ETV Bharat / elections

সকাল থেকে রাত, পথে-প্রচারে মুশারফ - প্রচার

উত্তর দিনাজপুরের ইটাহার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুশারফ হোসেন ৷ রোজই সাতসকালে প্রচার শুরু করছেন তিনি ৷ মিটিং-মিছিল চলছে রাত পর্যন্ত ৷ তার মধ্যেই কোনওরকমে সারতে হচ্ছে স্নান, খাওয়া ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে প্রার্থী জানালেন নিজের রোজনামচা ৷

bengal election 2021_wb_ndin_01_Itahar_tmc_candidate_musarof_routine_wb10021
সকাল থেকে রাত, পথে-প্রচারে মুশারফ
author img

By

Published : Apr 2, 2021, 5:25 PM IST

রায়গঞ্জ, 2 এপ্রিল : উত্তর দিনাজপুরের ইটাহার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুশারফ হোসেন ৷ গত দু’বার এই আসনেই জোড়া ফুলের টিকিটে জয়ী হয়েছিলেন অমল আচার্য ৷ এবার তাঁর বদলে তৃণমূল বাজি রেখেছে দলের তরুণ তুর্কীর উপর ৷ আর তারপর থেকেই ব্য়স্ততা বেড়ে গিয়েছে মুশারফের ৷

ছাত্র রাজনীতি থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হন মুশারফ হোসেন ৷ পরে উঠে আসেন দলের স্থানীয় নেতৃত্ব স্তরে ৷ ইটাহারের প্রার্থী হিসাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায় তাঁর নাম ঘোষণা করতেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন মুশারফ ৷ জোরকদমে চলছে ভোটের প্রচার ৷

ভিস্য়ুয়াল দেখা যাচ্ছে না

আরও পড়ুন : লকেটের সমর্থনে চুঁচুড়ায় প্রচার মিঠুনের

ঘুম থেকে উঠতে হচ্ছে সকাল সকাল ৷ তারপর স্নান সেরেই কখনও শশা, মুড়ি কিংবা কখনও রুটি, সবজি আর কলা দিয়ে প্রাতঃরাশ করে শুরু করছেন ভোটপ্রচার ৷ দলীয় সহকর্মী ও সমর্থকদের নিয়ে পৌঁছে যাচ্ছেন ভোটারদের দরজায় দরজায় ৷ দুপুরের খাওয়া সারছেন প্রচারের মাঝেই ৷ দলের কর্মীদের বাড়িতেই সারছেন দুপুরের খাওয়া ৷ তারপর আবার চলছে প্রচার ৷ সেই বিকেল অবধি ৷ এরপর সন্ধে নাগাদ একটু চা, মুড়ি খেয়ে দলীয় কর্মীদের সঙ্গে মিটিং, মিছিল সেরে বাড়ি ফিরতে রোজই রাত সাড়ে এগারোটা বা বারোটা বেজে যাচ্ছে ৷ তারপর সামান্য কিছু খেয়ে ঘুম ৷ পরের দিন সকাল হলেই আবারও একই রুটিন ৷

ভোটে পরিশ্রম যে বেড়েছে, তা মানছেন প্রার্থী নিজেও ৷ তবে দলের হয়ে, এলাকাবাসীর হয়ে কাজ করতে হলে এটুকু তো হবেই ৷ এমনটাই জানালেন ইটাহারের তৃণমূল প্রার্থী ৷ মুশারফের আশা, এবারের নির্বাচনে জয় হবে তাঁরই ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়কে মুখ্যমন্ত্রী করে ফের সরকার গড়বে তৃণমূল কংগ্রেস ৷

রায়গঞ্জ, 2 এপ্রিল : উত্তর দিনাজপুরের ইটাহার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুশারফ হোসেন ৷ গত দু’বার এই আসনেই জোড়া ফুলের টিকিটে জয়ী হয়েছিলেন অমল আচার্য ৷ এবার তাঁর বদলে তৃণমূল বাজি রেখেছে দলের তরুণ তুর্কীর উপর ৷ আর তারপর থেকেই ব্য়স্ততা বেড়ে গিয়েছে মুশারফের ৷

ছাত্র রাজনীতি থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হন মুশারফ হোসেন ৷ পরে উঠে আসেন দলের স্থানীয় নেতৃত্ব স্তরে ৷ ইটাহারের প্রার্থী হিসাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায় তাঁর নাম ঘোষণা করতেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন মুশারফ ৷ জোরকদমে চলছে ভোটের প্রচার ৷

ভিস্য়ুয়াল দেখা যাচ্ছে না

আরও পড়ুন : লকেটের সমর্থনে চুঁচুড়ায় প্রচার মিঠুনের

ঘুম থেকে উঠতে হচ্ছে সকাল সকাল ৷ তারপর স্নান সেরেই কখনও শশা, মুড়ি কিংবা কখনও রুটি, সবজি আর কলা দিয়ে প্রাতঃরাশ করে শুরু করছেন ভোটপ্রচার ৷ দলীয় সহকর্মী ও সমর্থকদের নিয়ে পৌঁছে যাচ্ছেন ভোটারদের দরজায় দরজায় ৷ দুপুরের খাওয়া সারছেন প্রচারের মাঝেই ৷ দলের কর্মীদের বাড়িতেই সারছেন দুপুরের খাওয়া ৷ তারপর আবার চলছে প্রচার ৷ সেই বিকেল অবধি ৷ এরপর সন্ধে নাগাদ একটু চা, মুড়ি খেয়ে দলীয় কর্মীদের সঙ্গে মিটিং, মিছিল সেরে বাড়ি ফিরতে রোজই রাত সাড়ে এগারোটা বা বারোটা বেজে যাচ্ছে ৷ তারপর সামান্য কিছু খেয়ে ঘুম ৷ পরের দিন সকাল হলেই আবারও একই রুটিন ৷

ভোটে পরিশ্রম যে বেড়েছে, তা মানছেন প্রার্থী নিজেও ৷ তবে দলের হয়ে, এলাকাবাসীর হয়ে কাজ করতে হলে এটুকু তো হবেই ৷ এমনটাই জানালেন ইটাহারের তৃণমূল প্রার্থী ৷ মুশারফের আশা, এবারের নির্বাচনে জয় হবে তাঁরই ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়কে মুখ্যমন্ত্রী করে ফের সরকার গড়বে তৃণমূল কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.