ETV Bharat / elections

বিহারে হোমগার্ডের গুলিতে মৃত ভোটকর্মী - vote worker

বিহারের শিবহর লোকসভা কেন্দ্রের দুমরি কাটসরি এলাকার মাধবপুর সুন্দর গ্রামে 275 নম্বর বুথে হোমগার্ডের গুলিতে মৃত্যু হল এক ভোটকর্মীর ।

হোমাগর্ডের গুলিতে মৃত ভোটকর্মী
author img

By

Published : May 12, 2019, 12:00 PM IST

শিবহর, 12 মে : হোমগার্ডের গুলিতে মৃত্যু হল এক ভোটকর্মীর । ঘটনাটি বিহারের শিবহর জেলার । শিবহর লোকসভা কেন্দ্রের দুমরি কাটসরি এলাকার মাধবপুর সুন্দর গ্রামে 275 নম্বর বুথে মৃত্যু হয় শিবেন্দ্র কুমার নামে ওই ভোটকর্মীর ।

ভুল করে ওই হোমগার্ডের বন্দুক থেকে গুলি চলে বলে জানা গেছে। যা লাগে শিবেন্দ্র কুমারের গায়ে । ভোট শুরু হওয়ার আগেই এই দুর্ঘটনাটি ঘটে । শিবেন্দ্র কুমারকে শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

অভিযুক্ত ওই হোমগার্ডকে আটক করা হয়েছে । তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

শিবহর, 12 মে : হোমগার্ডের গুলিতে মৃত্যু হল এক ভোটকর্মীর । ঘটনাটি বিহারের শিবহর জেলার । শিবহর লোকসভা কেন্দ্রের দুমরি কাটসরি এলাকার মাধবপুর সুন্দর গ্রামে 275 নম্বর বুথে মৃত্যু হয় শিবেন্দ্র কুমার নামে ওই ভোটকর্মীর ।

ভুল করে ওই হোমগার্ডের বন্দুক থেকে গুলি চলে বলে জানা গেছে। যা লাগে শিবেন্দ্র কুমারের গায়ে । ভোট শুরু হওয়ার আগেই এই দুর্ঘটনাটি ঘটে । শিবেন্দ্র কুমারকে শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

অভিযুক্ত ওই হোমগার্ডকে আটক করা হয়েছে । তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

Prayagraj (UP), May 12 (ANI): Uttar Pradesh Health Minister Sidharth Nath Singh cast his vote at a polling booth in UP's Prayagraj. Rita Bahuguna Joshi is BJP's candidate from Prayagraj Lok Sabha constituency. Sixth phase of Lok Sabha elections are underway in 59 parliamentary constituencies across 7 states and UT (Delhi). Last phase of elections will be held on May 19 and counting will take place on May 23.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.