ETV Bharat / elections

গলসির জনসভা থেকে ফোন ট্য়াপের অভিযোগে সরব মমতা - ফোন ট্য়াপ

গলসি বিধানসভা কেন্দ্রের বুদবুদের জনসভা থেকে ফোন ট্য়াপ ইস্যুতে সরব মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তাঁর অভিযোগ, ফোন ট্য়াপ করছে বিজেপির দালালরা ৷ ঘটনায় সিআইডি তদন্ত করা হবে বলে জানান তিনি ৷

bengal election 2021_Wb_dur_03_ mamta phone audio clip viral matter_7204345
গলসির জনসভা থেকে ফোন ট্য়াপের অভিযোগে সরব মমতা
author img

By

Published : Apr 17, 2021, 3:26 PM IST

বুদবুদ, 17 এপ্রিল : বিজেপির দালালরাই ট্য়াপ করেছে তাঁর ফোন ৷ শনিবার পূর্ব বর্ধমানের বুদবুদের নির্বাচনী জনসভা থেকে এমনটাই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তাঁর সাফ কথা, তিনি এর শেষ দেখে ছাড়বেন ৷ সিআইডিকে দিয়ে তদন্ত করাবেন পুরো ঘটনা ৷

এদিনের সভা থেকে ফের একবার শীতলকুচির গুলিকাণ্ড নিয়েও তোপ দাগেন মমতা ৷ বলেন, ‘‘দোষীদের কাউকে রেয়াত করা হবে না ৷ আগামী দিনে এই ঘটনারও পূর্ণাঙ্গ তদন্ত হবে ৷’’

এদিন গলসি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নেপাল ঘড়ুইয়ের সমর্থনে জনসভা করেন মমতা ৷ সভামঞ্চে এদিন আগাগোড়াই আক্রমণাত্মক ছিলেন তৃণমূল নেত্রী ৷

ফোন ট্য়াপের ঘটনায় সিআইডি তদন্ত হবে, জানালেন মমতা ৷

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর ফোন কি ট্যাপ করে বিজেপি ? অডিয়ো রেকর্ডিং নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

মুখ্য়মন্ত্রীর অভিযোগ, তাঁর ফোন নিয়মিত ট্য়াপ করা হচ্ছে ৷ তারপর তা সর্বসমক্ষে প্রকাশ করা হচ্ছে ৷ যাঁরা এই কাজ করছেন তাঁরা বিজেপির দালাল বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর ৷

এদিনের সভামঞ্চে মমতা দাবি করেন, ইতিমধ্যেই এই ঘটনার পিছনে থাকা মানুষদের কয়েকজনকে চিহ্নিত করে ফেলেছেন তিনি ৷ বাকিদেরও সিআইডি তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনানুগ ব্য়বস্থা নেওয়া হবে ৷

বুদবুদ, 17 এপ্রিল : বিজেপির দালালরাই ট্য়াপ করেছে তাঁর ফোন ৷ শনিবার পূর্ব বর্ধমানের বুদবুদের নির্বাচনী জনসভা থেকে এমনটাই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তাঁর সাফ কথা, তিনি এর শেষ দেখে ছাড়বেন ৷ সিআইডিকে দিয়ে তদন্ত করাবেন পুরো ঘটনা ৷

এদিনের সভা থেকে ফের একবার শীতলকুচির গুলিকাণ্ড নিয়েও তোপ দাগেন মমতা ৷ বলেন, ‘‘দোষীদের কাউকে রেয়াত করা হবে না ৷ আগামী দিনে এই ঘটনারও পূর্ণাঙ্গ তদন্ত হবে ৷’’

এদিন গলসি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নেপাল ঘড়ুইয়ের সমর্থনে জনসভা করেন মমতা ৷ সভামঞ্চে এদিন আগাগোড়াই আক্রমণাত্মক ছিলেন তৃণমূল নেত্রী ৷

ফোন ট্য়াপের ঘটনায় সিআইডি তদন্ত হবে, জানালেন মমতা ৷

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর ফোন কি ট্যাপ করে বিজেপি ? অডিয়ো রেকর্ডিং নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

মুখ্য়মন্ত্রীর অভিযোগ, তাঁর ফোন নিয়মিত ট্য়াপ করা হচ্ছে ৷ তারপর তা সর্বসমক্ষে প্রকাশ করা হচ্ছে ৷ যাঁরা এই কাজ করছেন তাঁরা বিজেপির দালাল বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর ৷

এদিনের সভামঞ্চে মমতা দাবি করেন, ইতিমধ্যেই এই ঘটনার পিছনে থাকা মানুষদের কয়েকজনকে চিহ্নিত করে ফেলেছেন তিনি ৷ বাকিদেরও সিআইডি তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনানুগ ব্য়বস্থা নেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.