ETV Bharat / elections

প্রথম দফার ভোটে 359 জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা

প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের ফৌজদারি মামলা, সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।

পরিসংখ্যান
author img

By

Published : Apr 9, 2019, 10:26 PM IST

Updated : Apr 10, 2019, 2:43 AM IST

দিল্লি, 9 এপ্রিল : লোকসভা নির্বাচন শুরু হতে আর মাত্র দু'দিন বাকি। 11 এপ্রিল শুরু হচ্ছে প্রথম দফার নির্বাচন। মোট আসন সংখ্যা 91। প্রতিদ্বন্দ্বিতা করছেন 1,279 জন প্রার্থী। মনোয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের সম্পর্কে যে ফৌজদারি মামলা, সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি উঠে এসেছে তা দেওয়া হল।

ফৌজদারি মামলায় জড়িত প্রার্থীদের পরিসংখ্যান :

প্রথম দফায় প্রার্থীর সংখ্যা 1,266 জন। এদের মধ্যে লঘু অপরাধের মামলায় জড়িত প্রার্থী 213 জন। গুরুতর অপরাধের মামলায় জড়িত প্রার্থীর সংখ্যা 146 জন। প্রথম দফায় কংগ্রেসের 83 জন প্রার্থীর মধ্যে 35 জন প্রার্থী লঘু অপরাধের মামলায় জড়িত। 22 জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। 83 জন BJP প্রার্থীর মধ্যে 30 জন প্রার্থী লঘু অপরাধের মামলায় জড়িত। 16 জন গুরুতর অপরাধের মামলায় জড়িত।

25 জন TDP প্রার্থীর মধ্যে 4 জন লঘু অপরাধের মামলায় জড়িত। 2 জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। YSRCP-র 25 জন প্রার্থীর মধ্যে 13 জন লঘু অপরাধের মামলায় জড়িত। 10 জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। জনসেনা পার্টির 23 জন প্রার্থীর মধ্যে 4 জন লঘু অপরাধের মামলায় জড়িত। 2 জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। TRS-র 17 জন প্রার্থীর মধ্যে 5 জন লঘু অপরাধের মামলায় জড়িত। 3 জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। BSP-র 32 জন প্রার্থীর মধ্যে 8 জন লঘু অপরাধের মামলায় জড়িত। 4 জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। 553 জন নির্দল প্রার্থীর মধ্যে 48 জন লঘু অপরাধের মামলায় জড়িত। 35 জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। 425 জন অন্যান্য প্রার্থীর মধ্যে 66 জন লঘু অপরাধের মামলায় জড়িত। 52 জন গুরুতর অপরাধের মামলায় জড়িত।

কোটিপতি প্রার্থীদের পরিসংখ্যান :

প্রথম দফার 1,266 জন প্রার্থীর মধ্যে কোটিপতি প্রার্থীর সংখ্যা 401 জন। এই পরিসংখ্যানে প্রথমস্থানে রয়েছে কংগ্রেস। প্রথম দফায় কংগ্রেসের 83 জন প্রার্থীর মধ্যে 69 জন প্রার্থী কোটিপতি। অর্থাৎ 83 শতাংশ প্রার্থী কোটিপতি। দ্বিতীয় স্থানে রয়েছে BJP। তাদের 83 জন প্রার্থীর মধ্যে 65 জন প্রার্থী কোটিপতি। অর্থাৎ 78 শতাংশ কোটিপতি। TDP-র 25 জন প্রার্থীর মধ্যে 25 জনই কোটিপতি। YSRCP-র 25 জন প্রার্থীর মধ্যে 22 জন কোটিপতি। জনসেনা পার্টির 23 জন প্রার্থীর মধ্যে 17 জন কোটিপতি। TRS-র 17 জন প্রার্থীর মধ্যে 17 জনই কোটিপতি। BSP-র 32 জন প্রার্থীর মধ্যে 15 জন কোটিপতি। 553 জন নির্দল প্রার্থীর মধ্যে 70 জন কোটিপতি। 425 জন অন্যান্য প্রার্থীর মধ্যে 101 জন কোটিপতি।

কংগ্রেসের 83 জন প্রার্থীর প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ 21 কোটি 93 লাখ টাকা। BJP-র 83 জন প্রার্থীর প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ 14 কোটি 56 লাখ টাকা। 32 জন BSP প্রার্থীর প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ 12 কোটি 63 লাখ টাকা। 25 জন YSRCP প্রার্থীর প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ 62 কোটি 94 লাখ টাকা। 25 জন TDP প্রার্থীর প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ 57 কোটি 77 লাখ টাকা। 17 জন TRS প্রার্থীর প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ 45 কোটি 87 লাখ টাকা।

