ETV Bharat / elections

মিঠুনকেই বাংলায় আসার কারণ জিজ্ঞাসা করুন : কাকলি - বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল সাংসদ বলেন, "পিছনে কী আছে সেটা দেখতে হবে ৷ পিছে কেয়া হে দেখনে পারোগা ৷ কিউ আয়া ? উনি কি এতবছর বাংলায় ছিলেন ? বাংলার কি কোনও সম্পত্তি ছিল? উনি তো বাংলার বাইরে থাকতেন? উনি তো বহিরাগত । চাপে পড়ে এখন বাংলায় আসছেন । মানুষ এসব বোঝে ৷’’

মিঠুনকে কটাক্ষ কাকলি ঘোষ দস্তিদার
মিঠুনকে কটাক্ষ কাকলি ঘোষ দস্তিদার
author img

By

Published : Mar 24, 2021, 11:13 PM IST

বারাসত, 24 মার্চ : ‘‘চাপে পড়েছেন, তাই উনি এখন বাংলায় আসছেন । সেই চাপটা কী তা আমরা জানি ৷ কিন্তু আমার সৌজন্যে আটকায় ৷’’ বিজেপিতে যোগ দেওয়া তারকা অভিনেতা ও মহাগুরু মিঠুন চক্রবর্তীকে এভাবেই আক্রমণ করলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । বুধবার দুপুরে বারাসত ও মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থীর মনোনয়নে সঙ্গী হয়েছিলেন তিনি । জেলাশাসকের দপ্তরের সামনে দাঁড়িয়ে দলের প্রাক্তন সাংসদ মিঠুন চক্রবর্তীকে এই ভাবেই কটাক্ষ করলেন তিনি ৷

তৃণমূল সাংসদ বলেন,"পিছনে কী আছে সেটা দেখতে হবে ৷ পিছে কেয়া হে দেখনে পারোগা ৷ কিউ আয়া ?উনি কি এতবছর বাংলায় ছিলেন ? বাংলার কি কোনও সম্পত্তি ছিল? উনি তো বাংলার বাইরে থাকতেন? উনি তো বহিরাগত । চাপে পড়ে এখন বাংলায় আসছেন । মানুষ এসব বোঝে ৷’’

যদিও পিছে কেয়া হে ? এই প্রশ্নের উত্তরে কাকলি ঘোষ দস্তিদার বলেন,"পিছে কেয়া হে,উনি কো পুছিয়ে ৷ কেয়া রাজ হে ৷ উনি কো পুছিয়ে ৷ এধার আনে কা রাজ পুছিয়ে ৷’’ উনি(মিঠুন চক্রবর্তী)তো একসময় আপনাদের দলের সাংসদ ছিলেন ? এই প্রশ্নের উত্তেজিত হয়ে তৃণমূল সাংসদ বলেন,"উনি লোকসভায় দাঁড়িয়ে জিতে আসেননি । রাজ্যসভার সাংসদ যে কোনও জায়গা থেকে হওয়া যায় ৷ দুটো গুলিয়ে দিলে হবে না । ওনার বাংলায় কোনও বাড়িঘর নেই । মানুষের বিপদে আপদে কখনও পাশে থাকতে দেখা যায়নি ৷ অসময়ে বাংলার দিকে সাহায্যের হাত বাড়াতেও দেখা যায়নি তাঁকে । চাপে পড়ে এখন উনি বাংলায় আসছেন । সেই চাপ কী তা আমরা জানি । কিন্তু সৌজন্যে আটকায় আমার।’’

মিঠুনকে কটাক্ষ কাকলি ঘোষ দস্তিদার

বিভিন্ন টিভি চ্যানেলে ভোটের এক্সিট পোলে শাসকদল পিছিয়ে থাকা নিয়ে বাড়তি গুরুত্ব দিতে নারাজ তিনি ।বরং একে চক্রান্ত বলেই কটাক্ষ করেছেন । কাকলির কথায়,"এসব দেখিয়ে দলের নেতা ও কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা চলছে । ওরা জানে না তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা কোন শক্ত ধাতুতে তৈরি ।’’ বিজেপি ফেসবুকে বিভিন্ন ধরনের ফেক নিউজ় তৈরি করে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে বলেও আজ অভিযোগ করেছেন তিনি।

বারাসত, 24 মার্চ : ‘‘চাপে পড়েছেন, তাই উনি এখন বাংলায় আসছেন । সেই চাপটা কী তা আমরা জানি ৷ কিন্তু আমার সৌজন্যে আটকায় ৷’’ বিজেপিতে যোগ দেওয়া তারকা অভিনেতা ও মহাগুরু মিঠুন চক্রবর্তীকে এভাবেই আক্রমণ করলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । বুধবার দুপুরে বারাসত ও মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থীর মনোনয়নে সঙ্গী হয়েছিলেন তিনি । জেলাশাসকের দপ্তরের সামনে দাঁড়িয়ে দলের প্রাক্তন সাংসদ মিঠুন চক্রবর্তীকে এই ভাবেই কটাক্ষ করলেন তিনি ৷

তৃণমূল সাংসদ বলেন,"পিছনে কী আছে সেটা দেখতে হবে ৷ পিছে কেয়া হে দেখনে পারোগা ৷ কিউ আয়া ?উনি কি এতবছর বাংলায় ছিলেন ? বাংলার কি কোনও সম্পত্তি ছিল? উনি তো বাংলার বাইরে থাকতেন? উনি তো বহিরাগত । চাপে পড়ে এখন বাংলায় আসছেন । মানুষ এসব বোঝে ৷’’

যদিও পিছে কেয়া হে ? এই প্রশ্নের উত্তরে কাকলি ঘোষ দস্তিদার বলেন,"পিছে কেয়া হে,উনি কো পুছিয়ে ৷ কেয়া রাজ হে ৷ উনি কো পুছিয়ে ৷ এধার আনে কা রাজ পুছিয়ে ৷’’ উনি(মিঠুন চক্রবর্তী)তো একসময় আপনাদের দলের সাংসদ ছিলেন ? এই প্রশ্নের উত্তেজিত হয়ে তৃণমূল সাংসদ বলেন,"উনি লোকসভায় দাঁড়িয়ে জিতে আসেননি । রাজ্যসভার সাংসদ যে কোনও জায়গা থেকে হওয়া যায় ৷ দুটো গুলিয়ে দিলে হবে না । ওনার বাংলায় কোনও বাড়িঘর নেই । মানুষের বিপদে আপদে কখনও পাশে থাকতে দেখা যায়নি ৷ অসময়ে বাংলার দিকে সাহায্যের হাত বাড়াতেও দেখা যায়নি তাঁকে । চাপে পড়ে এখন উনি বাংলায় আসছেন । সেই চাপ কী তা আমরা জানি । কিন্তু সৌজন্যে আটকায় আমার।’’

মিঠুনকে কটাক্ষ কাকলি ঘোষ দস্তিদার

বিভিন্ন টিভি চ্যানেলে ভোটের এক্সিট পোলে শাসকদল পিছিয়ে থাকা নিয়ে বাড়তি গুরুত্ব দিতে নারাজ তিনি ।বরং একে চক্রান্ত বলেই কটাক্ষ করেছেন । কাকলির কথায়,"এসব দেখিয়ে দলের নেতা ও কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা চলছে । ওরা জানে না তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা কোন শক্ত ধাতুতে তৈরি ।’’ বিজেপি ফেসবুকে বিভিন্ন ধরনের ফেক নিউজ় তৈরি করে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে বলেও আজ অভিযোগ করেছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.