ETV Bharat / elections

সাঁইথিয়ায় বিজেপি প্রার্থীর উপর হামলা, অভিযুক্ত তৃণমূল - তৃণমূল

বিজেপি প্রার্থীর উপর হামলা ৷ গাড়ি ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ ৷ কাঠগড়ায় শাসকদল ৷ অস্বীকার তৃণমূল কংগ্রেসের ৷ বীরভূমের সাঁইথিয়ার ঘটনায় উত্তেজনা ৷

bengal election 2021_wb_brmh_01_tmc attack saithia bjp candidate_7203424
সাঁইথিয়ায় বিজেপি প্রার্থীর উপর হামলা, অভিযুক্ত তৃণমূল
author img

By

Published : Apr 17, 2021, 7:47 PM IST

সাঁইথিয়া, 17 এপ্রিল : বীরভূমের সাঁইথিয়ার বিজেপি প্রার্থীর উপর হামলা ৷ ছোড়া হয় বোমা ৷ পুলিশের সামনেই প্রার্থীর গাড়ি কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ ৷ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

শনিবার সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা কোমা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে যান ৷ অভিযোগ, ফেরার সময় ফাঁকা ধানি জমির মাঝে তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের লোকজন ৷ বোমাবাজিও করা হয়। পুলিশের সামনেই বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় ৷ ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ ৷ ঘটনায় দুই বিজেপি কর্মী আহত হন। তাঁদের সাঁইথিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷

বিজেপি প্রার্থী প্রিয়া সাহা বলেন, ‘‘আমরা আগেই পুলিশকে জানিয়েছিলাম, এই এলাকা উত্তেজনাপ্রবণ ৷ কড়া পুলিশি নিরাপত্তা চেয়েছিলাম ৷ কিন্তু, মাত্র তিনজন পুলিশ দিয়েছে ৷ তৃণমূলের লোকজন বোমা নিয়ে হামলা করে আমাদের উপর ৷’’

হামলায় ভেঙে যায় বিজেপি প্রার্থীর গাড়ির কাচ ৷

আরও পড়ুন : বসিরহাটে আইএসএফ প্রার্থীর উপর হামলা, গাড়ি ভাঙচুরের চেষ্টা

যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা বিদায়ী বিধায়ক নীলাবতী সাহা ৷ তিনি বলেন, ‘‘বিজেপি প্রচারে থাকতে এসব অভিযোগ করছে ৷ তৃণমূল কোনও হামলা করেনি ৷’’

সাঁইথিয়া, 17 এপ্রিল : বীরভূমের সাঁইথিয়ার বিজেপি প্রার্থীর উপর হামলা ৷ ছোড়া হয় বোমা ৷ পুলিশের সামনেই প্রার্থীর গাড়ি কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ ৷ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

শনিবার সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা কোমা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে যান ৷ অভিযোগ, ফেরার সময় ফাঁকা ধানি জমির মাঝে তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের লোকজন ৷ বোমাবাজিও করা হয়। পুলিশের সামনেই বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় ৷ ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ ৷ ঘটনায় দুই বিজেপি কর্মী আহত হন। তাঁদের সাঁইথিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷

বিজেপি প্রার্থী প্রিয়া সাহা বলেন, ‘‘আমরা আগেই পুলিশকে জানিয়েছিলাম, এই এলাকা উত্তেজনাপ্রবণ ৷ কড়া পুলিশি নিরাপত্তা চেয়েছিলাম ৷ কিন্তু, মাত্র তিনজন পুলিশ দিয়েছে ৷ তৃণমূলের লোকজন বোমা নিয়ে হামলা করে আমাদের উপর ৷’’

হামলায় ভেঙে যায় বিজেপি প্রার্থীর গাড়ির কাচ ৷

আরও পড়ুন : বসিরহাটে আইএসএফ প্রার্থীর উপর হামলা, গাড়ি ভাঙচুরের চেষ্টা

যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা বিদায়ী বিধায়ক নীলাবতী সাহা ৷ তিনি বলেন, ‘‘বিজেপি প্রচারে থাকতে এসব অভিযোগ করছে ৷ তৃণমূল কোনও হামলা করেনি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.