চুঁচুড়া, 1 মে : হুগলি লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী লকেট চ্যাটার্জির সমর্থনে আজ চুঁচুড়া ময়দানে নির্বাচনী জনসভা করেন অমিত শাহ । সেখানে একাধিক ইশুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন BJP-র সর্বভারতীয় সভাপতি ।
অমিত শাহর বক্তব্য :
- বাংলাকে কাঙাল বানিয়ে রেখেছ, আমরা সোনার বাংলা বানাব
- মমতাদিদির সরকারকে ক্ষমতাচ্যুত না উৎখাত করা হোক
- BJP ক্ষমতায় না থাকলেও আমাদের দলের কর্মী ও নেতাদের দেহে যতক্ষণ প্রাণ রয়েছে, কাশ্মীরকে ভারত থেকে আলাদা হতে দেব না
- মমতাদিদি কান খুলে শুনে নিন, কানে শুনতে না পেলে কানের ময়লা পরিষ্কার করে নিন
- ওমর আবদুল্লা এসেছিলেন ব্রিগেডে । তাঁর হাত তুলে ধরেছিলেন মমতাদিদি । আর সেই আবদুল্লা এখন কাশ্মীরে আলাদা প্রধানমন্ত্রী চাইছেন
- মমতাদিদি, রাহুলবাবা কান খুলে শুনে নিন, পাকিস্তান থেকে গুলি এলে, এখান থেকে গোলা যাবে
- আমি ভাবছি, কী হল? কেন এভাবে শোক পালন করছেন মমতাদিদি? তাঁর কি ভাই হয় নাকি?
- দু'জায়গায় শোক পালন করা হয়েছে, একটা রাহুলবাবার অফিসে । আর একটি মমতাদিদির অফিসে
- সারা দেশে জওয়ানদের ছবিতে মালা দেওয়া হয়েছে
- আর মোদিজি বায়ুসেনাকে দিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি খতম করেছেন
- সার্জিকাল স্ট্রাইকের ভয়ে পাকিস্তান নিজেদের সীমানায় ট্য়াঙ্ক মোতায়েন করেছিল
- পুলওয়ামা হামলায় আমাদের 40 জন জওয়ান শহিদ হয়েছিল
- আর পাকিস্তান থেকে লোক ঢুকে ভারতীয় জওয়ানদের গলা কেটে নিত, আর আমাদের মৌনী মনমোহন বসে থাকতেন
- এই মমতাদিদি সনিয়া, মনমোহনের সরকারকে সমর্থন করতেন
- বাংলায় দুর্গাপুজো হবে না তো পাকিস্তানে হবে !
- বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজো, রামনবমীর বন্ধ করে দিয়েছেন মমতাদিদি
- বাংলা না উর্দু চাই ?
- মমতার সরকারকে সরিয়ে দিয়ে তাদের দেহ বাইরে এনে ময়নাতদন্ত করা হবে । তাদের গুলি যারা মেরেছে তাদের খুঁজে বের করা হবে
- তাপস-রাজনকে মাটিতে কবর দেওয়া হয়েছে
- ইসলামপুরে দুটি ছেলে উর্দুর বদলে বাংলার চাওয়ায় বুকে গুলি খেয়েছে
- বাংলার সংস্কৃতি, বাংলার ভাষাকে শেষ করা দেওয়া হচ্ছে
- মা-মাটি-মানুষের কথা বলে মমতাদিদি ক্ষমতায় এসেছেন
- বাংলায় কোনও কারখানা হয়নি, শুধু আমাদের এখানে বোমা কারখানা হয়েছে
- বাংলার কোথাও রবীন্দ্র সংগীত বা চৈতন্য কীর্তন শোনা যায় না, এখন বোমার আওয়াজ পাওয়া যায় না
- তৃণমূলকে উৎখাত করে মোদি সরকারকে আনুন, প্রতিজ্ঞা করছি, 90 দিনের মধ্যে চিটফান্ডের লুটেরাদের শাস্তি দেওয়া হবে
- রাজ্যে চিটফান্ড করে গরিবের টাকা লুট করে নেওয়া হয়েছে
- মোদিজি অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে বের করবেন
- শরনার্থীরা ভয় পাবেন না, আপনারা নাগরিকত্ব পাবেন
- আমরা NRC চালু করর
- মমতাদিদির গুন্ডারা গণতন্ত্রের গলা টিপে দিয়েছেন
- 37 শতাংশ বাংলার মানুষ নিজের ভোট দিতে পারেননি
- বাংলায় এই নির্বাচন গণতন্ত্র বাঁচানোর নির্বাচন
- দেশে এই নির্বাচন কর্মসংস্থান, বিকাশের নির্বাচন
- বাংলার 23টি আসনে আমরা জিতব
- 22দিন পর দুটোর সময় আপনার খেল খতম হয়ে যাবে
- কিন্তু, কতদিন আটকাবেন ?
