কোচবিহার, 21 মার্চ : উত্তরবঙ্গের 40টিরও বেশি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিচ্ছে কামতাপুরী ভূমিপুত্র মহাজোট ৷ কোচবিহার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা ৷
সংগঠনের সদস্যদের অভিযোগ, কামতাপুরীদের উন্নয়নের জন্য ন’য়ের দশক থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, পরবর্তীতে সেই দাবিগুলি পূরণ করা হয়নি ৷ তাই এবারের বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে বিধানসভায় গিয়ে এই দাবিগুলি পূরণ করার চেষ্টা করবেন কামতাপুরী জনপ্রতিনিধিররা ৷
এই কারণেই উত্তরবঙ্গের 54টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 40টিরও বেশি আসনে কামতাপুরী ভূমিপুত্র মহাজোটের প্রার্থীরা লড়াই করবেন ৷ এর মধ্যে কোচবিহার জেলার ন’টি বিধানসভাকেন্দ্রও রয়েছে ৷
আরও পড়ুন : কোচবিহারে কোটিপতি তৃণমূল প্রার্থীদের ছড়াছড়ি
সংগঠনের সম্পাদক মহেশ রায় বলেন, ‘‘ইতিমধ্যেই কোচবিহার জেলার ন’টি বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটি বিধানসভা কেন্দ্রে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি ৷ বাকি আসনগুলোতে সোমবার মনোনয়ন জমা দেওয়া হবে।’’