ETV Bharat / elections

হাজিপুরে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

হুগলির হাজিপুরে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ৷ ওই বিজেপি কর্মীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে ৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের ৷

bengal election 2021_wb_hgl_goghat bjp_10014
হাজিপুরে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি
author img

By

Published : Mar 31, 2021, 1:55 PM IST

হাজিপুর, 31 মার্চ : বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের হাজিপুর অঞ্চলের হরিহর গ্রামে ৷

স্থানীয় বিজেপি কর্মী বাপন দাসের অভিযোগ, ভোর চারটে নাগাদ তাঁর বাড়ির লক্ষ্য করে বোমাবাজি করা হয় ৷ হামলাকারীরা সকলেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী বলে দাবি বাপনের ৷ তিনি বলেন, ‘‘আমি শুধুমাত্র বিজেপি করি বলেই আমার বাড়ির সামনে বোমাবাজি করা হয়েছে ৷ ভোটের আগে এলাকায় সন্ত্রাস আর ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে ৷’’

বিজেপি করাতেই হামলা বলে দাবি সংশ্লিষ্ট বিজেপি কর্মীর ৷ অস্বীকার তৃণমূলের ৷

আরও পড়ুন : বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ সিউড়িতে

যদিও তৃণমূলের স্থানীয় কর্মীরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁদের পাল্টা দাবি, ‘‘বিজেপি মিথ্যের রাজনীতি করছে ৷ আমাদের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয় ৷’’

এদিকে, বোমাবাজির খবর পেয়েই ঘটনাস্থলে যায় গোঘাট থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা ৷

হাজিপুর, 31 মার্চ : বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের হাজিপুর অঞ্চলের হরিহর গ্রামে ৷

স্থানীয় বিজেপি কর্মী বাপন দাসের অভিযোগ, ভোর চারটে নাগাদ তাঁর বাড়ির লক্ষ্য করে বোমাবাজি করা হয় ৷ হামলাকারীরা সকলেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী বলে দাবি বাপনের ৷ তিনি বলেন, ‘‘আমি শুধুমাত্র বিজেপি করি বলেই আমার বাড়ির সামনে বোমাবাজি করা হয়েছে ৷ ভোটের আগে এলাকায় সন্ত্রাস আর ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে ৷’’

বিজেপি করাতেই হামলা বলে দাবি সংশ্লিষ্ট বিজেপি কর্মীর ৷ অস্বীকার তৃণমূলের ৷

আরও পড়ুন : বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ সিউড়িতে

যদিও তৃণমূলের স্থানীয় কর্মীরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁদের পাল্টা দাবি, ‘‘বিজেপি মিথ্যের রাজনীতি করছে ৷ আমাদের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয় ৷’’

এদিকে, বোমাবাজির খবর পেয়েই ঘটনাস্থলে যায় গোঘাট থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.