দিল্লি, 9 এপ্রিল : লোকসভা নির্বাচন শুরু হতে আর মাত্র দু'দিন বাকি। 11 এপ্রিল শুরু হচ্ছে প্রথম দফার নির্বাচন। মোট আসন সংখ্যা 91। প্রতিদ্বন্দ্বিতা করছেন 1,279 জন প্রার্থী। মনোয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের সম্পর্কে যে ফৌজদারি মামলা, সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি উঠে এসেছে তা দেওয়া হল।

ফৌজদারি মামলায় জড়িত প্রার্থীদের পরিসংখ্যান :

প্রথম দফায় প্রার্থীর সংখ্যা 1,266 জন। এদের মধ্যে লঘু অপরাধের মামলায় জড়িত প্রার্থী 213 জন। গুরুতর অপরাধের মামলায় জড়িত প্রার্থীর সংখ্যা 146 জন। প্রথম দফায় কংগ্রেসের 83 জন প্রার্থীর মধ্যে 35 জন প্রার্থী লঘু অপরাধের মামলায় জড়িত। 22 জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। 83 জন BJP প্রার্থীর মধ্যে 30 জন প্রার্থী লঘু অপরাধের মামলায় জড়িত। 16 জন গুরুতর অপরাধের মামলায় জড়িত।

25 জন TDP প্রার্থীর মধ্যে 4 জন লঘু অপরাধের মামলায় জড়িত। 2 জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। YSRCP-র 25 জন প্রার্থীর মধ্যে 13 জন লঘু অপরাধের মামলায় জড়িত। 10 জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। জনসেনা পার্টির 23 জন প্রার্থীর মধ্যে 4 জন লঘু অপরাধের মামলায় জড়িত। 2 জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। TRS-র 17 জন প্রার্থীর মধ্যে 5 জন লঘু অপরাধের মামলায় জড়িত। 3 জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। BSP-র 32 জন প্রার্থীর মধ্যে 8 জন লঘু অপরাধের মামলায় জড়িত। 4 জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। 553 জন নির্দল প্রার্থীর মধ্যে 48 জন লঘু অপরাধের মামলায় জড়িত। 35 জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। 425 জন অন্যান্য প্রার্থীর মধ্যে 66 জন লঘু অপরাধের মামলায় জড়িত। 52 জন গুরুতর অপরাধের মামলায় জড়িত।

কোটিপতি প্রার্থীদের পরিসংখ্যান :

প্রথম দফার 1,266 জন প্রার্থীর মধ্যে কোটিপতি প্রার্থীর সংখ্যা 401 জন। এই পরিসংখ্যানে প্রথমস্থানে রয়েছে কংগ্রেস। প্রথম দফায় কংগ্রেসের 83 জন প্রার্থীর মধ্যে 69 জন প্রার্থী কোটিপতি। অর্থাৎ 83 শতাংশ প্রার্থী কোটিপতি। দ্বিতীয় স্থানে রয়েছে BJP। তাদের 83 জন প্রার্থীর মধ্যে 65 জন প্রার্থী কোটিপতি। অর্থাৎ 78 শতাংশ কোটিপতি। TDP-র 25 জন প্রার্থীর মধ্যে 25 জনই কোটিপতি। YSRCP-র 25 জন প্রার্থীর মধ্যে 22 জন কোটিপতি। জনসেনা পার্টির 23 জন প্রার্থীর মধ্যে 17 জন কোটিপতি। TRS-র 17 জন প্রার্থীর মধ্যে 17 জনই কোটিপতি। BSP-র 32 জন প্রার্থীর মধ্যে 15 জন কোটিপতি। 553 জন নির্দল প্রার্থীর মধ্যে 70 জন কোটিপতি। 425 জন অন্যান্য প্রার্থীর মধ্যে 101 জন কোটিপতি।

কংগ্রেসের 83 জন প্রার্থীর প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ 21 কোটি 93 লাখ টাকা। BJP-র 83 জন প্রার্থীর প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ 14 কোটি 56 লাখ টাকা। 32 জন BSP প্রার্থীর প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ 12 কোটি 63 লাখ টাকা। 25 জন YSRCP প্রার্থীর প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ 62 কোটি 94 লাখ টাকা। 25 জন TDP প্রার্থীর প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ 57 কোটি 77 লাখ টাকা। 17 জন TRS প্রার্থীর প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ 45 কোটি 87 লাখ টাকা।

Dehradun (Uttarakhand), Apr 09 (ANI): The polling parties on Tuesday departed for their respective polling stations in Tehri Garhwal Parliamentary constituency. The polling officers collected the electronic voting machines (EVMs) and went toward their respected polling booths. The 5 Lok Sabha constituencies of the state will undergo polling in the first phase of 17th Lok Sabha polls on 11 April. The counting of votes will begin on May 23. Main parties are Bharatiya Janata Party (BJP), Congress and Bahujan Samaj Party (BSP). For phase 1 Lok Sabha election on April 11 the number of polling centres are 11235.
Last Updated : Apr 10, 2019, 2:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.