ETV Bharat / elections

রুদ্রনীলের হয়ে ভোট চাইতে বস্তিবাসীর দুয়ারে অমিত - রুদ্রনীল ঘোষ

ভোট চাইতে ভবানীপুরের বকুলবাগান বস্তিতে হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সঙ্গে ছিলেন দলের প্রার্থী রুদ্রনীল ঘোষ ৷ বস্তবাসীর দোরে দোরে ঘুরে ভোট চাইলেন অমিত শাহ ৷

bengal election 2021_Amit Shah at the door of the election campaign in Bhabanipur
রুদ্রনীলের হয়ে ভোট চাইতে বস্তিবাসীর দুয়ারে অমিত
author img

By

Published : Apr 9, 2021, 5:25 PM IST

কলকাতা, 9 এপ্রিল : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুরে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে প্রচার সারলেন অমিত শাহ ৷ দলীয় প্রার্থীর হয়ে ভোট চাইতে সটান বকুলবাগান বস্তির সরু গলিতে ঢুকে গেলেন কেন্দ্রের সেকেন্ড ইন কমান্ড ৷

ভবানীপুরের বকুলবাগান বস্তিতে অমিত শাহ ৷

আরও পড়ুন : কলকাতা হবে সিটি অফ ফিউচার : অমিত শাহ

শুক্রবার দুপুর 2টো নাগাদ ভবানীপুরের বকুলবাগানে পৌঁছন অমিত শাহ ৷ গাড়ি থেকে নেমে হেঁটেই ঢুকে যান বস্তির ভিতর ৷ সঙ্গে ছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ ৷ বস্তির ভিতর ঘুরতে ঘুরতেই দলের নির্বাচনী ইস্তাহার বিলি করেন অমিত শাহ ৷

অন্যদিকে, অমিত শাহ বস্তিতে ঢুকতেই শাঁখ বাজিয়ে তাঁকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা ৷ কেউ কেউ সামনে এসে মালাও পরিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ পাশাপাশি, তাঁর কাছে নিজেদের সমস্যার কথাও তুলে ধরেন তাঁরা ৷ বস্তিবাসীর অভাব অভিযোগ মন দিয়ে শোনেন অমিতও ৷

বকুলবাগান বস্তির এক বাসিন্দা নিতু রায় বলেন, ‘‘অমিত শাহ বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করেছেন ৷ আমরাও আমাদের সমস্যার কথা জানিয়েছি ৷ তবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এভাবে আমাদের বস্তিতে এসে ভোট চাওয়টা সত্যি আমাদের কাছে একটা বিশেষ পাওয়া ৷’’

কলকাতা, 9 এপ্রিল : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুরে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে প্রচার সারলেন অমিত শাহ ৷ দলীয় প্রার্থীর হয়ে ভোট চাইতে সটান বকুলবাগান বস্তির সরু গলিতে ঢুকে গেলেন কেন্দ্রের সেকেন্ড ইন কমান্ড ৷

ভবানীপুরের বকুলবাগান বস্তিতে অমিত শাহ ৷

আরও পড়ুন : কলকাতা হবে সিটি অফ ফিউচার : অমিত শাহ

শুক্রবার দুপুর 2টো নাগাদ ভবানীপুরের বকুলবাগানে পৌঁছন অমিত শাহ ৷ গাড়ি থেকে নেমে হেঁটেই ঢুকে যান বস্তির ভিতর ৷ সঙ্গে ছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ ৷ বস্তির ভিতর ঘুরতে ঘুরতেই দলের নির্বাচনী ইস্তাহার বিলি করেন অমিত শাহ ৷

অন্যদিকে, অমিত শাহ বস্তিতে ঢুকতেই শাঁখ বাজিয়ে তাঁকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা ৷ কেউ কেউ সামনে এসে মালাও পরিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ পাশাপাশি, তাঁর কাছে নিজেদের সমস্যার কথাও তুলে ধরেন তাঁরা ৷ বস্তিবাসীর অভাব অভিযোগ মন দিয়ে শোনেন অমিতও ৷

বকুলবাগান বস্তির এক বাসিন্দা নিতু রায় বলেন, ‘‘অমিত শাহ বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করেছেন ৷ আমরাও আমাদের সমস্যার কথা জানিয়েছি ৷ তবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এভাবে আমাদের বস্তিতে এসে ভোট চাওয়টা সত্যি আমাদের কাছে একটা বিশেষ পাওয়া ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.