ETV Bharat / elections

সপ্তম দফার ভোটে 710 কম্পানি কেন্দ্রীয় বাহিনী - Byelection

100 শতাংশে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে সপ্তম দফার ভোটে

কেন্দ্রীয় বাহিনী
author img

By

Published : May 13, 2019, 1:16 PM IST

Updated : May 13, 2019, 9:32 PM IST

কলকাতা, 13 মে : রাজ্যের 6টি বিধানসভার উপনির্বাচন সহ সপ্তম দফার লোকসভা ভোটে 710 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে । 100 শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানা গেছে ।

দক্ষিণ 24 পরগনা ও বসিরহাটের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে । প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছেন CPI(M) প্রার্থী ফুয়াদ হালিম । তাই ডায়মন্ডহারবারেও কড়া নজরদারি থাকবে ।

এদিকে, সপ্তম দফায় রাজ্যের এক সিভিল কনস্টেবল QRT-র সঙ্গে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । সপ্তম দফায় রাজ্যে 512 টি QRT থাকবে ।

কলকাতা, 13 মে : রাজ্যের 6টি বিধানসভার উপনির্বাচন সহ সপ্তম দফার লোকসভা ভোটে 710 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে । 100 শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানা গেছে ।

দক্ষিণ 24 পরগনা ও বসিরহাটের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে । প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছেন CPI(M) প্রার্থী ফুয়াদ হালিম । তাই ডায়মন্ডহারবারেও কড়া নজরদারি থাকবে ।

এদিকে, সপ্তম দফায় রাজ্যের এক সিভিল কনস্টেবল QRT-র সঙ্গে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । সপ্তম দফায় রাজ্যে 512 টি QRT থাকবে ।

sample description
Last Updated : May 13, 2019, 9:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.