কলকাতা, 31 মার্চ : তৃণমূল কংগ্রেসে রক্তক্ষরণ অব্যাহত ৷ দ্বিতীয় দফার নির্বাচনের যখন আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, ঠিক তখনই বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ ৷ বুধবার বিজেপির কলকাতার হেস্টিংসের অফিসে এসে কৈলাস বিজয়বর্গীর কাছ থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নেন দীনেশ ৷
দলবদলের পরই সরাসরি তৃণমূলনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দীনেশ ৷ তাঁর অভিযোগ, প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ একুশের নির্বাচনে তাঁকে টিকিট দেওয়ার কথা থাকলেও সেই কথা রাখা হয়নি ৷ আর এরজন্য মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি তাঁর ভাইপো অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কেও কাঠগড়ায় তুলেছেন দীনেশ ৷
আরও পড়ুন : দলবদলের প্রভাব পড়বে না ভোটে, দাবি উলুবেড়িয়া পূর্বের তৃণমূল প্রার্থী বিদেশ বসুর
প্রাক্তন তৃণমূল বিধায়কের দাবি, দলের নিয়ন্ত্রণ আর মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে নেই ৷ দিদিকে সামনে রেখে আড়াল থেকে পুরোটাই চালাচ্ছেন ভাইপো ৷ আর সেই কারণেই তাঁকে বঞ্চিত হতে হয়েছে বলে দাবি দীনেশের ৷
অর্থাৎ, ভোটে লড়ার শিকে না ছেঁড়াতেই তিনি যে দলবদল করেছেন, সে বিষয়ে কোনও রাখঢাক করেননি দীনেশ ৷ তাঁর বিশ্বাস, এবার বাংলায় পদ্ম ফুটবেই ৷ মানুষের উৎসাহ ও উদ্দীপনাই তার প্রমাণ বলে মনে করেন দীনেশ ৷