রায়গঞ্জ, 25 মার্চ : কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের বিরুদ্ধে আবারও সরব তাঁর স্ত্রী শর্বরী সিনহা রায় ৷ শর্বরী আগেই দাবি করেছিলেন, তাঁর স্বামী প্রতারক ৷ একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রেখে চলেন তিনি ৷ আর এবার শর্বরী দাবি করলেন, সামাজিক মাধ্যমে স্বামীর বিরুদ্ধে মুখ খোলায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে ৷ মুখ বন্ধ রাখার জন্য দেওয়া হয়েছে কোটি টাকা নেওয়ার প্রস্তাবও ৷
বৃহস্পতিবার সোস্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিয়ো বার্তায় এমনই অভিযোগ তুলেছেন শর্বরী ৷ যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, স্বামী-স্ত্রীর এই বিবাদে কালিয়াগঞ্জে জোর ধাক্কা খেতে পারে বিজেপি ৷
আরও পড়ুন : কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থীর ঘরে বাইরে লড়াই; একদিকে স্ত্রী, অন্যদিকে দল
এদিনের ভিডিয়ো বার্তায় শর্বরীর আবেদন, তাঁর স্বামীকে ভোট দেওয়ার আগে যেন আর একবার ভাবেন কালিয়াগঞ্জবাসী ৷ তাঁদের কাছে সুবিচার চান শর্বরী ৷ পাশাপাশি তাঁর দাবি, তাপস দাস নামে যে ব্যক্তি বর্তমানে তাঁকে আশ্রয় দিয়েছেন ও সবরকম সাহায্য করছেন, তাঁকেও কোটি টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন রায় ৷ একইসঙ্গে তাপসকে খুনেরও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি শর্বরীর ৷