- দিদির ভয়, মোদি লোকপ্রিয় হয়ে যাবেন
- কিন্তু, আপনারা তালি দেবেন না, মমতাদিদি আপনাদের কাছে আয়ুষ্মান প্রকল্পকে পৌঁছাতে দেননি
- 4 লাখ 40 হাজার মানুষের বিনা খরচায় অপারেশন হয়েছে
- আগে কারও ক্যানসার হলেও দুদিনেই এত বিল হত যে বাবা বলত, আমি তো ক্য়ানস্যারেই মরে যাব । কিন্তু, তুমি ঋণে ডুবে যাবে
- 2.5 কোটি মানুষকে ঘর দেওয়া হয়েছে
- 50 কোটি মানুষকে আয়ুষ্মান প্রকল্পের আওতায় আনা হয়েছে
- 19 হাজার গ্রামে বিদ্যুত গেছে
- 8 কোটি মানুষের ঘরে শৌচালয় হয়েছে
- পাঁচ বছরে মোদি সরকার দেশের 60 কোটি মা-বোনেদের গ্যাসের কানেকশন দিয়েছেন
- দেশের গরিবের ভালোর জন্য কাজ করেন
- আর মোদিজি রয়েছেন 365 দিন, 24 ঘণ্টা দেশের জন্য কাজ করে যান
- এমন ছুটি কাটাতে যান যে, মা তাঁকে খুঁজতে থাকেন, ছেলে কোথায় গেছেন ?
- সামনে রাহুল বাবা রয়েছেন । তিনি দেশে গরম হলেই ছুটি কাটাতে চলে যান
- 20 বছরে মোদিজি কখনও ছুটি নেননি , দিনে 18 ঘণ্টা কাজ করেন
- 70 বছর ধরে দেশের মানুষ রয়েছেন যে জিনিসের অপেক্ষায় রয়েছেন, মোদি তাই দিচ্ছেন
- মোদি মোদি আওয়াজ কোনও একজন ব্যক্তির জন্য আওয়াজ নয় । এটা দেশের 125 কোটি জনতার দেওয়া আশীর্বাদ
- পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ যেখানেই গেছি সেখানে একটাই আওয়াজ শুনেছি - মোদি
- দেশজুড়ে ঘুরতে ঘুরতে হুগলিতে এসেছি
- তাঁদের হুগলির মানুষ ও BJP নেতাদের তরফে শ্রদ্ধা জানাই
- কাপুরষোচিত মাওবাদী হামলায় আমাদের অনেক জওয়ান শহিদ হয়েছেন
- হুগলিতে রামকৃষ্ণ মঠ রয়েছে , তারকেশ্বর মন্দির রয়েছে
- আমি সারা দেশে ঘুরি ৷ আজ হুগলির পবিত্র ভূমিতে এসেছি
- সবাইকে অভিনন্দন
- দিদিকে হারানোর জন্য এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে
- মোদিজি উত্তরপ্রদেশে রয়েছেন, আপনাদের আওয়াজ মোদিজি পর্যন্ত পৌঁছান চাই