ETV Bharat / elections

আবির খেলে জনসংযোগ শিবপুরের বিজেপি প্রার্থীর - আবির খেলা

আবির খেলে জনসংযোগ শিবপুরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ৷ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি ৷ রথীনের দাবি, আগামী 2 মে গেরুয়া রঙে রঙিন হতে প্রস্তুত গোটা বাংলা ৷

bengal election 2021_wb_02_holi utshab_wb10026
আবির খেলে জনসংযোগ শিবপুরের বিজেপি প্রার্থীর
author img

By

Published : Mar 27, 2021, 7:25 PM IST

শিবপুর, 27 মার্চ : দোলযাত্রার আগের দিন আবির খেলে জনসংযোগ সারলেন শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ৷ শনিবার শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়া রামরাজাতলার দশের পল্লিতে বসন্তের রঙে সকলকে রাঙিয়ে প্রচার সারেন তিনি ৷ দলীয় সহকর্মীদের পাশাপাশি আবির খেলেন পথচলতি মানুষের সঙ্গেও ৷

রথীনের দাবি, মানুষ যেভাবে তাঁর পাশে থাকার বার্তা দিচ্ছেন, তাতে আগামী দিনে এই কেন্দ্রে তাঁর জয় নিশ্চিত ৷ এমনকী, গোটা বাংলার মানুষ আগামী 2 মে গেরুয়া রঙে রঙিন হতেও প্রস্তুত বলে মনে করেন তিনি ৷

জয় নিয়ে নিশ্চিত শিবপুরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ৷

আরও পড়ুন : মীনাক্ষীর প্রচারে গতি বাড়াতে নন্দীগ্রামে হাল্লাগাড়ি

এদিন জনসংযোগের মাঝেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রথীন বলেন, ‘‘এই বাংলা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাংলা, চৈতন্য মহপ্রভুর বাংলা ৷ আমরা চিরকাল শান্তির পূজারী ৷ এই শান্তির রংঙই আগামী ২ মে চিরস্থায়ী ভাবে বিকশিত হবে ৷’’

শিবপুর, 27 মার্চ : দোলযাত্রার আগের দিন আবির খেলে জনসংযোগ সারলেন শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ৷ শনিবার শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়া রামরাজাতলার দশের পল্লিতে বসন্তের রঙে সকলকে রাঙিয়ে প্রচার সারেন তিনি ৷ দলীয় সহকর্মীদের পাশাপাশি আবির খেলেন পথচলতি মানুষের সঙ্গেও ৷

রথীনের দাবি, মানুষ যেভাবে তাঁর পাশে থাকার বার্তা দিচ্ছেন, তাতে আগামী দিনে এই কেন্দ্রে তাঁর জয় নিশ্চিত ৷ এমনকী, গোটা বাংলার মানুষ আগামী 2 মে গেরুয়া রঙে রঙিন হতেও প্রস্তুত বলে মনে করেন তিনি ৷

জয় নিয়ে নিশ্চিত শিবপুরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ৷

আরও পড়ুন : মীনাক্ষীর প্রচারে গতি বাড়াতে নন্দীগ্রামে হাল্লাগাড়ি

এদিন জনসংযোগের মাঝেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রথীন বলেন, ‘‘এই বাংলা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাংলা, চৈতন্য মহপ্রভুর বাংলা ৷ আমরা চিরকাল শান্তির পূজারী ৷ এই শান্তির রংঙই আগামী ২ মে চিরস্থায়ী ভাবে বিকশিত হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.