকার ঘটনা । জানা গেছে, ভোট কেমন চলছে তা দেখতে এসে বাবুল গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন ।

গ্রামবাসীরা বাবুলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় । গো ব্যাক ধ্বনি ওঠে । বিক্ষোভের মুখে পড়ে বাবুল ফিরে যান । বাবুলের অভিযোগ, তৃণমূলের লোকজন পাণ্ডবেশ্বরের একাধিক বুথে BJP এজেন্টদের বসতে দেয়নি ।

দেখুন ভিডিয়ো

তৃণমূল বাবুলের অভিযোগ অস্বীকার করেছে । তৃণমূলের পালটা অভিযোগ, অশান্তি ছড়াতে বাবুল গ্রামে ঢুকছিল ।

পাণ্ডবেশ্বর, 29 এপ্রিল : গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । পাণ্ডবেশ্বরের ঘোষ পাড়া এলাকার ঘটনা । জানা গেছে, ভোট কেমন চলছে তা দেখতে এসে বাবুল গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন ।

গ্রামবাসীরা বাবুলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় । গো ব্যাক ধ্বনি ওঠে । বিক্ষোভের মুখে পড়ে বাবুল ফিরে যান । বাবুলের অভিযোগ, তৃণমূলের লোকজন পাণ্ডবেশ্বরের একাধিক বুথে BJP এজেন্টদের বসতে দেয়নি ।

দেখুন ভিডিয়ো

তৃণমূল বাবুলের অভিযোগ অস্বীকার করেছে । তৃণমূলের পালটা অভিযোগ, অশান্তি ছড়াতে বাবুল গ্রামে ঢুকছিল ।

Intro:ভোট তদারকির কাজ করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় । ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার ভোটার টি গ্রামের ঘোষ পাড়ায় ।বাবুলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা বাবুল সুপ্রিয় গো ব্যাক ধনিও উঠে । এর পরেই গ্রামে না ঢুকে সেখান থেকে অন্যত্র চলে যান বাবুল । তিনি অভিযোগ করেন এখানকার বেশ কয়েকটি বুথে বিজেপির এজেন্টদের বসতে দেয়নি শাসক দলের লোকেরা এই খবর পেয়েই আমি এসেছিলাম । অন্যদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতারা তাঁদের অভিযোগ অশান্তি পাকাতে বাবুল গ্রামে এসেছিল ।Body:CopyConclusion:Copy
Last Updated : Apr 29, 2019, 1:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.