ETV Bharat / elections

রাজ্যে এখন 2001 সালের মতো পরিস্থিতি, তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর - পশ্চিমবঙ্গ

রাজ্য়ের ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, 2001 সালেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ সেই পরিস্থিতি বুঝিয়ে দিয়েছিল, পশ্চিমবঙ্গে সিপিআইএমের দিন শেষ হয়ে আসছে ৷ তাহলে কি বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের বিনাশ দেখছেন শুভেন্দু ? উঠছে প্রশ্ন ৷

suvendu adhikari speak on post poll violence in west bengal
পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় 2001-এর প্রসঙ্গ টানলেন শুভেন্দু
author img

By

Published : May 5, 2021, 1:15 PM IST

Updated : May 5, 2021, 1:33 PM IST

কলকাতা, 5 মে : পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ রাজ্য়ের বর্তমান অবস্থার কথা বলতে গিয়ে 2001 সালের প্রসঙ্গ টেনে আনেন তিনি ৷ বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘‘পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ৷ আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত ৷ 2001 সালেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ সেই পরিস্থিতি বুঝিয়ে দিয়েছিল, পশ্চিমবঙ্গে সিপিআইএমের দিন শেষ হয়ে আসছে ৷ সেবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় 60 টি আসন পেয়েছিলেন ৷ সেবারও বিভিন্ন জায়গায় রাজনৈতিক সন্ত্রাস হয়েছিল ৷’’

বিজেপির দাবি ছিল, একুশের বিধানসভা নির্বাচনে 200-রও বেশি আসন জিতে ক্ষমতায় আসবে তারা ৷ বাস্তব ছবি বলছে, 200-র বেশি আসন জিতে ক্ষমতায় এসেছে নতুন সরকার ৷ তবে বিজেপি নয়, 200-র বেশি আসন গিয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তৃণমূলের ঝুলিতে ৷ বুধবার তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি ৷

অন্যদিকে, ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্য়ের নানা প্রান্ত থেকে রাজনৈতিক হিংসার খবর আসতে শুরু করেছে ৷ বিজেপির দাবি, সন্ত্রাস চালাচ্ছে শাসকদলের মদতপুষ্ট গুন্ডারাই ৷ যদিও তৃণমূলের দাবি, গণতান্ত্রিক উপায়ে রাজ্য়ের শাসনক্ষমতায় হাতে না পাওয়াতেই বাংলাজুড়ে অরাজকতা চালাচ্ছে গেরুয়া শিবির ৷ এই পরিস্থিতিতে শুভেন্দুর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

আরও পড়ুন : হলদিয়ায় শুভেন্দুকে ঢুকতে বাধা, গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ

শুভেন্দু বলেছেন, 2001 সালে ভোট পরবর্তী হিংসা যখন চলছিল, তখনই সিপিআইএম তথা বামেদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল ৷ সেই সময় বিরোধী তৃণমূল পেয়েছিল 60 টি আসন ৷ তার মানে কি তিনি বলতে চাইছেন, এবারের পরিস্থিতি আদতে তৃণমূলের বিদায় আর বিজেপির আগমনের সূচনা ?

কলকাতা, 5 মে : পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ রাজ্য়ের বর্তমান অবস্থার কথা বলতে গিয়ে 2001 সালের প্রসঙ্গ টেনে আনেন তিনি ৷ বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘‘পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ৷ আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত ৷ 2001 সালেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ সেই পরিস্থিতি বুঝিয়ে দিয়েছিল, পশ্চিমবঙ্গে সিপিআইএমের দিন শেষ হয়ে আসছে ৷ সেবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় 60 টি আসন পেয়েছিলেন ৷ সেবারও বিভিন্ন জায়গায় রাজনৈতিক সন্ত্রাস হয়েছিল ৷’’

বিজেপির দাবি ছিল, একুশের বিধানসভা নির্বাচনে 200-রও বেশি আসন জিতে ক্ষমতায় আসবে তারা ৷ বাস্তব ছবি বলছে, 200-র বেশি আসন জিতে ক্ষমতায় এসেছে নতুন সরকার ৷ তবে বিজেপি নয়, 200-র বেশি আসন গিয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তৃণমূলের ঝুলিতে ৷ বুধবার তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি ৷

অন্যদিকে, ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্য়ের নানা প্রান্ত থেকে রাজনৈতিক হিংসার খবর আসতে শুরু করেছে ৷ বিজেপির দাবি, সন্ত্রাস চালাচ্ছে শাসকদলের মদতপুষ্ট গুন্ডারাই ৷ যদিও তৃণমূলের দাবি, গণতান্ত্রিক উপায়ে রাজ্য়ের শাসনক্ষমতায় হাতে না পাওয়াতেই বাংলাজুড়ে অরাজকতা চালাচ্ছে গেরুয়া শিবির ৷ এই পরিস্থিতিতে শুভেন্দুর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

আরও পড়ুন : হলদিয়ায় শুভেন্দুকে ঢুকতে বাধা, গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ

শুভেন্দু বলেছেন, 2001 সালে ভোট পরবর্তী হিংসা যখন চলছিল, তখনই সিপিআইএম তথা বামেদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল ৷ সেই সময় বিরোধী তৃণমূল পেয়েছিল 60 টি আসন ৷ তার মানে কি তিনি বলতে চাইছেন, এবারের পরিস্থিতি আদতে তৃণমূলের বিদায় আর বিজেপির আগমনের সূচনা ?

Last Updated : May 5, 2021, 1:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.