সিউড়ি, 28 এপ্রিল : নজরবন্দি থাকাকালীন ‘জেলা সফর’ করে কমিশনের তোপে পড়তে হল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ৷ আগামিকাল, 29 এপ্রিল অষ্টম দফায় ভোটগ্রহণ করা হবে এই জেলায় ৷ নির্বাচন কমিশনের নির্দেশ ছিল, ভোটের আগে শেষ 60 ঘণ্টা নজরবন্দি থাকতে হবে অনুব্রত মণ্ডলকে ৷ অথচ, সেই নির্দেশ উপেক্ষা করেই বুধবার বাড়ি থেকে গাড়ি নিয়ে বেড়িয়ে পড়েন অনুব্রত ৷ ঘুরে বেড়ান জেলার নানা জায়গায় ৷
অনুব্রতর উপর নজরদারি রাখতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছাড়াও একজন ম্য়াজিস্ট্রেটকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন ৷ কিন্তু এদিন তাঁদের সকলের চোখে ধুলো দিয়ে কিছু সময়ের জন্য কার্যত বেপাত্তা হয়ে যান অনুব্রত ৷ তাঁকে খুঁজে বের করতে রীতিমতো কালঘাম ছুটে যায় বাহিনীর ৷
সূত্রের খবর, বাহিনী যখন হন্য়ে হয়ে তৃণমূলের জেলা সভাপতিকে খুঁজছে, ঠিক তখনই একের পর এক বৈঠক করে গিয়েছেন অনুব্রত মণ্ডল ৷ নানুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তিনি ৷ পরে একইভাবে লাভপুর, আহমেদপুর, সাঁইথিয়া, তারাপীঠেও বৈঠক করেছেন অনুব্রত ৷ সবশেষে তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় অনুব্রত মণ্ডলের হদিশ পায় নির্বাচন কমিশন ৷
আরও পড়ুন : নজরবন্দিতেও অনুব্রতের মুখে খেলা হবে বুলি
তাঁর এই আচরণের জন্য জেলাশাসক তথা জেলার নির্বাচনী আধিকারিক দেবীপ্রসাদ কর্নম অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠান ৷ তাতে জানানো হয়, নজরবন্দি থাকাকালীন এভাবে কমিশন নিযুক্ত বাহিনী ও ম্যাজিস্ট্রেটকে এড়িয়ে ঘুরে বেড়াতে পারেন না তিনি ৷ ভবিষ্যতে তিনি যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না করেন, সেই বিষয়েও সতর্ক করে দেওয়া হয় তৃণমূল জেলা সভাপতিকে ৷