ETV Bharat / elections

ভোটের প্রচারে পুলওয়ামা প্রসঙ্গ টেনে মোদি আচরণবিধি ভাঙেননি : কমিশন - Lok Sabha Election

মোদি বলেছিলেন, "যে জওয়ানরা বালাকোটে এয়ারস্ট্রাইক চালিয়েছিলেন, আপনাদের প্রথম ভোট কি তাঁদের উৎসর্গ করা যায়? পুলওয়ামা হামলায় যাঁরা শহিদ হয়েছেন, আপনাদের প্রথম ভোট কি তাঁদের উৎসর্গ করা যায়?"

নরেন্দ্র মোদি
author img

By

Published : May 1, 2019, 11:04 PM IST

দিল্লি, 1 মে : পুলওয়ামা হামলাকে সামনে রেখে ভোট চেয়েছিলেন নরেন্দ্র মোদি । তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেনি । আজ নির্বাচন কমিশনের তরফে একথা জানানো হয় ।

9 এপ্রিল মহারাষ্ট্রের ঔসাতে একটি নির্বাচনী জনসভায় নতুন ভোটারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "প্রথম মাইনে হাতে পাওয়ার পর আপনারা সাধারণত নিজের জন্য রাখেন না। তা মা বা বোনকে উৎসর্গ করেন।" তারপর তিনি প্রশ্ন করেন, "যে জওয়ানরা বালাকোটে এয়ারস্ট্রাইক চালিয়েছিলেন, আপনাদের প্রথম ভোট কি তাঁদের উৎসর্গ করা যায়? পুলওয়ামা হামলায় যাঁরা শহিদ হয়েছেন, আপনাদের প্রথম ভোট কি তাঁদের উৎসর্গ করা যায়?"

তারপরই মোদির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা। তাদের দাবি ছিল, নির্বাচনী প্রচারে ভারতীয় সেনাকে ব্যবহার করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। কিন্তু, তা অমান্য করেছেন মোদি। তা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিরোধীরা । আজ সেই অভিযোগ খারিজ করে দিল কমিশন ।

দিল্লি, 1 মে : পুলওয়ামা হামলাকে সামনে রেখে ভোট চেয়েছিলেন নরেন্দ্র মোদি । তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেনি । আজ নির্বাচন কমিশনের তরফে একথা জানানো হয় ।

9 এপ্রিল মহারাষ্ট্রের ঔসাতে একটি নির্বাচনী জনসভায় নতুন ভোটারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "প্রথম মাইনে হাতে পাওয়ার পর আপনারা সাধারণত নিজের জন্য রাখেন না। তা মা বা বোনকে উৎসর্গ করেন।" তারপর তিনি প্রশ্ন করেন, "যে জওয়ানরা বালাকোটে এয়ারস্ট্রাইক চালিয়েছিলেন, আপনাদের প্রথম ভোট কি তাঁদের উৎসর্গ করা যায়? পুলওয়ামা হামলায় যাঁরা শহিদ হয়েছেন, আপনাদের প্রথম ভোট কি তাঁদের উৎসর্গ করা যায়?"

তারপরই মোদির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা। তাদের দাবি ছিল, নির্বাচনী প্রচারে ভারতীয় সেনাকে ব্যবহার করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। কিন্তু, তা অমান্য করেছেন মোদি। তা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিরোধীরা । আজ সেই অভিযোগ খারিজ করে দিল কমিশন ।

Sidhi (Madhya Pradesh), Apr 26 (ANI): Prime Minister Narendra Modi on Friday took at a jibe at the Congress government in Madhya Pradesh by saying the party had promised to reduce the electricity bills and it was done by reducing the power supply by half. PM Modi said, "Congress had promised to reduce electricity bills and found a solution to do so by reducing electricity supply in your homes. Congress government here is running on the formula of supplying lesser electricity than previous Shivraj-led government. Is this not a betrayal?"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.