ETV Bharat / elections

ঘুঁটের বস্তার ভিতর মিলল বোমার মশলা - পুলিশ

ঘুঁটের বস্তার ভিতর থেকে উদ্ধার হল বোমা তৈরির বারুদ ! ভাঙড়ের কাবিলডাঙার ঘটনা ৷ এলাকারই এক কুখ্যাত দুষ্কৃতীর বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় চার কেজি বারুদ ৷ ঘটনার পর থেকেই বেপাত্তা ওই ব্যক্তি ৷

west bengal assembly election 2021_Wb_s24_01_bhangar_police_recover_wbs10024
ঘুঁটের বস্তার ভিতর মিলল বোমার মশলা
author img

By

Published : Mar 19, 2021, 3:17 PM IST

ভাঙড়, 19 মার্চ : বারুদের স্তূপে ভাঙড় ! উদ্ধার হল প্রচুর বোমা তৈরির মশলা ৷ গোপন সূত্রে খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করল প্রায় চার কেজি বারুদ ৷ ঘুঁটের বস্তার ভিতর থেকে উদ্ধার হল বোমা বানানোর রসদ ৷

ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের কাবিলডাঙায় ৷ পুলিশ সূত্রে খবর, ওই এলাকার কুখ্যাত দুষ্কৃতী ফারাক মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বোমা তৈরির বারুদ ৷ ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত ফারাক মোল্লা।

ঘুঁটের বস্তা উপুড় করতেই পর্দা ফাঁস !

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফারাক মোল্লার বাড়ি গিয়ে প্রথমেই তার খোঁজ করে পুলিশ ৷ কিন্তু সেই সময় ফারাক বাড়িতে ছিল না ৷ তার ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির পাশেই কাঠ, ঘুঁটে রাখার জন্য বরাদ্দ একটি ঘর খুলতে বলে পুলিশ ৷ একে একে বের করে আনা হয় ঘুঁটের বস্তা ৷ সেই সব বস্তা খুলে উপুড় করতেই ঘুঁটের স্তূপের নীচ থেকে বেড়িয়ে আসে মজুত করা বারুদ ৷

আরও পড়ুন : সামশেরগঞ্জে মাটি খুঁড়ে উদ্ধার জার ভরতি বোমা

ঘটনাস্থল থেকে প্রায় চার কেজি বারুদ বাজেয়াপ্ত করে পুলিশ ৷ তবে এরপর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও ফারাকের খোঁজ মেলেনি ৷ পুলিশের অনুমান, ভোটের আগে এবং ভোটের সময় এলাকায় আতঙ্ক ছড়াতেই বোমা বানানোর পরিকল্পনা করেছে দুষ্কৃতীরা ৷ সেই কারণেই বোমার মশলা মজুত করছিল ফারাক ৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ তার সহযোগীদেরও চিহ্নিত করে খুঁজে বের করার চেষ্টা চলছে ৷ পুলিশ সূত্রে খবর, ভোট যাতে নির্বিঘ্নে কাটে, তা নিশ্চিত করতে লাগাতার এই ধরনের অভিযান চলবে ৷

ভাঙড়, 19 মার্চ : বারুদের স্তূপে ভাঙড় ! উদ্ধার হল প্রচুর বোমা তৈরির মশলা ৷ গোপন সূত্রে খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করল প্রায় চার কেজি বারুদ ৷ ঘুঁটের বস্তার ভিতর থেকে উদ্ধার হল বোমা বানানোর রসদ ৷

ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের কাবিলডাঙায় ৷ পুলিশ সূত্রে খবর, ওই এলাকার কুখ্যাত দুষ্কৃতী ফারাক মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বোমা তৈরির বারুদ ৷ ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত ফারাক মোল্লা।

ঘুঁটের বস্তা উপুড় করতেই পর্দা ফাঁস !

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফারাক মোল্লার বাড়ি গিয়ে প্রথমেই তার খোঁজ করে পুলিশ ৷ কিন্তু সেই সময় ফারাক বাড়িতে ছিল না ৷ তার ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির পাশেই কাঠ, ঘুঁটে রাখার জন্য বরাদ্দ একটি ঘর খুলতে বলে পুলিশ ৷ একে একে বের করে আনা হয় ঘুঁটের বস্তা ৷ সেই সব বস্তা খুলে উপুড় করতেই ঘুঁটের স্তূপের নীচ থেকে বেড়িয়ে আসে মজুত করা বারুদ ৷

আরও পড়ুন : সামশেরগঞ্জে মাটি খুঁড়ে উদ্ধার জার ভরতি বোমা

ঘটনাস্থল থেকে প্রায় চার কেজি বারুদ বাজেয়াপ্ত করে পুলিশ ৷ তবে এরপর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও ফারাকের খোঁজ মেলেনি ৷ পুলিশের অনুমান, ভোটের আগে এবং ভোটের সময় এলাকায় আতঙ্ক ছড়াতেই বোমা বানানোর পরিকল্পনা করেছে দুষ্কৃতীরা ৷ সেই কারণেই বোমার মশলা মজুত করছিল ফারাক ৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ তার সহযোগীদেরও চিহ্নিত করে খুঁজে বের করার চেষ্টা চলছে ৷ পুলিশ সূত্রে খবর, ভোট যাতে নির্বিঘ্নে কাটে, তা নিশ্চিত করতে লাগাতার এই ধরনের অভিযান চলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.