ETV Bharat / elections

পাকিস্তান থেকে গুলি এলে, এখান থেকে গোলা যাবে : অমিত শাহ

author img

By

Published : May 1, 2019, 5:12 PM IST

Updated : May 1, 2019, 5:48 PM IST

অমিত শাহ

2019-05-01 16:55:32

চুঁচুড়া, 1 মে : হুগলি লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী লকেট চ্যাটার্জির সমর্থনে আজ চুঁচুড়া ময়দানে নির্বাচনী জনসভা করেন অমিত শাহ । সেখানে একাধিক ইশুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন BJP-র সর্বভারতীয় সভাপতি ।

অমিত শাহর বক্তব্য :

  • বাংলাকে কাঙাল বানিয়ে রেখেছ, আমরা সোনার বাংলা বানাব
  • মমতাদিদির সরকারকে ক্ষমতাচ্যুত না উৎখাত করা হোক
  • BJP ক্ষমতায় না থাকলেও আমাদের দলের কর্মী ও নেতাদের দেহে যতক্ষণ প্রাণ রয়েছে, কাশ্মীরকে ভারত থেকে আলাদা হতে দেব না
  • মমতাদিদি কান খুলে শুনে নিন, কানে শুনতে না পেলে কানের ময়লা পরিষ্কার করে নিন
  • ওমর আবদুল্লা এসেছিলেন ব্রিগেডে । তাঁর হাত তুলে ধরেছিলেন মমতাদিদি । আর সেই আবদুল্লা এখন কাশ্মীরে আলাদা প্রধানমন্ত্রী চাইছেন
  • মমতাদিদি, রাহুলবাবা কান খুলে শুনে নিন, পাকিস্তান থেকে গুলি এলে, এখান থেকে গোলা যাবে
  • আমি ভাবছি, কী হল? কেন এভাবে  শোক পালন করছেন মমতাদিদি? তাঁর কি ভাই হয় নাকি?
  • দু'জায়গায় শোক পালন করা হয়েছে, একটা রাহুলবাবার অফিসে । আর একটি মমতাদিদির অফিসে
  • সারা দেশে জওয়ানদের ছবিতে মালা দেওয়া হয়েছে
  • আর মোদিজি বায়ুসেনাকে দিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি খতম করেছেন
  • সার্জিকাল স্ট্রাইকের ভয়ে পাকিস্তান নিজেদের সীমানায় ট্য়াঙ্ক মোতায়েন করেছিল 
  • পুলওয়ামা হামলায় আমাদের 40 জন জওয়ান শহিদ হয়েছিল
  • আর পাকিস্তান থেকে লোক ঢুকে ভারতীয় জওয়ানদের গলা কেটে নিত, আর আমাদের মৌনী মনমোহন বসে থাকতেন
  • এই মমতাদিদি সনিয়া, মনমোহনের সরকারকে সমর্থন করতেন
  • বাংলায় দুর্গাপুজো হবে না তো পাকিস্তানে হবে !
  • বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজো, রামনবমীর বন্ধ করে দিয়েছেন মমতাদিদি
  • বাংলা না উর্দু চাই ? 
  • মমতার সরকারকে সরিয়ে দিয়ে তাদের দেহ বাইরে এনে ময়নাতদন্ত করা হবে । তাদের গুলি যারা মেরেছে তাদের খুঁজে বের করা হবে
  • তাপস-রাজনকে মাটিতে কবর দেওয়া হয়েছে
  • ইসলামপুরে দুটি ছেলে উর্দুর বদলে বাংলার চাওয়ায় বুকে গুলি খেয়েছে
  • বাংলার সংস্কৃতি, বাংলার ভাষাকে শেষ করা দেওয়া হচ্ছে 
  • মা-মাটি-মানুষের কথা বলে মমতাদিদি ক্ষমতায় এসেছেন
  • বাংলায় কোনও কারখানা হয়নি, শুধু আমাদের এখানে বোমা কারখানা হয়েছে 
  • বাংলার কোথাও রবীন্দ্র সংগীত বা চৈতন্য কীর্তন শোনা যায় না, এখন বোমার আওয়াজ পাওয়া যায় না 
