বীরভূম, 29 এপ্রিল: নিরপত্তাবেষ্টনীর মধ্যেই ভোট দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল । মোবাইল বাজেয়াপ্ত থাকলেও ল্যান্ড ফোনেই বিভিন্ন বুথের খবর নিলেন কেষ্ট ।
সকাল 9টার পর বাড়ি থেকে বেরিয়ে বাইকে করেই নিজের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন অনুব্রত মণ্ডল । সমস্ত জায়গায় ভোট সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছে বলে দাবি করেন জেলা তৃণমূল সভাপতি । দলেনত্রীর সঙ্গেও সকালে তাঁর কথা হয় বলে জানান অনুব্রত ।
তবে বেশকিছু এলাকায় BJP-র পোলিং এজেন্টরা গোলমাল পাকিয়েছে বলে অভিযোগ জানান অনুব্রত মণ্ডল । বীরভূমে দলীয় প্রার্থীই জয়লাভ করবেন বলে দাবি করেন । বলেন, "কমিশনের নয়, নকুলদানার জয় হয়েছে ।"