ETV Bharat / elections

অবসর নয়, রাহুল গান্ধি প্রধানমন্ত্রী হলে পাশে থাকব : দেবেগৌড়া - sonia gandhi

রাহুল গান্ধি প্রধানমন্ত্রী হলে তাঁর পাশে থাকব বলে জানালেন জনতা দল(সেকুলার)-র প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া।

এইচ ডি দেবেগৌড়া
author img

By

Published : Apr 19, 2019, 10:15 AM IST

বেঙ্গালুরু, 19 এপ্রিল : "সক্রিয় রাজনীতি থেকে অবসর নিতে চাই না । যদি রাহুল গান্ধি প্রধানমন্ত্রী হন তাহলে তাঁর পাশে থাকব।" গতকাল একথা বলেন জনতা দল(সেকুলার)-র প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। তিনি কর্নাটকের তুমকুর লোকসভা কেন্দ্র থেকে BJP প্রার্থী বাসবরাজের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে দেবেগৌড়া বলেন, "তিন বছর আগে আমি ঘোষণা করেছিলাম যে আমি আর নির্বাচনে লড়ব না । এখন পরিস্থিতি এমন যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য হয়েছি। কোনও কিছু লুকোনোর নেই । আমার কোনও কিছুর লক্ষ্য নেই, কিন্তু আমি সবসময় বলেছি যে সক্রিয় রাজনীতি থেকে অবসর নিতে চাই না ।" আপনি কি আদবানির মতো রাজনীতি থেকে অবসর নিতে চান? দেবেগৌড়ার স্পষ্ট উত্তর "না ।" আমি প্রথমে দলকে রক্ষা করতে চাই, তারপর আমার জায়গা ।" এইচ ডি কুমারস্বামী বলেছিলেন যে দেবেগৌড়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে । এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি এই বিষয়টি নিয়ে মাথা ঘামাই না । আমার উদ্বেগের বিষয় হল মোদি সংসদে আসবে । প্রধানমন্ত্রীকে মুখের উপর একথা বলার সাহস এবং দৃঢ়তা আমার রয়েছে । যদি রাহুল গান্ধি প্রধানমন্ত্রী হন, আমি তার পাশে বসব । তবে প্রধানমন্ত্রী হওয়াটা জরুরি নয়।"

কংগ্রেসের প্রতি তাঁর আনুগত্য রেখে তিনি বলেন, "আমরা ছোটো দল । তবুও সোনিয়া গান্ধি দেবেগৌড়াকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন । এখন কংগ্রেসের সাথে এগিয়ে যাওয়া আমার দায়িত্ব । যদিও আমি মনে করি কয়েকটি রাজ্যে জোটের কোনও প্রশ্নই ওঠে না । কিন্তু তামিলনাড়ুতে কংগ্রেস ও DMK এবং মহারাষ্ট্রে শরদ পাওয়ারের দলের সঙ্গে একটি জোট রয়েছে ।" দলের পরিবর্তে পরিবারকে বাঁচানোর অভিযোগের জবাবে জনতা দল (সেকুলার)-র প্রধান বলেন, "কয়েকজন নেতা আমার সঙ্গে কাজ করেছেন, পরে ছেড়ে চলে গেছেন। কয়েকজন কংগ্রেসে, কয়েকজন BJP-তে আছেন। আমি দলকে অক্ষত রাখতে সক্ষম ছিলাম। কিন্তু অনেক ভুগেছি। আমি আমার পরিবারের সদস্যদের দলের সভাপতি হতে দিইনি ।"

বেঙ্গালুরু, 19 এপ্রিল : "সক্রিয় রাজনীতি থেকে অবসর নিতে চাই না । যদি রাহুল গান্ধি প্রধানমন্ত্রী হন তাহলে তাঁর পাশে থাকব।" গতকাল একথা বলেন জনতা দল(সেকুলার)-র প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। তিনি কর্নাটকের তুমকুর লোকসভা কেন্দ্র থেকে BJP প্রার্থী বাসবরাজের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে দেবেগৌড়া বলেন, "তিন বছর আগে আমি ঘোষণা করেছিলাম যে আমি আর নির্বাচনে লড়ব না । এখন পরিস্থিতি এমন যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য হয়েছি। কোনও কিছু লুকোনোর নেই । আমার কোনও কিছুর লক্ষ্য নেই, কিন্তু আমি সবসময় বলেছি যে সক্রিয় রাজনীতি থেকে অবসর নিতে চাই না ।" আপনি কি আদবানির মতো রাজনীতি থেকে অবসর নিতে চান? দেবেগৌড়ার স্পষ্ট উত্তর "না ।" আমি প্রথমে দলকে রক্ষা করতে চাই, তারপর আমার জায়গা ।" এইচ ডি কুমারস্বামী বলেছিলেন যে দেবেগৌড়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে । এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি এই বিষয়টি নিয়ে মাথা ঘামাই না । আমার উদ্বেগের বিষয় হল মোদি সংসদে আসবে । প্রধানমন্ত্রীকে মুখের উপর একথা বলার সাহস এবং দৃঢ়তা আমার রয়েছে । যদি রাহুল গান্ধি প্রধানমন্ত্রী হন, আমি তার পাশে বসব । তবে প্রধানমন্ত্রী হওয়াটা জরুরি নয়।"

কংগ্রেসের প্রতি তাঁর আনুগত্য রেখে তিনি বলেন, "আমরা ছোটো দল । তবুও সোনিয়া গান্ধি দেবেগৌড়াকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন । এখন কংগ্রেসের সাথে এগিয়ে যাওয়া আমার দায়িত্ব । যদিও আমি মনে করি কয়েকটি রাজ্যে জোটের কোনও প্রশ্নই ওঠে না । কিন্তু তামিলনাড়ুতে কংগ্রেস ও DMK এবং মহারাষ্ট্রে শরদ পাওয়ারের দলের সঙ্গে একটি জোট রয়েছে ।" দলের পরিবর্তে পরিবারকে বাঁচানোর অভিযোগের জবাবে জনতা দল (সেকুলার)-র প্রধান বলেন, "কয়েকজন নেতা আমার সঙ্গে কাজ করেছেন, পরে ছেড়ে চলে গেছেন। কয়েকজন কংগ্রেসে, কয়েকজন BJP-তে আছেন। আমি দলকে অক্ষত রাখতে সক্ষম ছিলাম। কিন্তু অনেক ভুগেছি। আমি আমার পরিবারের সদস্যদের দলের সভাপতি হতে দিইনি ।"

Bilaspur (Chhattisgarh), Apr 19 (ANI): Ahead of Lok Sabha elections, National president of Bharatiya Janata Party (BJP) Amit Shah addressed a public rally, where he took a jibe at 'Mahagathbandhan'. He said, "These elections are divided into two parts, clearly. On one side, we have BJP and NDA leaders, who are united in the leadership of Prime Minister Narendra Modi. On the other hand, there is totally impure Mahagathbandhan, Rahul baba and company. They don't even have decided yet about their candidate for next Prime Minister. "
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.