  • তৃণমূলকে উৎখাত করে মোদি সরকারকে আনুন, প্রতিজ্ঞা করছি, 90 দিনের মধ্যে চিটফান্ডের লুটেরাদের শাস্তি দেওয়া হবে
  • রাজ্যে চিটফান্ড করে গরিবের টাকা লুট করে নেওয়া হয়েছে
  • মোদিজি অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে বের করবেন
  • শরনার্থীরা ভয় পাবেন না, আপনারা নাগরিকত্ব পাবেন
  • আমরা NRC চালু করর
  • মমতাদিদির গুন্ডারা গণতন্ত্রের গলা টিপে দিয়েছেন
  • 37 শতাংশ বাংলার মানুষ নিজের ভোট দিতে পারেননি
  • বাংলায় এই নির্বাচন গণতন্ত্র বাঁচানোর নির্বাচন
  • দেশে এই নির্বাচন কর্মসংস্থান, বিকাশের নির্বাচন
  • বাংলার 23টি আসনে আমরা জিতব
  • 22দিন পর দুটোর সময় আপনার খেল খতম হয়ে যাবে
  • কিন্তু, কতদিন আটকাবেন ?
  • দিদির ভয়, মোদি লোকপ্রিয় হয়ে যাবেন
  • কিন্তু, আপনারা তালি দেবেন না, মমতাদিদি আপনাদের কাছে আয়ুষ্মান প্রকল্পকে পৌঁছাতে দেননি
  • 4 লাখ 40 হাজার মানুষের বিনা খরচায় অপারেশন হয়েছে
  • আগে কারও ক্যানসার হলেও দুদিনেই এত বিল হত যে বাবা বলত, আমি তো ক্য়ানস্যারেই মরে যাব । কিন্তু, তুমি ঋণে ডুবে যাবে
  • 2.5 কোটি মানুষকে ঘর দেওয়া হয়েছে 
  • 50 কোটি মানুষকে আয়ুষ্মান প্রকল্পের আওতায় আনা হয়েছে
  • 19 হাজার গ্রামে বিদ্যুত গেছে
  • 8 কোটি মানুষের ঘরে শৌচালয় হয়েছে
  • পাঁচ বছরে মোদি সরকার দেশের 60 কোটি মা-বোনেদের গ্যাসের কানেকশন দিয়েছেন
  • দেশের গরিবের ভালোর জন্য কাজ করেন
  • আর মোদিজি রয়েছেন 365 দিন, 24 ঘণ্টা দেশের জন্য কাজ করে যান
  • এমন ছুটি কাটাতে যান যে, মা তাঁকে খুঁজতে থাকেন, ছেলে কোথায় গেছেন ?
  • সামনে রাহুল বাবা রয়েছেন । তিনি দেশে গরম হলেই ছুটি কাটাতে চলে যান
  • 20 বছরে মোদিজি কখনও ছুটি নেননি , দিনে 18 ঘণ্টা কাজ করেন
  • 70 বছর ধরে দেশের মানুষ রয়েছেন যে জিনিসের অপেক্ষায় রয়েছেন, মোদি তাই দিচ্ছেন
  • মোদি মোদি আওয়াজ কোনও একজন ব্যক্তির জন্য আওয়াজ নয় । এটা দেশের 125 কোটি জনতার দেওয়া আশীর্বাদ 
  • পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ যেখানেই গেছি সেখানে একটাই আওয়াজ শুনেছি - মোদি
  • দেশজুড়ে ঘুরতে ঘুরতে হুগলিতে এসেছি
  • তাঁদের হুগলির মানুষ ও BJP নেতাদের তরফে শ্রদ্ধা জানাই 
  • কাপুরষোচিত মাওবাদী হামলায় আমাদের অনেক জওয়ান শহিদ হয়েছেন
  • হুগলিতে রামকৃষ্ণ মঠ রয়েছে , তারকেশ্বর মন্দির রয়েছে
  • আমি  সারা দেশে ঘুরি ৷ আজ হুগলির পবিত্র ভূমিতে এসেছি 
  • সবাইকে অভিনন্দন
  • দিদিকে হারানোর জন্য এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে 
  • মোদিজি উত্তরপ্রদেশে রয়েছেন, আপনাদের আওয়াজ মোদিজি পর্যন্ত পৌঁছান চাই

