ETV Bharat / elections

মেদিনীপুরের গরিমাকে হাতিয়ার, কাঁথি থেকে শুভেন্দুকে নিশানা অভিষেকের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2021

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মেদিনীপুরের মাটিকে দিল্লির কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ করলেন অভিষেক ৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরাদের অপমানের অভিযোগ করলেন তিনি ৷ একই সঙ্গে আবারও মেদিনীপুরে যাবেন বলে জানিয়ে দিলেন অভিষেক ৷

west bengal assembly election 2021 abhishek banerjee attack on suvendu adhikari of various political isseus in kanthi east medinipur
মেদিনীপুরের গড়িমাকে হাতিয়ার, কাঁথি থেকে শুভেন্দুকে নিশানা অভিষেকের
author img

By

Published : Feb 6, 2021, 3:42 PM IST

Updated : Feb 6, 2021, 4:12 PM IST

কাঁথি, 6 ফেব্রুয়ারি : শুভেন্দুর গড়ে গিয়ে এবার হুঙ্কার যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ যে ভাষণের শুরু থেকে শেষ পুরোটাই ছিল, মেদিনীপুর ও তার গরিমা এবং সেই গরিমাকে কালিমালিপ্ত করার অভিযোগ ৷ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মেদিনীপুরের মাটিকে দিল্লির কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ করলেন অভিষেক ৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরাদের অপমানের অভিযোগ করলেন তিনি ৷ একই সঙ্গে আবারও মেদিনীপুরে যাবেন বলে জানিয়ে দিলেন অভিষেক ৷ সঙ্গে কটাক্ষ, ‘‘নকুলদানা তাঁর আবার ক্যাশমেমো ।’’

কুলতলির জনসভা থেকে ঘোষণা করেছিলেন, কাঁথিতে শুভেন্দুর মাটিতে দাঁড়িয়ে জনসভা করবেন এবং সেখান থেকেই তাঁকে যোগ্য জবাব দেবেন ৷ সেই মতো আজ শনিবার কাঁথির জনসভার পদে পদে উঠে এল শুভেন্দু অধিকারী ও তাঁর বিশ্বাসঘাতকতা ৷ তবে, তা শুধু তৃণমূলের সঙ্গে নয় ৷ শুভেন্দু অধিকারী মেদিনীপুরের মাটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে এদিন অভিযোগ করেন অভিষেক ৷ তিনি বলেন, ‘‘যাঁর নেতৃত্বে কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে বিজেপিতে যোগদান করল শুভেন্দু ৷’’

এদিন বারবার অভিষেকের বক্তব্য উঠে আসে, মেদিনীপুরের মানুষের সঙ্গেও শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতকতা করেছেন ৷ সেই প্রসঙ্গেই মেদিনীপুরের আবেগকে উস্কে দিয়ে তিনি বলেন, ‘‘যে মাতঙ্গিনী হাজরা, গান্ধীজির অনুপ্রেরণায় ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলেন অংশ নিয়েছিলেন ৷ সেই আন্দোলনের বিরোধিতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইংরেজদের মদত করেছিলেন ৷’’ এরপরই অভিষেক অভিযোগ করেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মাতঙ্গিনী হাজরাদের যারা অপমান করে, সেই দিল্লির বিজেপি সরকারের কাছে মেদিনীপুরের মাটি ও সম্মানকে শুভেন্দু অধিকারী বিক্রি করে দিয়েছেন ৷

আরও পড়ুন : রাজীবকে পাশে নিয়ে তৃণমূল ফাঁকা করে দেওয়ার হুঙ্কার শুভেন্দুর

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেই অভিযোগেরও আজ জবাব দেন অভিষেক ৷ ‘‘এবার আমাকে ছেড়ে আমার স্ত্রীকে আক্রমণ করছে ৷ বলছে আমার বউয়ের বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ৷ আমি বলছি আমার বউয়ের কলকাতা ছাড়া কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ৷ আর এয়ারপোর্টে সোনা নিয়ে ধরা পড়ার কথা বলছে ৷ তাহলে ওদের সিআরপিএফ, শুল্ক দপ্তর কেন কিছু করতে পারল না ?’’ শুভেন্দুর অভিযোগে পালটা প্রশ্ন অভিষেকের ৷

কাঁথি, 6 ফেব্রুয়ারি : শুভেন্দুর গড়ে গিয়ে এবার হুঙ্কার যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ যে ভাষণের শুরু থেকে শেষ পুরোটাই ছিল, মেদিনীপুর ও তার গরিমা এবং সেই গরিমাকে কালিমালিপ্ত করার অভিযোগ ৷ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মেদিনীপুরের মাটিকে দিল্লির কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ করলেন অভিষেক ৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরাদের অপমানের অভিযোগ করলেন তিনি ৷ একই সঙ্গে আবারও মেদিনীপুরে যাবেন বলে জানিয়ে দিলেন অভিষেক ৷ সঙ্গে কটাক্ষ, ‘‘নকুলদানা তাঁর আবার ক্যাশমেমো ।’’

কুলতলির জনসভা থেকে ঘোষণা করেছিলেন, কাঁথিতে শুভেন্দুর মাটিতে দাঁড়িয়ে জনসভা করবেন এবং সেখান থেকেই তাঁকে যোগ্য জবাব দেবেন ৷ সেই মতো আজ শনিবার কাঁথির জনসভার পদে পদে উঠে এল শুভেন্দু অধিকারী ও তাঁর বিশ্বাসঘাতকতা ৷ তবে, তা শুধু তৃণমূলের সঙ্গে নয় ৷ শুভেন্দু অধিকারী মেদিনীপুরের মাটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে এদিন অভিযোগ করেন অভিষেক ৷ তিনি বলেন, ‘‘যাঁর নেতৃত্বে কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে বিজেপিতে যোগদান করল শুভেন্দু ৷’’

এদিন বারবার অভিষেকের বক্তব্য উঠে আসে, মেদিনীপুরের মানুষের সঙ্গেও শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতকতা করেছেন ৷ সেই প্রসঙ্গেই মেদিনীপুরের আবেগকে উস্কে দিয়ে তিনি বলেন, ‘‘যে মাতঙ্গিনী হাজরা, গান্ধীজির অনুপ্রেরণায় ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলেন অংশ নিয়েছিলেন ৷ সেই আন্দোলনের বিরোধিতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইংরেজদের মদত করেছিলেন ৷’’ এরপরই অভিষেক অভিযোগ করেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মাতঙ্গিনী হাজরাদের যারা অপমান করে, সেই দিল্লির বিজেপি সরকারের কাছে মেদিনীপুরের মাটি ও সম্মানকে শুভেন্দু অধিকারী বিক্রি করে দিয়েছেন ৷

আরও পড়ুন : রাজীবকে পাশে নিয়ে তৃণমূল ফাঁকা করে দেওয়ার হুঙ্কার শুভেন্দুর

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেই অভিযোগেরও আজ জবাব দেন অভিষেক ৷ ‘‘এবার আমাকে ছেড়ে আমার স্ত্রীকে আক্রমণ করছে ৷ বলছে আমার বউয়ের বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ৷ আমি বলছি আমার বউয়ের কলকাতা ছাড়া কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ৷ আর এয়ারপোর্টে সোনা নিয়ে ধরা পড়ার কথা বলছে ৷ তাহলে ওদের সিআরপিএফ, শুল্ক দপ্তর কেন কিছু করতে পারল না ?’’ শুভেন্দুর অভিযোগে পালটা প্রশ্ন অভিষেকের ৷

Last Updated : Feb 6, 2021, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.