ETV Bharat / elections

আমি ইন্দিরাজির মতো আপনাদের সেবা করে যাব : প্রিয়াঙ্কা

"আমি ইন্দিরাজির তুলনায় কিছুই নই । কিন্তু, দেশের জন্য সেবা করার যে ইচ্ছা তাঁর মনে ছিল সেটাই আমার ও দাদার মনে আছে । আপনারা চান বা না চান, আমরা আপনাদের সেবা করে যাব ।" গতকাল কানপুরে কংগ্রেস প্রার্থী শ্রীপ্রকাশ জয়সওয়ালের সমর্থনে রোড-শো করেন প্রিয়াঙ্কা । সেখানেই তিনি এই কথা বলেন ।

প্রিয়াঙ্কা
author img

By

Published : Apr 20, 2019, 11:13 AM IST

কানপুর, ২০ এপ্রিল : তাঁর তুলনা করা হয় ঠাকুমা ইন্দিরা গান্ধির সঙ্গে । স্বয়ং প্রিয়াঙ্কা গান্ধি বঢরা গতকাল এই নিয়ে মুখ খুললেন । তিনি বলেন, "আমি ইন্দিরাজির তুলনায় কিছুই নই । কিন্তু, দেশের জন্য সেবা করার যে ইচ্ছা তাঁর মনে ছিল সেটাই আমার ও দাদার মনে আছে । কেউ আমাদের কাছ থেকে সেই ইচ্ছাটুকু ছিনিয়ে নিতে পারবে না । আপনারা চান বা না চান, আমরা আপনাদের সেবা করে যাব ।" গতকাল কানপুরে কংগ্রেস প্রার্থী শ্রীপ্রকাশ জয়সওয়ালের সমর্থনে রোড-শো করেন প্রিয়াঙ্কা । সেখানেই তিনি এই কথা বলেন ।

পরে সভা থেকে BJP-কে আক্রমণ করেন তিনি । বলেন, "দেশের নয়, BJP শুধু নিজেদের উন্নতি নিয়ে ভাবে । এছাড়া ওদের আর কোনও লক্ষ্য নেই । সরকার দু'ধরনের হয় । কেউ দেশের কথা ভাবে আর কেউ নিজেদের কথা ভাবে । BJP সরকার এই দ্বিতীয় ধরনের । ওরা আত্মপ্রচার ছাড়া কিছু জানে না ।”

তিনি আরও বলেন, "BJP-র বহু প্রতিশ্রুতি সত্ত্বেও কানপুরের কোনও উন্নতি হয়নি । ওরা তো বলেছিল কানপুরকে স্মার্ট সিটি বানাবে । কিন্তু কিছুই তো করল না । যুবকদের কাজ নেই । ঋণের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যা করছে কৃষকরা । আমরা বলেছি যে, প্রতি বছর দরিদ্রদের ৭২ হাজার টাকা দেব । ওদিকে BJP দাবি করেছে, অত টাকা নেই । অথচ, বড় বড় ব্যবসায়ীদের জন্য BJP-র কখনও টাকার অভাব হয় না ।" পাশাপাশি নোটবাতিল ও GST-র সিদ্ধান্তকে একহাত নেন ।

নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির মধ্যে তুলনা টেনে তিনি বলেন, "এই দুজনকে ভালো করে দাঁড়িপাল্লায় বসিয়ে দেখুন । একজন কোনও কিছু সহ্য করতে পারেন না । অপরজন প্রায় প্রতিদিনই অকথ্য অপমান সহ্য করে চলেছেন । তাঁর মা, বাবা, ঠাকুরমা সকলের নামেই বাজে কথা বলে যায় দিনের পর দিন । অথচ, তিনি (রাহুল গান্ধি) হাসিমুখে সব কথা শুনে যান । এটাই রাজনৈতিক ইচ্ছাশক্তি ।"

কানপুর, ২০ এপ্রিল : তাঁর তুলনা করা হয় ঠাকুমা ইন্দিরা গান্ধির সঙ্গে । স্বয়ং প্রিয়াঙ্কা গান্ধি বঢরা গতকাল এই নিয়ে মুখ খুললেন । তিনি বলেন, "আমি ইন্দিরাজির তুলনায় কিছুই নই । কিন্তু, দেশের জন্য সেবা করার যে ইচ্ছা তাঁর মনে ছিল সেটাই আমার ও দাদার মনে আছে । কেউ আমাদের কাছ থেকে সেই ইচ্ছাটুকু ছিনিয়ে নিতে পারবে না । আপনারা চান বা না চান, আমরা আপনাদের সেবা করে যাব ।" গতকাল কানপুরে কংগ্রেস প্রার্থী শ্রীপ্রকাশ জয়সওয়ালের সমর্থনে রোড-শো করেন প্রিয়াঙ্কা । সেখানেই তিনি এই কথা বলেন ।

পরে সভা থেকে BJP-কে আক্রমণ করেন তিনি । বলেন, "দেশের নয়, BJP শুধু নিজেদের উন্নতি নিয়ে ভাবে । এছাড়া ওদের আর কোনও লক্ষ্য নেই । সরকার দু'ধরনের হয় । কেউ দেশের কথা ভাবে আর কেউ নিজেদের কথা ভাবে । BJP সরকার এই দ্বিতীয় ধরনের । ওরা আত্মপ্রচার ছাড়া কিছু জানে না ।”

তিনি আরও বলেন, "BJP-র বহু প্রতিশ্রুতি সত্ত্বেও কানপুরের কোনও উন্নতি হয়নি । ওরা তো বলেছিল কানপুরকে স্মার্ট সিটি বানাবে । কিন্তু কিছুই তো করল না । যুবকদের কাজ নেই । ঋণের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যা করছে কৃষকরা । আমরা বলেছি যে, প্রতি বছর দরিদ্রদের ৭২ হাজার টাকা দেব । ওদিকে BJP দাবি করেছে, অত টাকা নেই । অথচ, বড় বড় ব্যবসায়ীদের জন্য BJP-র কখনও টাকার অভাব হয় না ।" পাশাপাশি নোটবাতিল ও GST-র সিদ্ধান্তকে একহাত নেন ।

নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির মধ্যে তুলনা টেনে তিনি বলেন, "এই দুজনকে ভালো করে দাঁড়িপাল্লায় বসিয়ে দেখুন । একজন কোনও কিছু সহ্য করতে পারেন না । অপরজন প্রায় প্রতিদিনই অকথ্য অপমান সহ্য করে চলেছেন । তাঁর মা, বাবা, ঠাকুরমা সকলের নামেই বাজে কথা বলে যায় দিনের পর দিন । অথচ, তিনি (রাহুল গান্ধি) হাসিমুখে সব কথা শুনে যান । এটাই রাজনৈতিক ইচ্ছাশক্তি ।"

New Delhi, Apr 20 (ANI): Microsoft has developed a new toolkit for Unity VR developers that is aimed at helping those players who have low or poor vision. The kit, called SeeingVR, includes 14 tools including a bifocal lens, a magnifier, controls for brightness and contrast, edge enhancement and depth measurements, so a player can customize their experience, Engadget reports. When tested on 11 people with vision problems, the toolkit showed positive results and helped them complete tasks more quickly than the default mode. The toolkit is currently available only for Unity VR developers but it is likely to be widely adapted.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.