ETV Bharat / elections

অর্থ মন্ত্রকের ব্যাক গিয়ারকে কটাক্ষ বিরোধী শিবিরের - টুইটার

রাতারাতি ভোলবদল ৷ স্বল্প সঞ্চয় ও পিপিএফে রেকর্ড পরিমাণ সুদের হার কমানোর সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নিল অর্থ মন্ত্রক ৷ ভোট মরশুমই মোদি সরকারকে বাধ্য করল ব্য়াক গিয়ারে চলতে ? অর্থ মন্ত্রকের সিদ্ধান্ত প্রত্যাহারের পরই কটাক্ষ বিরোধী শিবিরের ৷

'Oversight Or Poll-Driven Hindsight?': Priyanka Gandhi On Nirmala Sitharaman's Interest Rate U-Turn
অর্থ মন্ত্রকের ব্য়াক গিয়ারে কটাক্ষ বিরোধী শিবিরের
author img

By

Published : Apr 1, 2021, 11:38 AM IST

Updated : Apr 1, 2021, 12:09 PM IST

নয়াদিল্লি, 1 এপ্রিল : সত্যি কি কোনও ভুল হয়েছিল ? নাকি, ভোট মরসুমের কথা মাথায় রেখে রাতারাতি বদলে গেল স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর সিদ্ধান্ত ? এপ্রিল ফুলের দিনে কেন্দ্রের অর্থমন্ত্রীর কাছে সরাসরি এই প্রশ্নই রাখলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ টুইট তিরে বিদ্ধ করলেন নির্মলা সীতারমনকে ৷

  • Really @nsitharaman “oversight” in issuing the order to decrease interest rates on GOI schemes or election driven “hindsight” in withdrawing it? https://t.co/Duimt8daZu

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত 31 মার্চ (বুধবার), অর্থাৎ 2020-21 অর্থবর্ষের শেষ দিনেই স্বল্প সঞ্চয় ও পিপিএফ-এ সুদ ছাঁটাইয়ের কথা ঘোষণা করে অর্থ মন্ত্রক ৷ সদ্য শুরু হওয়া আর্থিক বছরের (2021-22) প্রথম তিন মাসে পিপিএফ-এ 1.1 শতাংশ সুদ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ যা গত চার দশকের হিসাবে সর্বনিম্ন ! স্বাভাবিকভাবেই এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে সব মহলে ৷ এদিকে, এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার অর্থাৎ 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে পশ্চিমবঙ্গে ৷ সুদ ছাঁটাইয়ের প্রভাব যদি ইভিএম পর্যন্ত গড়ায়, তবে যে তা গেরুয়া শিবিরের জন্য সুখের হবে না, তা বলাই বাহুল্য ৷ কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়িত হওয়ার আগেই 180 ডিগ্রি ঘুরে যায় অর্থ মন্ত্রক ৷ টুইটারে ‘কলম’ ধরতে হয় স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ৷ এদিন সাত সকালেই তিনি জানান, স্বল্প সঞ্চয়ে সুদের হার কমছে না ৷ বুধবার এ বিষয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা নেহাতই ভুলবশত জারি করা হয়েছিল ৷

আরও পড়ুন : পিএফ, ব্যাঙ্ক-আমানতে সুদের হার কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার কেন্দ্রের

আর নির্মলার এই টুইটের পরই মাঠে নামেন প্রিয়াঙ্কা গান্ধি, রাহুল গান্ধি, রণদীপ সিং সুরজেওয়ালা-সহ বিরোধী দলের নেতানেত্রীরা ৷ তাঁদের সকলেরই প্রশ্ন, নেহাতই ভুল করে জারি হওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হল ? নাকি ভোট হারানোর ভয়েই জারি করা নির্দেশিকা তুলে নিতে বাধ্য হল নির্মলার মন্ত্রক ? রাহুল গান্ধির আশঙ্কা, রাজ্যগুলিতে ভোটপর্ব মিটলেই ফের স্বল্প সঞ্চয়ে সুদের হার কমিয়ে দেবে মোদি সরকার ৷ তাঁর অভিযোগ, ভোটের ঝুলি ভর্তি রাখতেই আপাতত সুদের হার কমিয়েও তা প্রত্যাহার করে নিয়েছে অর্থ মন্ত্রক ৷

  • पेट्रोल-डीज़ल पर तो पहले से ही लूट थी, चुनाव ख़त्म होते ही मध्यवर्ग की बचत पर फिर से ब्याज कम करके लूट की जाएगी।

    जुमलों की झूठ की
    ये सरकार जनता से लूट की!#Oversight

    — Rahul Gandhi (@RahulGandhi) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা তো কেন্দ্রীয় অর্থ মন্ত্রীকে উদ্দেশ করে গোটা মোদি সরকারকে সার্কাসের সঙ্গে তুলনা করে তুলোধনা করেন ৷

  • Madam FM,

    Are u running a ‘Circus’ or a ‘Govt’?

    One can imagine the functioning of economy when such duly approved order affecting crores of people can be issued by an ‘oversight’.

    Who is the competent authority referred in order?

