ETV Bharat / elections

বাংলাদেশে মতুয়া পীঠস্থান দর্শনে মোদির সঙ্গী শান্তনু - বনগাঁ

এপার বাংলায় যখন ভোটের উত্তাপ, তখনই ওপার বাংলায় সফর শুরু নরেন্দ্র মোদির ৷ শনিবার বাংলাদেশের গোপালগঞ্জের ওড়াকান্দিতে মতুয়াদের পীঠস্থান দর্শনে যাবেন ভারতের প্রধানমন্ত্রী ৷ সেই সফরে তাঁর সঙ্গী হবেন সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ৷ মতুয়া ভোট ঝোলায় পুরতেই এই পদক্ষেপ বলে মত ওয়াকিবহাল মহলের ৷

bengal election 2021_WB_MODI_BANGLADESH_MATUYA_REACTION_VIZ1_WBC10017
বাংলাদেশে মতুয়া পীঠস্থান দর্শনে মোদির সঙ্গী শান্তনু
author img

By

Published : Mar 26, 2021, 4:43 PM IST

ঠাকুরনগর, 26 মার্চ : প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে তাঁর সঙ্গী হচ্ছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ৷ ওয়াকিবহাল মহলের ব্যাখ্য়া, রাজ্য়ের বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট ব্য়াঙ্ক পকেটে পুরতেই এই পদক্ষেপ নরেন্দ্র মোদির ৷ মতুয়াদের পীঠস্থান বাংলাদেশের ওড়াকান্দি যাবেন তিনি ৷ সেই তীর্থ দর্শনেই তাঁর সঙ্গী হবেন শান্তনু ৷ এর ফলে বিজেপির সঙ্গে তাঁদের সম্পর্ক আরও নিবিড় হবে বলেই মত মতুয়াদের ৷

রাত পোহালেই বঙ্গে বিধানসভার নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে ৷ সেই দিনই বাংলাদেশের গোপালগঞ্জের ওড়াকান্দিতে মতুয়াদের পীঠস্থান দর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মতুয়া ভোট গেরুয়া ঝোলায় ভরতে আগেই সিএএ অস্ত্রে শাণ দিয়েছে বিজেপি ৷ ঠাকুর বাড়িতে এসে হিন্দু উদ্বাস্তু সমস্যা মেটানোর আশ্বাস দিয়ে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর প্রতিশ্রুতি, করোনার টিকাকরণ শেষ হলেই সিএএ-র মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করা হবে ৷

এমন একটা প্রেক্ষাপটেই মোদির ওড়াকান্দি সফরে তাঁর সঙ্গে থাকছেন সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ৷ শুক্রবার দুপুরে বাংলাদেশের উদ্দেশ্য রওনা দিয়েছেন তিনি ৷

শান্তনু ঠাকুরের বাংলাদেশ সফরে উচ্ছ্বসিত মতুয়ারা ৷

আরও পড়ুন : 2021-র গ্রীষ্মের গরমে বাংলার ভোট না প্রতিবেশী দেশ—কোনটা আগে ?

মোদির ওড়াকান্দি সফর সম্বন্ধে শান্তনু বলেন, ‘‘কোনও দেশের মন্ত্রীই এর আগে ওড়াকান্দি যাননি ৷ মোদি প্রথমবার যাচ্ছেন ৷ মতুয়াদের মধ্যে তা নিয়ে উন্মাদনা থাকবেই ৷’’ বাংলাদেশের মতুয়ারাও এতে খুশি বলে দাবি বনগাঁর বিজেপি সাংসদের ৷

মোদি-শান্তনুর এই তীর্থভ্রমণে খুশি মতুয়া সম্প্রদায়ের মানুষও ৷ তাঁদের মতে, মোদি যে মতুয়াদের সঙ্গেই আছেন, এর থেকেই তা প্রমাণিত ৷ বদলে তাঁরাও মোদির সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন ৷ ভোট মরশুমে যা হাসি চওড়া করবে মোদি-শাহদের ৷ অন্যদিকে, চাপ বাড়বে শাসক শিবিরের উপর ৷

ঠাকুরনগর, 26 মার্চ : প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে তাঁর সঙ্গী হচ্ছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ৷ ওয়াকিবহাল মহলের ব্যাখ্য়া, রাজ্য়ের বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট ব্য়াঙ্ক পকেটে পুরতেই এই পদক্ষেপ নরেন্দ্র মোদির ৷ মতুয়াদের পীঠস্থান বাংলাদেশের ওড়াকান্দি যাবেন তিনি ৷ সেই তীর্থ দর্শনেই তাঁর সঙ্গী হবেন শান্তনু ৷ এর ফলে বিজেপির সঙ্গে তাঁদের সম্পর্ক আরও নিবিড় হবে বলেই মত মতুয়াদের ৷

রাত পোহালেই বঙ্গে বিধানসভার নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে ৷ সেই দিনই বাংলাদেশের গোপালগঞ্জের ওড়াকান্দিতে মতুয়াদের পীঠস্থান দর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মতুয়া ভোট গেরুয়া ঝোলায় ভরতে আগেই সিএএ অস্ত্রে শাণ দিয়েছে বিজেপি ৷ ঠাকুর বাড়িতে এসে হিন্দু উদ্বাস্তু সমস্যা মেটানোর আশ্বাস দিয়ে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর প্রতিশ্রুতি, করোনার টিকাকরণ শেষ হলেই সিএএ-র মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করা হবে ৷

এমন একটা প্রেক্ষাপটেই মোদির ওড়াকান্দি সফরে তাঁর সঙ্গে থাকছেন সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ৷ শুক্রবার দুপুরে বাংলাদেশের উদ্দেশ্য রওনা দিয়েছেন তিনি ৷

শান্তনু ঠাকুরের বাংলাদেশ সফরে উচ্ছ্বসিত মতুয়ারা ৷

আরও পড়ুন : 2021-র গ্রীষ্মের গরমে বাংলার ভোট না প্রতিবেশী দেশ—কোনটা আগে ?

মোদির ওড়াকান্দি সফর সম্বন্ধে শান্তনু বলেন, ‘‘কোনও দেশের মন্ত্রীই এর আগে ওড়াকান্দি যাননি ৷ মোদি প্রথমবার যাচ্ছেন ৷ মতুয়াদের মধ্যে তা নিয়ে উন্মাদনা থাকবেই ৷’’ বাংলাদেশের মতুয়ারাও এতে খুশি বলে দাবি বনগাঁর বিজেপি সাংসদের ৷

মোদি-শান্তনুর এই তীর্থভ্রমণে খুশি মতুয়া সম্প্রদায়ের মানুষও ৷ তাঁদের মতে, মোদি যে মতুয়াদের সঙ্গেই আছেন, এর থেকেই তা প্রমাণিত ৷ বদলে তাঁরাও মোদির সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন ৷ ভোট মরশুমে যা হাসি চওড়া করবে মোদি-শাহদের ৷ অন্যদিকে, চাপ বাড়বে শাসক শিবিরের উপর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.