ETV Bharat / elections

রিগিং আটকে গেছে বলে কমিশনের বিরুদ্ধে অভিযোগ দিদির : অমিত

লোকসবা ভোট রিগিং করতে পারা যায়নি । সেজন্য অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । দাবি অমিত শাহর

author img

By

Published : Apr 22, 2019, 3:21 PM IST

অমিত শাহ

কলকাতা, 22 এপ্রিল : রাজ্যকে এড়িয়ে দিল্লি থেকে প্রতিনিধি পাঠিয়ে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছে নরেন্দ্র মোদি সরকার । গতকাল গয়েশপুরের সভা থেকে এই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সে প্রসঙ্গে আজ তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে পালটা তোপ দাগলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । তিনি বলেন, "রিগিং আটকে গেছে বলে এসব বলছেন মমতাদিদি ।"

রাজ্যে আজ চারটি নির্বাচনী জনসভা করছেন অমিত শাহর । তার আগে, কলকাতায় সাংবাদিক বৈঠক করেন । সেখানে সাংবাদিকের প্রশ্নের উত্তরে BJP-র সর্বভারতীয় সভাপতি বলেন, "বাংলায় রিগিং আটকে গেছে বলে এসব বলছেন দিদি । তাই এখন সমান্তরাল সরকার দেখছেন ? "

শনিবার নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক বলেন, "10 বছর আগে বিহারে যে অবস্থা ছিল, বাংলায় এখন সেরকম অবস্থা । " তা নিয়ে অজয় নায়েকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়। সে প্রসঙ্গ তুলে গতকাল মমতা অভিযোগ করেন, দিল্লি থেকে কয়েকজন অফিসারকে পাঠানো হয়েছে। তাঁরা BJP-কে সাহায্য করার চেষ্টা করছেন । সে প্রসঙ্গে অমিত শাহর পালটা যুক্তি, "মমতাদিদি ভুলে গেছেন, যখন উনি জিতেছিলেন তখন অনেক বেশি পর্যবেক্ষকদের পাঠানো হয়েছিল । মনে হচ্ছে, মমতার রিগিং আটকে গেছে তাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এত অভিযোগ করছেন । নির্বাচন কমিশন গোটা ভারতে কাজ করছে। দেশজুড়ে আমরা লড়াই করছি। কিন্তু, মমতা ব্যানার্জি শুধু অভিযোগ করছেন। অন্য কোথা থেকে তো অভিযোগ আসছে না ? বাংলায় রিগিং আটকে যাচ্ছে। তাই, তাঁর এত অভিযোগ । "

পাশাপাশি অমিত শাহ দাবি করেন, বাংলায় তৃণমূল কংগ্রেসের দিন শেষ হয়ে গেছে। তাঁর কথায়, "মানুষ জেগে উঠেছে । জনতা ঠিক করে নিয়েছে তৃণমূলকে হারিয়ে মোদিজিকে আনতে হবে । মানুষ যখন ঠিক করে নিয়েছে পরিবর্তন চাই, তখন কেউ আটকাতে পারবে না । "

কলকাতা, 22 এপ্রিল : রাজ্যকে এড়িয়ে দিল্লি থেকে প্রতিনিধি পাঠিয়ে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছে নরেন্দ্র মোদি সরকার । গতকাল গয়েশপুরের সভা থেকে এই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সে প্রসঙ্গে আজ তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে পালটা তোপ দাগলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । তিনি বলেন, "রিগিং আটকে গেছে বলে এসব বলছেন মমতাদিদি ।"

রাজ্যে আজ চারটি নির্বাচনী জনসভা করছেন অমিত শাহর । তার আগে, কলকাতায় সাংবাদিক বৈঠক করেন । সেখানে সাংবাদিকের প্রশ্নের উত্তরে BJP-র সর্বভারতীয় সভাপতি বলেন, "বাংলায় রিগিং আটকে গেছে বলে এসব বলছেন দিদি । তাই এখন সমান্তরাল সরকার দেখছেন ? "

শনিবার নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক বলেন, "10 বছর আগে বিহারে যে অবস্থা ছিল, বাংলায় এখন সেরকম অবস্থা । " তা নিয়ে অজয় নায়েকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়। সে প্রসঙ্গ তুলে গতকাল মমতা অভিযোগ করেন, দিল্লি থেকে কয়েকজন অফিসারকে পাঠানো হয়েছে। তাঁরা BJP-কে সাহায্য করার চেষ্টা করছেন । সে প্রসঙ্গে অমিত শাহর পালটা যুক্তি, "মমতাদিদি ভুলে গেছেন, যখন উনি জিতেছিলেন তখন অনেক বেশি পর্যবেক্ষকদের পাঠানো হয়েছিল । মনে হচ্ছে, মমতার রিগিং আটকে গেছে তাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এত অভিযোগ করছেন । নির্বাচন কমিশন গোটা ভারতে কাজ করছে। দেশজুড়ে আমরা লড়াই করছি। কিন্তু, মমতা ব্যানার্জি শুধু অভিযোগ করছেন। অন্য কোথা থেকে তো অভিযোগ আসছে না ? বাংলায় রিগিং আটকে যাচ্ছে। তাই, তাঁর এত অভিযোগ । "

পাশাপাশি অমিত শাহ দাবি করেন, বাংলায় তৃণমূল কংগ্রেসের দিন শেষ হয়ে গেছে। তাঁর কথায়, "মানুষ জেগে উঠেছে । জনতা ঠিক করে নিয়েছে তৃণমূলকে হারিয়ে মোদিজিকে আনতে হবে । মানুষ যখন ঠিক করে নিয়েছে পরিবর্তন চাই, তখন কেউ আটকাতে পারবে না । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.