ETV Bharat / elections

একের পর টুইট বোমা, ডেরেকের নিশানায় বিজেপি - Amit Shah

2 মে বাংলায় ভোট গণনা শুরু হতেই এগিয়ে যায় শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ দুপুর বারোটা পেরোতে না পেরোতেই 200টিরও বেশি আসনে এগিয়ে যায় তারা ৷ আর তারপরই টুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের একটি পুরনো ভাষণের অংশ টুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘আমি আপনাদের বলে যাচ্ছি, 200-র বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে ৷’’

bengal election 2021_Bengal Election Result 2021_Derek O'Brien post old video of Amit Shah As Trinamool Crosses 200-Mark
টুইটারে পুরনো ভিডিও পোস্ট করে অমিত শাহকে জবাব ডেরেকের
author img

By

Published : May 2, 2021, 1:30 PM IST

কলকাতা, 2 মে : একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির স্লোগান ছিল, ‘অব কি বার, দোশো পার’ ৷ গেরুয়া শিবিরের দাবি করেছিল, এবার বাংলায় হবে আসল পরিবর্তন ৷ 200-রও বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপিই ৷ স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মুখেও শোনা গিয়েছিল সেই স্লোগান ৷ কিন্তু 2 মে ভোটের গণনা শুরু হতেই ট্রেন্ড গড়াতে শুরু করে অন্য দিকে ৷

এদিন প্রথম থেকেই এগিয়ে যায় রাজ্য়ের তৃণমূল কংগ্রেস ৷ বেলা যত বাড়ে, ততই বাড়ে ব্য়বধান ৷ ঘড়ির কাঁটা দুপুর বারোটার ঘর ছুঁতে না ছুঁতেই ট্রেন্ড বুঝিয়ে দেয়, এবারও হয়তো 200-রও বেশি আসনে জিততে চলেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল ৷ অন্তত এই সময়ের মধ্যে 200টিরও বেশি আসনে এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস ৷ আর তারপরই অমিত শাহের একটি পুরনো ভিডিও ফুটেজ টুইটারে পোস্ট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘আমি আপনাদের বলে যাচ্ছি, 200-র বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে ৷’’

  • MO+SHA +🚩BJP🚩+ CBI 🕵️‍♀️ + ED 🔎+ EC 🗳️ + GODI MEDIA 📺 + TRAITORS + 💵💰 < DIDI + AB + TMC WORKERS + BENGAL

    We will win over #Covid as well, for WE CARE for people

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) May 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দিদি জিও দিদি ! মোদিকে জবাব দিয়ে মমতাকে অভিনন্দন অখিলেশের

পরবর্তীতে আরও একটি টুইট করেন ডেরেক ৷ যেখানে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের পাশাপাশি নরেন্দ্র মোদি, অমিত শাহ, সিবিআই, ইডি, নির্বাচন কমিশন, সংবাদমাধ্যমের একাংশকেও নিশানা করেন তিনি ৷ বুঝিয়ে দেন, বাংলার মসনদে বসতে বিজেপি সর্বশক্তি নিয়ে ঝাঁপালেও তারা মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে হারাতে পারেনি ৷ কারণ,বাংলার মানুষ ‘তার মেয়ের’ পক্ষেই রায় দিয়েছেন ৷ পাশাপাশি এই জয়ের জন্য অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়-সহ তৃণমূলের সাধারণ কর্মীদেরও কৃতিত্ব দিয়েছেন ডেরেক ৷ তবে একইসঙ্গে, এদিন তাঁর টুইটার হ্য়ান্ডেল থেকে কোভিড মোকাবিলা সংক্রান্ত পোস্টও করেন রাজ্য়সভার এই তৃণমূল সাংসদ ৷ বাংলার মানুষকে সতর্ক থাকার বার্তাও দেন ৷

কলকাতা, 2 মে : একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির স্লোগান ছিল, ‘অব কি বার, দোশো পার’ ৷ গেরুয়া শিবিরের দাবি করেছিল, এবার বাংলায় হবে আসল পরিবর্তন ৷ 200-রও বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপিই ৷ স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মুখেও শোনা গিয়েছিল সেই স্লোগান ৷ কিন্তু 2 মে ভোটের গণনা শুরু হতেই ট্রেন্ড গড়াতে শুরু করে অন্য দিকে ৷

এদিন প্রথম থেকেই এগিয়ে যায় রাজ্য়ের তৃণমূল কংগ্রেস ৷ বেলা যত বাড়ে, ততই বাড়ে ব্য়বধান ৷ ঘড়ির কাঁটা দুপুর বারোটার ঘর ছুঁতে না ছুঁতেই ট্রেন্ড বুঝিয়ে দেয়, এবারও হয়তো 200-রও বেশি আসনে জিততে চলেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল ৷ অন্তত এই সময়ের মধ্যে 200টিরও বেশি আসনে এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস ৷ আর তারপরই অমিত শাহের একটি পুরনো ভিডিও ফুটেজ টুইটারে পোস্ট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘আমি আপনাদের বলে যাচ্ছি, 200-র বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে ৷’’

  • MO+SHA +🚩BJP🚩+ CBI 🕵️‍♀️ + ED 🔎+ EC 🗳️ + GODI MEDIA 📺 + TRAITORS + 💵💰 < DIDI + AB + TMC WORKERS + BENGAL

    We will win over #Covid as well, for WE CARE for people

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) May 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দিদি জিও দিদি ! মোদিকে জবাব দিয়ে মমতাকে অভিনন্দন অখিলেশের

পরবর্তীতে আরও একটি টুইট করেন ডেরেক ৷ যেখানে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের পাশাপাশি নরেন্দ্র মোদি, অমিত শাহ, সিবিআই, ইডি, নির্বাচন কমিশন, সংবাদমাধ্যমের একাংশকেও নিশানা করেন তিনি ৷ বুঝিয়ে দেন, বাংলার মসনদে বসতে বিজেপি সর্বশক্তি নিয়ে ঝাঁপালেও তারা মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে হারাতে পারেনি ৷ কারণ,বাংলার মানুষ ‘তার মেয়ের’ পক্ষেই রায় দিয়েছেন ৷ পাশাপাশি এই জয়ের জন্য অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়-সহ তৃণমূলের সাধারণ কর্মীদেরও কৃতিত্ব দিয়েছেন ডেরেক ৷ তবে একইসঙ্গে, এদিন তাঁর টুইটার হ্য়ান্ডেল থেকে কোভিড মোকাবিলা সংক্রান্ত পোস্টও করেন রাজ্য়সভার এই তৃণমূল সাংসদ ৷ বাংলার মানুষকে সতর্ক থাকার বার্তাও দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.