শান্তিপুর, 12 মার্চ : মানুষের মঙ্গলকামনায় শিবরাত্রিতে দেবাদিদেবের আরাধনায় ব্রতী হলেন নদিয়ার শান্তিপুরের বিজেপি বিধায়ক ৷ দিনভর উপোসী থেকে রাতভর পুজো আর যজ্ঞ করলেন অরিন্দম ভট্টাচার্য ৷ সুষ্ঠভাবেই পালিত হল সমস্তটা ৷
স্থানীয় বিজেপি নেতা বিমানকুমার বসু জানান, প্রতি বছরই শিবরাত্রিতে ভক্তদের ঢল নামে শান্তিপুরের জলেশ্বর শিব নিবাস মন্দিরে ৷ এ বছর সেখানেই রাত জেগে শিব পুজোর সিদ্ধান্ত নেন স্থানীয় বিধায়ক অরিন্দম ভট্টাচার্য ৷ বিধায়কের বক্তব্য, মানুষের আশীর্বাদেই তাঁদের সেবা করার সুযোগ পেয়েছিলেন তিনি ৷ তাই মানুষের মঙ্গলকামনাতেই দেবাদেবের শরণাপন্ন হন অরিন্দম ৷
আরও পড়ুন : লকেটের শিববন্দনা
স্থানীয় বিজেপি নেতা বিমান জানান, মন্দিরে এসে কোনও সমস্য়াই হয়নি তাঁদের ৷ সুষ্ঠভাবেই সারা গিয়েছে পুরোটা ৷ চার প্রহরের এই পুজো শুরু হয় বৃহস্পতিবার মধ্যরাতে ৷ চলে শুক্রবার ভোর পর্যন্ত ৷ মন্দিরের পুরোহিত ও অন্যদের সহযোগিতায় আগাগোড়া নিজে হাতে পুজো সারেন বিধায়ক ৷