ETV Bharat / elections

অমিত্রাক্ষর ছন্দে ভোটারদের নাকাল করছে সিআরপিএফ, অগ্নিশর্মা দিদি

রাজ্যে তৃতীয় দফার ভোটে পাঁচ প্রার্থীকে আক্রমণের ঘটনা ঘটেছে রাজ্য়ে৷ বাদ যাননি মহিলা প্রার্থীরাও৷ দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানরা ভোটারদের হেনস্থা করছে ৷ পিছনে থেকে তাদের নির্দেশ দিচ্ছেন মন্ত্রী তথা বিজেপি সুপ্রিমো অমিত শাহ, ভরা জনসভায় অভিযোগ মমতার ৷

author img

By

Published : Apr 7, 2021, 8:38 PM IST

কোচবিহারের বানেশ্বরে প্রচারে মুখ্যমন্ত্রী
কোচবিহারের বানেশ্বরে প্রচারে মুখ্যমন্ত্রী

বানেশ্বর, 7 এপ্রিল : রাজ্যে বিধানসভা ভোটে অনেক জায়গাতেই ভোট দিতে গিয়ে হয়রান হচ্ছেন ভোটাররা ৷ বহু ক্ষেত্রে অভিযোগ উঠেছে সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে ৷ তারাই নাকি ভোট দিতে বাধা দিচ্ছেন রাজ্যবাসীকে ৷ কিন্তু তারা নাকি এমন করছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে, অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

আজ কোচবিহারের বানেশ্বরে একটি নির্বাচনী জনসভায় প্রচারে এই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র শীর্ষ নেতৃত্ব শাহের বিরুদ্ধে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি আরও জানান যে, নির্বাচন চলাকালীন তারা সাধারণ মানুষদের হেনস্থা তো করছেই, মহিলাদের সঙ্গেও দুর্ব্যবহারের ঘটনা ঘটছে ৷ 'অমিত শাহ তাদের এরকম করতে বলেছে', জনসভায় বলেন মমতা ৷

তাঁর দাবি নির্বাচন চলাকালীন রাজ্যে অন্ততপক্ষে 10 জন মারা গেছেন ৷ নির্বাচন কমিশনকে বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করে তৃণমূল সুপ্রিমো বলেন, 'নির্বাচন পরিচালনা করছে ইলেকশন কমিশন ৷ আমি আপনাদের অনুরোধ করছি, দেখুন যেন ভোট প্রক্রিয়া চলার সময় কেউ মারা না যায়৷ রাজ্যে কর্তব্যরত সিআরপিএফ জওয়ানরা কী করছে সেদিকেও নজর দিন ৷ তারা যেন মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার না করে ৷ এরকম হচ্ছে ৷'

মঙ্গলবার, রাজ্যে তৃতীয় দফার ভোটে পাঁচ জন প্রার্থীর সঙ্গে বিরোধী দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাঁদের মধ্যে দুজন মহিলা প্রার্থী ৷ সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিয়োয় ধরা পড়েছে আরামবাগে সুজাতা মণ্ডলকে খোলা মাঠে আক্রমণের দৃশ্য ৷ আহত হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীরাও ৷ বিজেপি-র মহিলা প্রার্থী পাপিয়া অধিকারীকেও হেনস্থা করেছে বিরোধী শিবিরের লোকজন৷ তৃণমূলের নির্মল মাজি, নাজমূল করিমের সঙ্গেও একইরকম ঘটনা ঘটেছে ৷ আক্রান্ত হয়েছেন বিজেপি-র প্রার্থী স্বপন দাশগুপ্তও ৷

অমিত্রাক্ষর ছন্দে ভোটারদের নাকাল করছে সিআরপিএফ, অগ্নিশর্মা দিদি

বানেশ্বর, 7 এপ্রিল : রাজ্যে বিধানসভা ভোটে অনেক জায়গাতেই ভোট দিতে গিয়ে হয়রান হচ্ছেন ভোটাররা ৷ বহু ক্ষেত্রে অভিযোগ উঠেছে সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে ৷ তারাই নাকি ভোট দিতে বাধা দিচ্ছেন রাজ্যবাসীকে ৷ কিন্তু তারা নাকি এমন করছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে, অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

আজ কোচবিহারের বানেশ্বরে একটি নির্বাচনী জনসভায় প্রচারে এই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র শীর্ষ নেতৃত্ব শাহের বিরুদ্ধে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি আরও জানান যে, নির্বাচন চলাকালীন তারা সাধারণ মানুষদের হেনস্থা তো করছেই, মহিলাদের সঙ্গেও দুর্ব্যবহারের ঘটনা ঘটছে ৷ 'অমিত শাহ তাদের এরকম করতে বলেছে', জনসভায় বলেন মমতা ৷

তাঁর দাবি নির্বাচন চলাকালীন রাজ্যে অন্ততপক্ষে 10 জন মারা গেছেন ৷ নির্বাচন কমিশনকে বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করে তৃণমূল সুপ্রিমো বলেন, 'নির্বাচন পরিচালনা করছে ইলেকশন কমিশন ৷ আমি আপনাদের অনুরোধ করছি, দেখুন যেন ভোট প্রক্রিয়া চলার সময় কেউ মারা না যায়৷ রাজ্যে কর্তব্যরত সিআরপিএফ জওয়ানরা কী করছে সেদিকেও নজর দিন ৷ তারা যেন মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার না করে ৷ এরকম হচ্ছে ৷'

মঙ্গলবার, রাজ্যে তৃতীয় দফার ভোটে পাঁচ জন প্রার্থীর সঙ্গে বিরোধী দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাঁদের মধ্যে দুজন মহিলা প্রার্থী ৷ সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিয়োয় ধরা পড়েছে আরামবাগে সুজাতা মণ্ডলকে খোলা মাঠে আক্রমণের দৃশ্য ৷ আহত হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীরাও ৷ বিজেপি-র মহিলা প্রার্থী পাপিয়া অধিকারীকেও হেনস্থা করেছে বিরোধী শিবিরের লোকজন৷ তৃণমূলের নির্মল মাজি, নাজমূল করিমের সঙ্গেও একইরকম ঘটনা ঘটেছে ৷ আক্রান্ত হয়েছেন বিজেপি-র প্রার্থী স্বপন দাশগুপ্তও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.