কোচবিহার, 15 মার্চ : প্রার্থী নাপসন্দ ৷ তাই তাঁকে দলীয় কার্যালয়ে ঢুকিয়ে তালা মেরে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীরা ৷ সোমবার দুপুরের ঘটনায় চাঞ্চল্য কোচবিহারের তুফানগঞ্জে ৷ প্রকাশ্য়ে কংগ্রেসের ঘরের কোন্দল ৷
কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, অনেক যোগ্য প্রার্থী থাকা সত্বেও তুফানগঞ্জ বিধানসভা আসনে এমন একজনকে প্রার্থী করেছে যাঁকে মানুষ চেনেই না ৷ উল্লেখ্য, রবিবার রাতে কংগ্রেসের প্রার্থীতালিকা ঘোষণা করা হয় ৷
বামেদের সঙ্গে আসন সমঝোতা অনুযায়ী, কোচবিহার জেলার ন’টি বিধানসভা আসনের মধ্যে সিতাই ও তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র দু’টি এসেছে কংগ্রেসের হাতে ৷ সিতাই থেকে প্রার্থী হয়েছে কংগ্রেসের জেলা সভাপতি কেশবচন্দ্র রায়কে ৷ তুফানগঞ্জে প্রার্থী হয়েছেন রবীন রায় ৷ অথচ রবীনকে প্রার্থী হিসাবে মানতে নারাজ দলেরই একটা অংশ ৷ তাঁদের যুক্তি, দলের এই প্রার্থীকে এলাকার মানুষ চেনেই না ৷
আরও পড়ুন : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত খানাকুল
সোমবার দুপুরে তুফানগঞ্জের দলীয় কার্যালয়ে আসেন রবীন ৷ সেই খবর জানাজানি হতেই পৌঁছে যান কংগ্রেস কর্মীরা ৷ প্রার্থীকে কার্যালয়ের ভিতর তালাবন্ধ করে চলে বিক্ষোভ ৷ গোটা ঘটনায় চরম অস্বস্তিতে দলীয় নেতৃত্ব ৷