ETV Bharat / elections

এবার বহিরাগত তত্ত্বে সরব বামেরাও - সিপিএম নেতা মহম্মদ সেলিম

এবার বহিরাগত তত্ত্বে সরব বামেরাও ৷ সিপিএম নেতা মহম্মদ সেলিমের অভিযোগ, রাজ্যের সর্বত্র হোটেল, রিসর্ট, গেস্টহাউসে ঘাঁটি গেড়েছে বহিরাগতরা ৷ এরাই ভোট লুঠ করছে বলে ইঙ্গিত প্রবীণ রাজনীতিকের ৷

bengal election 2021_wb_kol_01_selim_on_tmc_bjp_hooligism_copy_7203838
এবার বহিরাগত তত্ত্বে সরব বামেরাও
author img

By

Published : Apr 2, 2021, 3:09 PM IST

কলকাতা, 2 এপ্রিল : এবার সিপিএমের মুখেও বহিরাগত তত্ত্ব ৷ তাদের অভিযোগ, রাজ্যের সর্বত্র হোটেল, রিসর্ট, গেস্টহাউসে ঘাঁটি গেড়েছে বহিরাগতরা ৷ নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচারক, মুখপাত্র, নেতার পরিচয় ভাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে তারা ৷ এই গুন্ডারাই বিধানসভার নির্বাচন পরিচালনা করছে ৷ শুক্রবার এই অভিযোগ করেন প্রবীণ সিপিএম নেতা মহম্মদ সেলিম ৷

দীর্ঘদিন ধরেই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় অভিযোগ করে চলেছেন, বাইরে থেকে লোক এনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট লুঠের ছক কষেছে গেরুয়া শিবির ৷ এবার সেই একই অভিযোগ শোনা গেল সেলিমের গলাতেও ৷ যদিও এই পরিস্থিতির জন্য মমতাকেই কাঠগড়ায় তুলেছেন তিনি ৷

সেলিমের অভিযোগ, গত 10 বছর ধরে গুন্ডাদের নিয়ন্ত্রণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আর এখন সেই গুন্ডাদেরই কেউ কেউ মমতার বিরুদ্ধে মাঠে নেমেছেন ৷ এক্ষেত্রে নাম না করে সরাসরি নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকেই কাঠগড়ায় তুলেছেন সেলিম ৷

রাজ্যের রিসর্ট, হোটেলগুলিতে ঘাঁটি গেড়েছে বহিরাগতরা, অভিযোগ মহম্মদ সেলিমের ৷

আরও পড়ুন : নবান্নের 14 তলা থেকে বিজেপির রথে চড়ে পড়লে কেউ সাধু হয়ে যায় না, মন্তব্য সেলিমের

প্রবীণ সিপিএম নেতার অভিযোগ, বহিরাগত গুন্ডাদের অবস্থান জানা সত্ত্বেও কোনও পদক্ষেপ করেনি প্রশাসন ৷ এমনকী, স্বয়ং মুখ্যমন্ত্রীকেও এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে হয়েছে ৷ এই পরিস্থিতিতে মানুষের বিবেকের উপরেই আস্থা রাখছেন বামেরা ৷ তাঁদের আশা, মানুষ ভোট দেবেন বেকারত্ব, দুর্নীতি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ৷ তবে তার জন্য ভোট লুঠ ঠেকাতে হবে ৷ গুন্ডাদের ঠেকাতে হবে ৷ অর্থাৎ, দ্বিতীয় দফার ভোটের পর ফের একবার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষেই সওয়াল করেছেন মহম্মদ সেলিম ৷ আগামী ছয় দফায় রাজ্য়ের মানুষ যাতে নিজের ভোট নিজেই দিতে পারেন, তা নিশ্চিত করার পক্ষে সওয়াল করেছেন তিনি ৷

কলকাতা, 2 এপ্রিল : এবার সিপিএমের মুখেও বহিরাগত তত্ত্ব ৷ তাদের অভিযোগ, রাজ্যের সর্বত্র হোটেল, রিসর্ট, গেস্টহাউসে ঘাঁটি গেড়েছে বহিরাগতরা ৷ নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচারক, মুখপাত্র, নেতার পরিচয় ভাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে তারা ৷ এই গুন্ডারাই বিধানসভার নির্বাচন পরিচালনা করছে ৷ শুক্রবার এই অভিযোগ করেন প্রবীণ সিপিএম নেতা মহম্মদ সেলিম ৷

দীর্ঘদিন ধরেই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় অভিযোগ করে চলেছেন, বাইরে থেকে লোক এনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট লুঠের ছক কষেছে গেরুয়া শিবির ৷ এবার সেই একই অভিযোগ শোনা গেল সেলিমের গলাতেও ৷ যদিও এই পরিস্থিতির জন্য মমতাকেই কাঠগড়ায় তুলেছেন তিনি ৷

সেলিমের অভিযোগ, গত 10 বছর ধরে গুন্ডাদের নিয়ন্ত্রণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আর এখন সেই গুন্ডাদেরই কেউ কেউ মমতার বিরুদ্ধে মাঠে নেমেছেন ৷ এক্ষেত্রে নাম না করে সরাসরি নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকেই কাঠগড়ায় তুলেছেন সেলিম ৷

রাজ্যের রিসর্ট, হোটেলগুলিতে ঘাঁটি গেড়েছে বহিরাগতরা, অভিযোগ মহম্মদ সেলিমের ৷

আরও পড়ুন : নবান্নের 14 তলা থেকে বিজেপির রথে চড়ে পড়লে কেউ সাধু হয়ে যায় না, মন্তব্য সেলিমের

প্রবীণ সিপিএম নেতার অভিযোগ, বহিরাগত গুন্ডাদের অবস্থান জানা সত্ত্বেও কোনও পদক্ষেপ করেনি প্রশাসন ৷ এমনকী, স্বয়ং মুখ্যমন্ত্রীকেও এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে হয়েছে ৷ এই পরিস্থিতিতে মানুষের বিবেকের উপরেই আস্থা রাখছেন বামেরা ৷ তাঁদের আশা, মানুষ ভোট দেবেন বেকারত্ব, দুর্নীতি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ৷ তবে তার জন্য ভোট লুঠ ঠেকাতে হবে ৷ গুন্ডাদের ঠেকাতে হবে ৷ অর্থাৎ, দ্বিতীয় দফার ভোটের পর ফের একবার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষেই সওয়াল করেছেন মহম্মদ সেলিম ৷ আগামী ছয় দফায় রাজ্য়ের মানুষ যাতে নিজের ভোট নিজেই দিতে পারেন, তা নিশ্চিত করার পক্ষে সওয়াল করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.