ETV Bharat / elections

তালিকায় নাম ‘ডিলিট’, ভোট দিতে না পেরে হতাশ ভোটার - ডিলিট

ভোটার তালিকায় নাম থাকলেও, নামের পাশে লেখা রয়েছে ‘ডিলিট’ শব্দটি ৷ আর সেই কারণেই ভোট দেওয়া হল না দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোটার তপন পালের ৷ গোটা ঘটনায় রীতিমতো হতাশ তিনি ৷

bengal election 2021_Wb_dur_05_ Alive but not done vote_7204345
তালিকায় নাম ‘ডিলিট’, ভোট দিতে না পেরে হতাশ ভোটার
author img

By

Published : Apr 26, 2021, 6:35 PM IST

দুর্গাপুর, 26 এপ্রিল : ভোটের লাইনে দাঁড়িয়েও শেষমেশ আর ভোট দেওয়া হল না দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোটার তপন পালের ৷ বুথে পৌঁছলে তাঁকে জানিয়ে দেওয়া হয়, ভোটার তালিকা থেকে তাঁর নাম মুছে দেওয়া (ডিলিট) হয়েছে ! সেই কারণেই ভোট দিতে পারবেন না তিনি ৷ ঘটনায় ক্ষুব্ধ তপন ৷ তাঁর আক্ষেপ, এমন ঘটবে, সেটা আগে থেকে জানতে পারলে অন্তত সমস্য়া সমাধানের জন্য একটা চেষ্টা করার সুযোগ পেতেন তিনি ৷ কিন্তু এখন তো আর সেটাও সম্ভব নয় ৷

দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বেনাচিতি হাইস্কুলে মোট 12টি বুথ রয়েছে ৷ এখানকার 89 নম্বর বুথের ভোটার বেনাচিতির বাসিন্দা তপন পাল ৷ 1995 সাল থেকে ভোট দিয়ে আসছেন তিনি ৷ অথচ সোমবার, একুশের বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট দেওয়া হল না তাঁর ৷

লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষার পরও ভোট দিতে পারেননি তপন পাল ৷

আরও পড়ুন : তৃণমূলের ক্যাম্প অফিসের ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

ঠিক কী কারণে তপন পালের ভোটার তালিকা থেকে ‘ডিলিট’ করা হল, তা অবশ্য জানানো হয়নি তাঁকে ৷ তপনের আশঙ্কা, হয়তো তাঁকে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে খাতায়-কলমে ৷ তাঁর মতে, যেখানে নির্বাচন কমিশন সকলকে উৎসাহ দিচ্ছে ভোট দেওয়ার জন্য, সেখানে এমন ঘটনা কখনই কাম্য নয় ৷ গোটা ঘটনায় রীতিমতো হতাশ তিনি ৷

দুর্গাপুর, 26 এপ্রিল : ভোটের লাইনে দাঁড়িয়েও শেষমেশ আর ভোট দেওয়া হল না দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোটার তপন পালের ৷ বুথে পৌঁছলে তাঁকে জানিয়ে দেওয়া হয়, ভোটার তালিকা থেকে তাঁর নাম মুছে দেওয়া (ডিলিট) হয়েছে ! সেই কারণেই ভোট দিতে পারবেন না তিনি ৷ ঘটনায় ক্ষুব্ধ তপন ৷ তাঁর আক্ষেপ, এমন ঘটবে, সেটা আগে থেকে জানতে পারলে অন্তত সমস্য়া সমাধানের জন্য একটা চেষ্টা করার সুযোগ পেতেন তিনি ৷ কিন্তু এখন তো আর সেটাও সম্ভব নয় ৷

দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বেনাচিতি হাইস্কুলে মোট 12টি বুথ রয়েছে ৷ এখানকার 89 নম্বর বুথের ভোটার বেনাচিতির বাসিন্দা তপন পাল ৷ 1995 সাল থেকে ভোট দিয়ে আসছেন তিনি ৷ অথচ সোমবার, একুশের বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট দেওয়া হল না তাঁর ৷

লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষার পরও ভোট দিতে পারেননি তপন পাল ৷

আরও পড়ুন : তৃণমূলের ক্যাম্প অফিসের ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

ঠিক কী কারণে তপন পালের ভোটার তালিকা থেকে ‘ডিলিট’ করা হল, তা অবশ্য জানানো হয়নি তাঁকে ৷ তপনের আশঙ্কা, হয়তো তাঁকে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে খাতায়-কলমে ৷ তাঁর মতে, যেখানে নির্বাচন কমিশন সকলকে উৎসাহ দিচ্ছে ভোট দেওয়ার জন্য, সেখানে এমন ঘটনা কখনই কাম্য নয় ৷ গোটা ঘটনায় রীতিমতো হতাশ তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.