2019-05-01 16:55:32

চুঁচুড়া, 1 মে : হুগলি লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী লকেট চ্যাটার্জির সমর্থনে আজ চুঁচুড়া ময়দানে নির্বাচনী জনসভা করেন অমিত শাহ । সেখানে একাধিক ইশুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন BJP-র সর্বভারতীয় সভাপতি ।

অমিত শাহর বক্তব্য :

  • বাংলাকে কাঙাল বানিয়ে রেখেছ, আমরা সোনার বাংলা বানাব
  • মমতাদিদির সরকারকে ক্ষমতাচ্যুত না উৎখাত করা হোক
  • BJP ক্ষমতায় না থাকলেও আমাদের দলের কর্মী ও নেতাদের দেহে যতক্ষণ প্রাণ রয়েছে, কাশ্মীরকে ভারত থেকে আলাদা হতে দেব না
  • মমতাদিদি কান খুলে শুনে নিন, কানে শুনতে না পেলে কানের ময়লা পরিষ্কার করে নিন
  • ওমর আবদুল্লা এসেছিলেন ব্রিগেডে । তাঁর হাত তুলে ধরেছিলেন মমতাদিদি । আর সেই আবদুল্লা এখন কাশ্মীরে আলাদা প্রধানমন্ত্রী চাইছেন
  • মমতাদিদি, রাহুলবাবা কান খুলে শুনে নিন, পাকিস্তান থেকে গুলি এলে, এখান থেকে গোলা যাবে
  • আমি ভাবছি, কী হল? কেন এভাবে  শোক পালন করছেন মমতাদিদি? তাঁর কি ভাই হয় নাকি?
  • দু'জায়গায় শোক পালন করা হয়েছে, একটা রাহুলবাবার অফিসে । আর একটি মমতাদিদির অফিসে
  • সারা দেশে জওয়ানদের ছবিতে মালা দেওয়া হয়েছে
  • আর মোদিজি বায়ুসেনাকে দিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি খতম করেছেন
  • সার্জিকাল স্ট্রাইকের ভয়ে পাকিস্তান নিজেদের সীমানায় ট্য়াঙ্ক মোতায়েন করেছিল 
  • পুলওয়ামা হামলায় আমাদের 40 জন জওয়ান শহিদ হয়েছিল
  • আর পাকিস্তান থেকে লোক ঢুকে ভারতীয় জওয়ানদের গলা কেটে নিত, আর আমাদের মৌনী মনমোহন বসে থাকতেন
  • এই মমতাদিদি সনিয়া, মনমোহনের সরকারকে সমর্থন করতেন
  • বাংলায় দুর্গাপুজো হবে না তো পাকিস্তানে হবে !
  • বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজো, রামনবমীর বন্ধ করে দিয়েছেন মমতাদিদি
  • বাংলা না উর্দু চাই ? 
  • মমতার সরকারকে সরিয়ে দিয়ে তাদের দেহ বাইরে এনে ময়নাতদন্ত করা হবে । তাদের গুলি যারা মেরেছে তাদের খুঁজে বের করা হবে
  • তাপস-রাজনকে মাটিতে কবর দেওয়া হয়েছে
  • ইসলামপুরে দুটি ছেলে উর্দুর বদলে বাংলার চাওয়ায় বুকে গুলি খেয়েছে
  • বাংলার সংস্কৃতি, বাংলার ভাষাকে শেষ করা দেওয়া হচ্ছে 
  • মা-মাটি-মানুষের কথা বলে মমতাদিদি ক্ষমতায় এসেছেন
  • বাংলায় কোনও কারখানা হয়নি, শুধু আমাদের এখানে বোমা কারখানা হয়েছে 
  • বাংলার কোথাও রবীন্দ্র সংগীত বা চৈতন্য কীর্তন শোনা যায় না, এখন বোমার আওয়াজ পাওয়া যায় না 
  • তৃণমূলকে উৎখাত করে মোদি সরকারকে আনুন, প্রতিজ্ঞা করছি, 90 দিনের মধ্যে চিটফান্ডের লুটেরাদের শাস্তি দেওয়া হবে
  • রাজ্যে চিটফান্ড করে গরিবের টাকা লুট করে নেওয়া হয়েছে
  • মোদিজি অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে বের করবেন
  • শরনার্থীরা ভয় পাবেন না, আপনারা নাগরিকত্ব পাবেন
