ETV Bharat / elections

রুটমার্চে সামিল হয়ে ভোটারদের আশ্বস্ত করলেন জেলাশাসক-পুলিশ সুপার - রায়গঞ্জ

ভোটারদের আশ্বস্ত করতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রুটমার্চে অংশ নিলেন উত্তর দিনাজপুর জেলার রিটার্নিং অফিসার তথা জেলাশাসক অরবিন্দ কুমার মীনা এবং রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার। তাঁদের এই উদ্যোগে খুশি স্থানীয় ভোটাররা ৷

bengal assembly election 2021_wb_ndin_01_sp_and_dm_route_march_raiganj_wb10021
রুটমার্চে সামিল হয়ে ভোটারদের আশ্বস্ত করলেন জেলাশাসক, পুলিশ সুপার
author img

By

Published : Mar 19, 2021, 5:42 PM IST

রায়গঞ্জ, 19 মার্চ : মানুষ যাতে নির্ভয়ে ও শান্তিতে নিজের ভোট নিজেই দিতে পারে, তা নিশ্চিত করতে মাঠে নামলেন উত্তর দিনাজপুর জেলার রিটার্নিং অফিসার তথা জেলাশাসক অরবিন্দ কুমার মীনা এবং রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার। ভোটারদের আশ্বস্ত করতে গ্রামীণ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে রুটমার্চ করলেন দুই আধিকারিক ৷

রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের রাড়িয়া এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রুটমার্চে অংশ নেন জেলাশাসক ও পুলিশ সুপার ৷ কথা বলেন স্থানীয় ভোটারদের সঙ্গে ৷ তাঁদের সুবিধা, অসুবিধার কথা জানতে চান ৷ তাঁরা যাতে সবাই নির্ভয়ে ভোট দেন, সে বিষয়ে আশ্বস্ত করেন গ্রামের ভোটারদের ৷

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, এলাকার ভোটাররা প্রশাসনের এই উদ্যোগে খুশি ৷ তাঁরা সকলেই নির্বিঘ্নে ভোট দিতে চান এবং সকলেই ভোট দিতে যাবেন বলে জানিয়েছেন জেলাশাসক ও পুলিশ সুপারকে ৷

আরও পড়ুন : শিরোকোলে রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী

আগামী 22 এপ্রিল উত্তর দিনাজপুর জেলার ন’টি বিধানসভা আসনে ভোটগ্রহণ করা হবে ৷ জেলার প্রতিটি বিধানসভা এলাকার ভোটাররাই যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোটদান করতে পারেন তার জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখছে না নির্বাচন কমিশন ৷ তাদের নির্দেশ অনুসারে সংশ্লিষ্ট বিধানসভা এলাকাগুলিতে ভোটারদের আশ্বস্ত করতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ৷ তাতে জেলা পুলিশ ও প্রশাসনের দুই কর্তা যোগ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা ৷ কেউ তাঁদের হুমকি দিচ্ছে কি না, বা ভয় দেখাচ্ছে কি না, সে-সবও খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা ৷

রায়গঞ্জ, 19 মার্চ : মানুষ যাতে নির্ভয়ে ও শান্তিতে নিজের ভোট নিজেই দিতে পারে, তা নিশ্চিত করতে মাঠে নামলেন উত্তর দিনাজপুর জেলার রিটার্নিং অফিসার তথা জেলাশাসক অরবিন্দ কুমার মীনা এবং রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার। ভোটারদের আশ্বস্ত করতে গ্রামীণ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে রুটমার্চ করলেন দুই আধিকারিক ৷

রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের রাড়িয়া এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রুটমার্চে অংশ নেন জেলাশাসক ও পুলিশ সুপার ৷ কথা বলেন স্থানীয় ভোটারদের সঙ্গে ৷ তাঁদের সুবিধা, অসুবিধার কথা জানতে চান ৷ তাঁরা যাতে সবাই নির্ভয়ে ভোট দেন, সে বিষয়ে আশ্বস্ত করেন গ্রামের ভোটারদের ৷

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, এলাকার ভোটাররা প্রশাসনের এই উদ্যোগে খুশি ৷ তাঁরা সকলেই নির্বিঘ্নে ভোট দিতে চান এবং সকলেই ভোট দিতে যাবেন বলে জানিয়েছেন জেলাশাসক ও পুলিশ সুপারকে ৷

আরও পড়ুন : শিরোকোলে রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী

আগামী 22 এপ্রিল উত্তর দিনাজপুর জেলার ন’টি বিধানসভা আসনে ভোটগ্রহণ করা হবে ৷ জেলার প্রতিটি বিধানসভা এলাকার ভোটাররাই যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোটদান করতে পারেন তার জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখছে না নির্বাচন কমিশন ৷ তাদের নির্দেশ অনুসারে সংশ্লিষ্ট বিধানসভা এলাকাগুলিতে ভোটারদের আশ্বস্ত করতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ৷ তাতে জেলা পুলিশ ও প্রশাসনের দুই কর্তা যোগ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা ৷ কেউ তাঁদের হুমকি দিচ্ছে কি না, বা ভয় দেখাচ্ছে কি না, সে-সবও খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.