ETV Bharat / elections

নিউটাউনে বিজেপি প্রার্থীর ফ্লেক্স ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা - বিজেপি প্রার্থী ভাস্কর রায়

নিউটাউনে বিজেপি প্রার্থীর ব্য়ানার, ফ্লেক্স ছেড়ার অভিযোগ ৷ কাঠগড়ায় তৃণমূল ৷ অভিযোগ, রাতের অন্ধকারে এই কাণ্ড ঘটিয়েছে শাসকদল ৷ অস্বীকার তৃণমূল নেতৃত্বের ৷ তাদের পাল্টা দাবি, প্রচারে থাকতে নিজের ফ্লেক্স নিজেই ছিড়িয়েছেন বিজেপি প্রার্থী ৷

http://10.10.50.85:6060//finalout4/west-bengal-nle/thumbnail/06-April-2021/11301127_327_11301127_1617710103227.png
নিউটাউনে বিজেপি প্রার্থীর ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা
author img

By

Published : Apr 6, 2021, 7:39 PM IST

নিউটাউন, 6 এপ্রিল : নিউটাউনের শুল্যংগুড়ি এলাকায় বিজেপি প্রার্থী ভাস্কর রায়ের ফ্লেক্স, ব্যানার ছেড়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তাদের পাল্টা দাবি, প্রচার পেতে নিজেদের ব্য়ানার নিজেরাই ছিড়েছে বিজেপি ৷

বিজেপির দাবি, রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে তাদের দলীয় প্রার্থী ভাস্কর রায়ের একাধিক ফ্লেক্স ও ব্যানার লাগানো হয়েছিল ৷ নিউটাউনের শুল্যংগুড়ি, রামমন্দির, অটি, বড়পুকুর এলাকায় এগুলি লাগিয়েছিলেন বিজেপির কর্মীরা ৷ অভিযোগ, সোমবার রাতে ওই এলাকার একাধিক ফ্লেক্স ও ব্যানার ছিড়ে ফেলা হয় ৷

মঙ্গলবার সকালে বিজেপি কর্মীদের নজরে আসে বিষয়টি। ঘটনার জন্য শাসকদল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন তারা ৷ এ নিয়ে আইনানুগ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে গেরুয়া শিবির ৷

ফ্লেক্স, ব্য়ানার ছেঁড়ার জন্য তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি ৷

আরও পড়ুন : পাড়ুইয়ে বিজেপির পতাকা-ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

তৃণমূল অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ৷ তাদের পাল্টা দাবি, বিজেপি প্রার্থীকে তাঁর দলের নেতা-কর্মীরাই পাত্তা দিচ্ছেন না ৷ তাই এলাকায় সেভাবে প্রচারও করতে পারছেন না তিনি ৷ সেই কারণেই প্রচারে থাকতে দলের ছেলেদের দিয়ে ফ্লেক্স ছিড়িয়েছেন বিজেপি প্রার্থী ৷

নিউটাউন, 6 এপ্রিল : নিউটাউনের শুল্যংগুড়ি এলাকায় বিজেপি প্রার্থী ভাস্কর রায়ের ফ্লেক্স, ব্যানার ছেড়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তাদের পাল্টা দাবি, প্রচার পেতে নিজেদের ব্য়ানার নিজেরাই ছিড়েছে বিজেপি ৷

বিজেপির দাবি, রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে তাদের দলীয় প্রার্থী ভাস্কর রায়ের একাধিক ফ্লেক্স ও ব্যানার লাগানো হয়েছিল ৷ নিউটাউনের শুল্যংগুড়ি, রামমন্দির, অটি, বড়পুকুর এলাকায় এগুলি লাগিয়েছিলেন বিজেপির কর্মীরা ৷ অভিযোগ, সোমবার রাতে ওই এলাকার একাধিক ফ্লেক্স ও ব্যানার ছিড়ে ফেলা হয় ৷

মঙ্গলবার সকালে বিজেপি কর্মীদের নজরে আসে বিষয়টি। ঘটনার জন্য শাসকদল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন তারা ৷ এ নিয়ে আইনানুগ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে গেরুয়া শিবির ৷

ফ্লেক্স, ব্য়ানার ছেঁড়ার জন্য তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি ৷

আরও পড়ুন : পাড়ুইয়ে বিজেপির পতাকা-ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

তৃণমূল অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ৷ তাদের পাল্টা দাবি, বিজেপি প্রার্থীকে তাঁর দলের নেতা-কর্মীরাই পাত্তা দিচ্ছেন না ৷ তাই এলাকায় সেভাবে প্রচারও করতে পারছেন না তিনি ৷ সেই কারণেই প্রচারে থাকতে দলের ছেলেদের দিয়ে ফ্লেক্স ছিড়িয়েছেন বিজেপি প্রার্থী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.