ETV Bharat / elections

মধ্যমগ্রামে শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির - tmc

বিধানসভা ভোটের গণনা চলাকালীন অশান্তি ৷ মধ্যমগ্রামের শ্রীনগর এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ৷ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস ৷ পাল্টা বিজেপির বিরুদ্ধেই হামলার অভিযোগ শাসক দলের ৷

bengal election 2021_wb_n24_03_bjp workers house hamla,bhangchur_victim tmc_vis_raju_10009
মধ্যমগ্রামে শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির
author img

By

Published : May 2, 2021, 6:40 PM IST

মধ্যমগ্রাম, 2 মে : বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই শাসকদলের বাইক বাহিনীর বিরুদ্ধে বিজেপির কর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠল ৷ উঠেছে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগও ৷ ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের শ্রীনগর এলাকায় ৷

হামলায় বাড়ির জানলার কাচ ভাঙার অভিযোগ বিজেপি কর্মীর ৷

বিজেপির অভিযোগ,শুধুমাত্র দলীয় কর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা বা ভাঙচুর করাই নয়, তাদের দলীয় কার্যালয়েও রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে ৷ এলাকার এক বিজেপি কর্মী জানিয়েছেন, এদিন আচমকাই তৃণমূলের বাইক বাহিনী এসে হামলা চালায় তাঁদের বাড়িতে ৷

বিজেপির ওই কর্মীর দাবি, তাঁর বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় ৷ তাতে ভেঙে যায় রান্নাঘরের কাচ ৷ তবে ঘটনায় কেউ আহত হননি ৷

আরও পড়ুন : নানুরে বিজেপি কর্মীর উপর হামলা , অভিযোগ অস্বীকার তৃণমূলের

অন্যদিকে, বিজেপির বিরুদ্ধেই পাল্টা দলীয় কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের অভিযোগ তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ ফলে,অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে বেড়েছে উত্তাপ বেড়েছে গোটা এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ ৷ নতুন করে অশান্তি এড়াতে শুরু হয় নজরদারি ৷

মধ্যমগ্রাম, 2 মে : বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই শাসকদলের বাইক বাহিনীর বিরুদ্ধে বিজেপির কর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠল ৷ উঠেছে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগও ৷ ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের শ্রীনগর এলাকায় ৷

হামলায় বাড়ির জানলার কাচ ভাঙার অভিযোগ বিজেপি কর্মীর ৷

বিজেপির অভিযোগ,শুধুমাত্র দলীয় কর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা বা ভাঙচুর করাই নয়, তাদের দলীয় কার্যালয়েও রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে ৷ এলাকার এক বিজেপি কর্মী জানিয়েছেন, এদিন আচমকাই তৃণমূলের বাইক বাহিনী এসে হামলা চালায় তাঁদের বাড়িতে ৷

বিজেপির ওই কর্মীর দাবি, তাঁর বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় ৷ তাতে ভেঙে যায় রান্নাঘরের কাচ ৷ তবে ঘটনায় কেউ আহত হননি ৷

আরও পড়ুন : নানুরে বিজেপি কর্মীর উপর হামলা , অভিযোগ অস্বীকার তৃণমূলের

অন্যদিকে, বিজেপির বিরুদ্ধেই পাল্টা দলীয় কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের অভিযোগ তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ ফলে,অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে বেড়েছে উত্তাপ বেড়েছে গোটা এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ ৷ নতুন করে অশান্তি এড়াতে শুরু হয় নজরদারি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.