ETV Bharat / elections

মুখ্যমন্ত্রীর অডিয়ো ফাঁসে পার্থপ্রতিমকেই দায়ী করলেন শুভেন্দু - শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রীর অডিয়ো রেকর্ডিং ফাঁসে শীতলকুচির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়কেই দায়ী করলেন শুভেন্দু অধিকারী ৷ শনিবার বোলপুরে প্রচারের কাজে এসে তিনি বলেন, ‘‘আমার তো মনে হয় পার্থই অডিয়োটা লিক করেছে ৷ এর তদন্তভার কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে দিক ৷ সব জানা যাবে ৷’’

bengal election 2021_wb_brmh_01_cm ph audio bite suvendhu sdhikari_7203424
মুখ্যমন্ত্রীর অডিয়ো ফাঁসে পার্থপ্রতিমকেই দায়ী করলেন শুভেন্দু
author img

By

Published : Apr 17, 2021, 8:06 PM IST

বোলপুর, 17 এপ্রিল : মুখ্যমন্ত্রীর কথোপকথনের অডিয়ো টেপ প্রকাশ্যে এনেছেন শীতলকুচির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ই ৷ কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করালেই প্রকৃত সত্য সামনে চলে আসবে ৷ এমনটাই মত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷

শনিবার বীরভূমের বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রচারে আসেন শুভেন্দু ৷ তখনই সাংবাদিকদের প্রশ্নের মুখে একথা বলেন তিনি ৷

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর !

প্রসঙ্গত, শুক্রবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শীতলকুচির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের কথোপকথনের একটি অডিয়ো টেপ বিজেপির আইটি সেলের তরফে সামনে আনা হয় ৷ যা নিয়ে ইতিমধ্যে তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে ৷ প্রশ্ন উঠছে, এই অডিয়ো টেপটি বাইরে এল কীভাবে ?

শনিবার বোলপুরে প্রচারে আসেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন : গাড়িতে পড়ল ইট, হাতে চোট ; আক্রান্ত রাজু বন্দ্যোপাধ্যায় দুষলেন মদনকে

এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমার তো মনে হয় পার্থই অডিয়োটা লিক করেছে ৷ এর তদন্তভার কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে দিক ৷ সব জানা যাবে ৷’’ এছাড়াও পঞ্চম দফার নির্বাচনে হিংসা প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষও করেন শুভেন্দু অধিকারী।

বোলপুর, 17 এপ্রিল : মুখ্যমন্ত্রীর কথোপকথনের অডিয়ো টেপ প্রকাশ্যে এনেছেন শীতলকুচির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ই ৷ কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করালেই প্রকৃত সত্য সামনে চলে আসবে ৷ এমনটাই মত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷

শনিবার বীরভূমের বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রচারে আসেন শুভেন্দু ৷ তখনই সাংবাদিকদের প্রশ্নের মুখে একথা বলেন তিনি ৷

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর !

প্রসঙ্গত, শুক্রবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শীতলকুচির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের কথোপকথনের একটি অডিয়ো টেপ বিজেপির আইটি সেলের তরফে সামনে আনা হয় ৷ যা নিয়ে ইতিমধ্যে তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে ৷ প্রশ্ন উঠছে, এই অডিয়ো টেপটি বাইরে এল কীভাবে ?

শনিবার বোলপুরে প্রচারে আসেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন : গাড়িতে পড়ল ইট, হাতে চোট ; আক্রান্ত রাজু বন্দ্যোপাধ্যায় দুষলেন মদনকে

এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমার তো মনে হয় পার্থই অডিয়োটা লিক করেছে ৷ এর তদন্তভার কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে দিক ৷ সব জানা যাবে ৷’’ এছাড়াও পঞ্চম দফার নির্বাচনে হিংসা প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষও করেন শুভেন্দু অধিকারী।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.