  • আমরা NRC চালু করর
  • মমতাদিদির গুন্ডারা গণতন্ত্রের গলা টিপে দিয়েছেন
  • 37 শতাংশ বাংলার মানুষ নিজের ভোট দিতে পারেননি
  • বাংলায় এই নির্বাচন গণতন্ত্র বাঁচানোর নির্বাচন
  • দেশে এই নির্বাচন কর্মসংস্থান, বিকাশের নির্বাচন
  • বাংলার 23টি আসনে আমরা জিতব
  • 22দিন পর দুটোর সময় আপনার খেল খতম হয়ে যাবে
  • কিন্তু, কতদিন আটকাবেন ?
  • দিদির ভয়, মোদি লোকপ্রিয় হয়ে যাবেন
  • কিন্তু, আপনারা তালি দেবেন না, মমতাদিদি আপনাদের কাছে আয়ুষ্মান প্রকল্পকে পৌঁছাতে দেননি
  • 4 লাখ 40 হাজার মানুষের বিনা খরচায় অপারেশন হয়েছে
  • আগে কারও ক্যানসার হলেও দুদিনেই এত বিল হত যে বাবা বলত, আমি তো ক্য়ানস্যারেই মরে যাব । কিন্তু, তুমি ঋণে ডুবে যাবে
  • 2.5 কোটি মানুষকে ঘর দেওয়া হয়েছে 
  • 50 কোটি মানুষকে আয়ুষ্মান প্রকল্পের আওতায় আনা হয়েছে
  • 19 হাজার গ্রামে বিদ্যুত গেছে
  • 8 কোটি মানুষের ঘরে শৌচালয় হয়েছে
  • পাঁচ বছরে মোদি সরকার দেশের 60 কোটি মা-বোনেদের গ্যাসের কানেকশন দিয়েছেন
  • দেশের গরিবের ভালোর জন্য কাজ করেন
  • আর মোদিজি রয়েছেন 365 দিন, 24 ঘণ্টা দেশের জন্য কাজ করে যান
  • এমন ছুটি কাটাতে যান যে, মা তাঁকে খুঁজতে থাকেন, ছেলে কোথায় গেছেন ?
  • সামনে রাহুল বাবা রয়েছেন । তিনি দেশে গরম হলেই ছুটি কাটাতে চলে যান
  • 20 বছরে মোদিজি কখনও ছুটি নেননি , দিনে 18 ঘণ্টা কাজ করেন
  • 70 বছর ধরে দেশের মানুষ রয়েছেন যে জিনিসের অপেক্ষায় রয়েছেন, মোদি তাই দিচ্ছেন
  • মোদি মোদি আওয়াজ কোনও একজন ব্যক্তির জন্য আওয়াজ নয় । এটা দেশের 125 কোটি জনতার দেওয়া আশীর্বাদ 
  • পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ যেখানেই গেছি সেখানে একটাই আওয়াজ শুনেছি - মোদি
  • দেশজুড়ে ঘুরতে ঘুরতে হুগলিতে এসেছি
  • তাঁদের হুগলির মানুষ ও BJP নেতাদের তরফে শ্রদ্ধা জানাই 
  • কাপুরষোচিত মাওবাদী হামলায় আমাদের অনেক জওয়ান শহিদ হয়েছেন
  • হুগলিতে রামকৃষ্ণ মঠ রয়েছে , তারকেশ্বর মন্দির রয়েছে
  • আমি  সারা দেশে ঘুরি ৷ আজ হুগলির পবিত্র ভূমিতে এসেছি 
  • সবাইকে অভিনন্দন
  • দিদিকে হারানোর জন্য এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে 
  • মোদিজি উত্তরপ্রদেশে রয়েছেন, আপনাদের আওয়াজ মোদিজি পর্যন্ত পৌঁছান চাই
Mumbai, Apr 09 (ANI): Ahead of the release of 'Kalank,' star cast of the movie were seen promoting it in Mumbai. Bollywood actors Madhuri Dixit, Alia Bhatt, Varun Dhawan and Sonakshi Sinha were spotted together. Apart from them, 'Kalank' also stars Sanjay Dutt and Aditya Roy Kapur in major roles. Directed by Abhishek Varman under the banner of 'Dharma Productions', 'Kalank' is slated to be released on April 17.
Last Updated : May 1, 2019, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.