    You have no moral right to continue as FM. pic.twitter.com/czRv5MY7O8

    — Randeep Singh Surjewala (@rssurjewala) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বাংলার শাসকদলও ৷ টুইটারে তাদের হয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকারকে নিশানা করেন ডেরেক ও’ব্রায়েন ৷ মনে করিয়ে দেন, 1 এপ্রিল মানে আসলে এপ্রিল ফুলের (লোক ঠকানোর) দিন ৷

  • Egg on face again🤪

    Because MO-SHA too busy throwing petals from trucks and cracking April Fool jokes of false promises at election rallies. https://t.co/SVb0dWrqQU

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখন দেখার রাতারাতি এই অবস্থান বদলে ড্য়ামেজ কন্ট্রোল করা যায় কি না ৷ বিষয়টিকে এ রাজ্য়ের ভোটাররা কীভাবে দেখছেন, তার প্রভাব ইভিএমে পড়বে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশও ৷

নয়াদিল্লি, 1 এপ্রিল : সত্যি কি কোনও ভুল হয়েছিল ? নাকি, ভোট মরসুমের কথা মাথায় রেখে রাতারাতি বদলে গেল স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর সিদ্ধান্ত ? এপ্রিল ফুলের দিনে কেন্দ্রের অর্থমন্ত্রীর কাছে সরাসরি এই প্রশ্নই রাখলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ টুইট তিরে বিদ্ধ করলেন নির্মলা সীতারমনকে ৷

  • Really @nsitharaman “oversight” in issuing the order to decrease interest rates on GOI schemes or election driven “hindsight” in withdrawing it? https://t.co/Duimt8daZu

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত 31 মার্চ (বুধবার), অর্থাৎ 2020-21 অর্থবর্ষের শেষ দিনেই স্বল্প সঞ্চয় ও পিপিএফ-এ সুদ ছাঁটাইয়ের কথা ঘোষণা করে অর্থ মন্ত্রক ৷ সদ্য শুরু হওয়া আর্থিক বছরের (2021-22) প্রথম তিন মাসে পিপিএফ-এ 1.1 শতাংশ সুদ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ যা গত চার দশকের হিসাবে সর্বনিম্ন ! স্বাভাবিকভাবেই এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে সব মহলে ৷ এদিকে, এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার অর্থাৎ 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে পশ্চিমবঙ্গে ৷ সুদ ছাঁটাইয়ের প্রভাব যদি ইভিএম পর্যন্ত গড়ায়, তবে যে তা গেরুয়া শিবিরের জন্য সুখের হবে না, তা বলাই বাহুল্য ৷ কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়িত হওয়ার আগেই 180 ডিগ্রি ঘুরে যায় অর্থ মন্ত্রক ৷ টুইটারে ‘কলম’ ধরতে হয় স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ৷ এদিন সাত সকালেই তিনি জানান, স্বল্প সঞ্চয়ে সুদের হার কমছে না ৷ বুধবার এ বিষয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা নেহাতই ভুলবশত জারি করা হয়েছিল ৷

আরও পড়ুন : পিএফ, ব্যাঙ্ক-আমানতে সুদের হার কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার কেন্দ্রের

আর নির্মলার এই টুইটের পরই মাঠে নামেন প্রিয়াঙ্কা গান্ধি, রাহুল গান্ধি, রণদীপ সিং সুরজেওয়ালা-সহ বিরোধী দলের নেতানেত্রীরা ৷ তাঁদের সকলেরই প্রশ্ন, নেহাতই ভুল করে জারি হওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হল ? নাকি ভোট হারানোর ভয়েই জারি করা নির্দেশিকা তুলে নিতে বাধ্য হল নির্মলার মন্ত্রক ? রাহুল গান্ধির আশঙ্কা, রাজ্যগুলিতে ভোটপর্ব মিটলেই ফের স্বল্প সঞ্চয়ে সুদের হার কমিয়ে দেবে মোদি সরকার ৷ তাঁর অভিযোগ, ভোটের ঝুলি ভর্তি রাখতেই আপাতত সুদের হার কমিয়েও তা প্রত্যাহার করে নিয়েছে অর্থ মন্ত্রক ৷

  • पेट्रोल-डीज़ल पर तो पहले से ही लूट थी, चुनाव ख़त्म होते ही मध्यवर्ग की बचत पर फिर से ब्याज कम करके लूट की जाएगी।

    जुमलों की झूठ की
    ये सरकार जनता से लूट की!#Oversight

    — Rahul Gandhi (@RahulGandhi) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা তো কেন্দ্রীয় অর্থ মন্ত্রীকে উদ্দেশ করে গোটা মোদি সরকারকে সার্কাসের সঙ্গে তুলনা করে তুলোধনা করেন ৷

  • Madam FM,

    Are u running a ‘Circus’ or a ‘Govt’?

    One can imagine the functioning of economy when such duly approved order affecting crores of people can be issued by an ‘oversight’.

    Who is the competent authority referred in order?

    You have no moral right to continue as FM. pic.twitter.com/czRv5MY7O8

    — Randeep Singh Surjewala (@rssurjewala) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বাংলার শাসকদলও ৷ টুইটারে তাদের হয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকারকে নিশানা করেন ডেরেক ও’ব্রায়েন ৷ মনে করিয়ে দেন, 1 এপ্রিল মানে আসলে এপ্রিল ফুলের (লোক ঠকানোর) দিন ৷

  • Egg on face again🤪

    Because MO-SHA too busy throwing petals from trucks and cracking April Fool jokes of false promises at election rallies. https://t.co/SVb0dWrqQU

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখন দেখার রাতারাতি এই অবস্থান বদলে ড্য়ামেজ কন্ট্রোল করা যায় কি না ৷ বিষয়টিকে এ রাজ্য়ের ভোটাররা কীভাবে দেখছেন, তার প্রভাব ইভিএমে পড়বে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশও ৷

Last Updated : Apr 1, 2021, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.