ETV Bharat / elections

দুষ্কৃতী হামলায় জখম তৃণমূলের পোলিং এজেন্ট ও পঞ্চায়েত সদস্য

author img

By

Published : Apr 23, 2021, 4:53 PM IST

ষষ্ঠ দফার ভোটের দিনই আক্রান্ত হন তৃণমূলের দুই কর্মী ৷ তাঁদের একজন পোলিং এজেন্ট এবং অন্য জন পঞ্চায়েত সদস্য ৷ দুষ্কৃতী হামলায় প্রথম জনের হাত ভেঙে যায় ৷ দ্বিতীয় জনের মাথা ফাটিয়ে দেওয়া হয় ৷ কাঠগড়ায় বিজেপি ৷ নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভার আসাননগর এলাকার ঘটনা ৷

bengal election 2021_WB_NAD_02_BHIMPUR_WB10029
দুষ্কৃতী হামলায় জখম তৃণমূলের পোলিং এজেন্ট ও পঞ্চায়েত সদস্য

কৃষ্ণনগর, 23 এপ্রিল : ভোটের দায়িত্ব সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত তৃণমূলের পোলিং এজেন্ট ৷ আক্রান্ত তৃণমূলেরই আরও এক পঞ্চায়েত সদস্য ৷ রড, বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে হামলা দুষ্কৃতীদের ৷ তাতে একজনের ভাঙল হাত, অন্যজনের ফাটল মাথা ৷ ঘটনায় অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে ৷ ঘটনায় চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভার আসাননগর এলাকায় ৷

স্থানীয় সূত্রে খবর, আসাননগর ঢাকুরিয়ার 214 নম্বর বুথের এজেন্ট ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী কনক বিশ্বাস ৷ বৃহস্পতিবার ষষ্ঠ দফায় ভোটগ্রহণ করা হয় কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসনে ৷ ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পর রাতে বাড়ি ফিরছিলেন কনক ৷ অভিযোগ, সেই সময়েই তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা ৷ বাঁশ, রড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে ৷ ধারালো অস্ত্রের কোপ মারা হয় হাতে ৷ মারের চোটে হাত ভেঙে যায় তাঁর ৷ কনকের অভিযোগ, হামলাকারী সকলেই বিজেপি আশ্রিত দুষ্কৃতী ৷

bengal election 2021_WB_NAD_02_BHIMPUR_WB10029
দুষ্কৃতী হামলায় জখম তৃণমূলের পঞ্চায়েত সদস্য ৷

আরও পড়ুন : সোনারপুরে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ

এদিনই এই এলাকায় আক্রান্ত হন আরও এক তৃণমূল কর্মী ৷ তাঁর নাম প্রভাত মণ্ডল ৷ তিনি স্থানীয় পঞ্চায়েতের সদস্য ৷ প্রভাতের অভিযোগ, মোটরবাইকে বাড়ি ফেরার সময় হামলা চালানো হয় তাঁর উপর ৷ প্রাণ বাঁচাতে বাইক ফেলে রেখেই স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নেন তিনি ৷ তার আগেই অবশ্য দুষ্কৃতীরা মেরে তাঁর মাথা ফাটিয়ে দেয় ৷ এই ঘটনাতেও বিজেপিকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল ৷ আহতদের দু’জনকেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

কৃষ্ণনগর, 23 এপ্রিল : ভোটের দায়িত্ব সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত তৃণমূলের পোলিং এজেন্ট ৷ আক্রান্ত তৃণমূলেরই আরও এক পঞ্চায়েত সদস্য ৷ রড, বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে হামলা দুষ্কৃতীদের ৷ তাতে একজনের ভাঙল হাত, অন্যজনের ফাটল মাথা ৷ ঘটনায় অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে ৷ ঘটনায় চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভার আসাননগর এলাকায় ৷

স্থানীয় সূত্রে খবর, আসাননগর ঢাকুরিয়ার 214 নম্বর বুথের এজেন্ট ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী কনক বিশ্বাস ৷ বৃহস্পতিবার ষষ্ঠ দফায় ভোটগ্রহণ করা হয় কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসনে ৷ ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পর রাতে বাড়ি ফিরছিলেন কনক ৷ অভিযোগ, সেই সময়েই তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা ৷ বাঁশ, রড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে ৷ ধারালো অস্ত্রের কোপ মারা হয় হাতে ৷ মারের চোটে হাত ভেঙে যায় তাঁর ৷ কনকের অভিযোগ, হামলাকারী সকলেই বিজেপি আশ্রিত দুষ্কৃতী ৷

bengal election 2021_WB_NAD_02_BHIMPUR_WB10029
দুষ্কৃতী হামলায় জখম তৃণমূলের পঞ্চায়েত সদস্য ৷

আরও পড়ুন : সোনারপুরে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ

এদিনই এই এলাকায় আক্রান্ত হন আরও এক তৃণমূল কর্মী ৷ তাঁর নাম প্রভাত মণ্ডল ৷ তিনি স্থানীয় পঞ্চায়েতের সদস্য ৷ প্রভাতের অভিযোগ, মোটরবাইকে বাড়ি ফেরার সময় হামলা চালানো হয় তাঁর উপর ৷ প্রাণ বাঁচাতে বাইক ফেলে রেখেই স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নেন তিনি ৷ তার আগেই অবশ্য দুষ্কৃতীরা মেরে তাঁর মাথা ফাটিয়ে দেয় ৷ এই ঘটনাতেও বিজেপিকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল ৷ আহতদের দু’জনকেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.