ETV Bharat / elections

প্রিজ়াইডিং অফিসারের সামনেই দেখালেন কোথায় ভোট দিতে হবে, রিপোর্ট তলব

এক ব্যক্তি EVM-এর দিকে ঝুঁকে এক মহিলাকে কোথায় ভোট দিতে হবে তা দেখিয়ে দেন : ভিডিয়ো

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : May 6, 2019, 3:51 PM IST

Updated : May 6, 2019, 5:01 PM IST

বাগনান , 6 মে : ভোটদান কক্ষের পাশে দাঁড়িয়ে রয়েছে এক ব্যক্তি । এক মহিলা ভোট দিতে এলে তাঁকে ওই ব্যক্তি দেখিয়ে দিল কোথায় ভোট দিতে হবে । তারপর সামনে রাখা একটি চেয়ারে গিয়ে বসে পড়ল । বিষয়টি প্রিজ়াইডিং অফিসারের সামনেই ঘটে । পরে এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে । অভিযোগ ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের সমর্থক । বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগনানের কুলিটাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের 174 নম্বর বুথে ভোটগ্রহণ হচ্ছে । সেখানে এক ব্যক্তি EVM-এর দিকে ঝুঁকে এক মহিলাকে কোথায় ভোট দিতে হবে তা দেখিয়ে দেন । বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল । অভিযোগ, ওই ব্যক্তি এলাকায় তৃণমূলের সমর্থক হিসেবে পরিচিত ।

বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হয় । এই ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন । সূত্রের খবর, সংশ্লিষ্ট বুথের প্রিজ়াইডিং অফিসারের সরানো হতে পারে ।

দেখুন ভিডিয়ো

বাগনান , 6 মে : ভোটদান কক্ষের পাশে দাঁড়িয়ে রয়েছে এক ব্যক্তি । এক মহিলা ভোট দিতে এলে তাঁকে ওই ব্যক্তি দেখিয়ে দিল কোথায় ভোট দিতে হবে । তারপর সামনে রাখা একটি চেয়ারে গিয়ে বসে পড়ল । বিষয়টি প্রিজ়াইডিং অফিসারের সামনেই ঘটে । পরে এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে । অভিযোগ ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের সমর্থক । বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগনানের কুলিটাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের 174 নম্বর বুথে ভোটগ্রহণ হচ্ছে । সেখানে এক ব্যক্তি EVM-এর দিকে ঝুঁকে এক মহিলাকে কোথায় ভোট দিতে হবে তা দেখিয়ে দেন । বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল । অভিযোগ, ওই ব্যক্তি এলাকায় তৃণমূলের সমর্থক হিসেবে পরিচিত ।

বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হয় । এই ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন । সূত্রের খবর, সংশ্লিষ্ট বুথের প্রিজ়াইডিং অফিসারের সরানো হতে পারে ।

দেখুন ভিডিয়ো
Intro:কলকাতা, ৫ মে: এবার ভারতী ঘোষের প্রার্থী পদ বাতিলের দাবি উঠলো। দাবি করলেন সেভ ডেমোক্রেসির সদস্যরা। আজ এই দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় ওই সংগঠন। সংগঠনের সাধারণ সম্পাদক চঞ্চল চক্রবর্তী প্রশ্ন তোলেন, “ কেন ভারতী ঘোষকে গ্রেপ্তার করা হবে না?" Body:গতকাল আনন্দপুর থানার গাড়রবাগে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন ভারতী । সেখানে দলের কর্মীরা ভারতীকে অভিযোগ করেন, এলাকায় পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই । তা শুনে ভারতী বলেন , "নিজেরা করে খাচ্ছে । ভোট করতে দেবে না ! ভয় দেখাচ্ছে । " তারপর হুঁশিয়ারি দিয়ে ভারতী বলেন , "ভয় দেখাক না ! বাড়ি থেকে টেনে টেনে বের করে কুকুরের মতো মারব । বলছি তো ।" পাশাপাশি তিনি মন্তব্য করেন, “ উত্তরপ্রদেশ থেকে এক হাজার লোক এনে ঢুকিয়ে দেবো। কেউ কিছু করতে পারবে না।" তাঁর এই মন্তব্য নিয়ে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন ।Conclusion:ঘটনার পরিপ্রেক্ষিতে আজ নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল। অন্যদিকে, সেভ ডেমোক্রেসি সদস্যরা বিক্ষোভ দেখান মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের সামনে। সংগঠনের সাধারণ সম্পাদক চঞ্চল চক্রবর্তী বলেন, “ ভারতী ঘোষ যে মন্তব্য করেছেন, তার জন্য তাঁর প্রার্থী পদ বাতিল করা উচিত। কেন তাঁকে গ্রেপ্তার করা হবে না? পাশাপাশি আরামবাগ উলুবেরিয়া সহ সব কটি লোকসভা আসনে যে সমস্ত দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে তাদের গ্রেপ্তার করে ভোট করার দাবি জানাচ্ছি আমরা। ওই দুষ্কৃতীরা নির্বাচনে ঝামেলা পাকায়। তাদের ছেড়ে রেখে ভোট করা হলে কেন্দ্রীয় বাহিনীও কিছু করতে পারবে না।"
Last Updated : May 6, 2019, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.